নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

উফফফফফ!!! আর পারিনা!!!X(

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

আমার সবচেয়ে অসহ্য লাগে মানুষের বাড়িতে দাওয়াত থাকলে। আর সেখানে যদি আমার কিছু করার না থাকে তাহলে তো বিরক্তির সীমা থাকে না। আমার তখন কেঁদে দিতে ইচ্ছা করে।



ঈদের সময় খুলনায় গেলে এই দাওয়াতের যন্ত্রণায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করে। মাঝে মাঝে তো পালিয়েও যাই। দেখা যায়... ঈদের পরে একদিন আমাদের বাড়িতে সবার দাওয়াত থাকে। তারপর একদিন বড় মামার বাসায়। একদিন মেজ চাচাজির বাসায়। একদিন আমার বড় বোনের শ্বশুড় বাড়ি। একদিন আমার এক কাজিনের বাসায়। গত বছর আবার নতুন বিয়ে হওয়া এক কাজিন এবং বোনের ননদের বাড়িতেও যেতে হয়েছে। আমি যেতে চাইনা বলে প্রতিবার আমাকে আব্বুর কাছে ঝাড়ি খেতে হয় :(



আমাদের বাড়িতে যেদিন হয় সেদিন আমার ভালোই লাগে। সবার সাথে দেখা সাক্ষাত হয়। কিন্তু কারো বাড়িতে যেতে আমার ভালো লাগে না।



ঢাকায় থাকলে আবার মেজ মামী কিছুদিন পরপর দাওয়াত করে। সেটা সাধারনত শুক্রবারে হয়। আমার বোন তখন কাঁদোকাঁদো হয়ে যায়।



আজকাল মানুষের কি হয়েছে জানিনা। কোনো একটা উপলক্ষ্য পেলেই হলো!! সেটাকে খাওয়া দাওয়া দাওয়াত পর্যায়ে নিয়ে যাবে। পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শবেবরাত, ইফতারি, এটা সেটা ... কোনো একটা উপলক্ষ্য পেলেই হলো মানুষের!! হয়তো জামা কাপড় কিনবে নয়ত খাবে। কোনো কোনোটাই আবার দুইটাই করবেX(



যেমন পহেলা বৈশাখে জামা কাপড় এবং খাওয়া দাওয়া দুইটাই করে মানুষ। আমি জীবনেও পহেলা বৈশাখ উপলক্ষ্যে কাপড় কিনিনি। কিন্তু এইবার আমিও এই আদিখ্যেতা করেছি অতিষ্ট হয়ে। তবে সেটা আমার বোনকে চিপ দিতে। সব জায়গায় আমাকে টানা হ্যাচড়া করা তার অভ্যাসে পরিণত হয়েছে।



আগামীকাল এক জায়গায় ইফতারির দাওয়াত। হিসাবে কাল আমার একটা পরীক্ষা ছিল। কিন্তু হরতাল উপলক্ষ্যে সেটা ক্যানসেল হয়েছে। প্রথমে পরীক্ষা ক্যানসেল এটা শুনে তিনটা লাফ দিলেও দাওয়াতের কথা শুনে চুপসে গেলাম। এমনই খারাপ অবস্থা দাওয়াতটা আবার আমাদের বিল্ডিং-এ!! হরতাল ছাড়া যদি এমনি দিন হতো, তবে আমি পালিয়ে যেতাম। আবার এই বাসায় আমি আগেও কখনো যাইনি। আগেও দুইবার এই সেই টাইপ দাওয়াত ছিল এবং আমি এই সেই বলে যাইনি। আমি আমার বোনকে বলতে গেলাম, সে আমাকে একটা বড় ধমক দিয়ে বসায় দিলো :(

আমি জানি দিনদিন আমি অসামাজিক হচ্ছি। কিন্তু কি করবো আমি যে একজন একঘেয়ে মানুষ। এতো লোকজন তো ভালো লাগে না আমার। আজকাল আরো অসহ্য লাগে জীবনটা!! উফফফফফফফফফফফফফফফ X(

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

বাগসবানি বলেছেন: ঠিক খাওয়ার টাইমে যাবেন, খাওয়াটা শেষ হলেই সটকে পড়বেন । ;)
আর আপনাদের বিল্ডিং এ হলে তো কথাই নেই । টিফিন ক্যারিয়ার নিয়ে হাজির হবেন । খাওয়াই আনন্দ খাওয়াই জীবন । বাঙালীরা এইটা বুঝতে পারছে ।

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

চানাচুর বলেছেন: স্যরি পোস্টের রিপ্লাইটা একটু দেরি হয়ে গেল :)

আপনার কথা মতো গেছিলাম ঠিক খাওয়ার টাইমে... কিন্তু খাওয়া শেষে ফিইর‌্যা আইতে পারিনাই। তবে ভাল্লাগছে কাল খেয়ে। আজ হরতাল ছিল তো! খেয়ে দেয়ে এসেই দিলাম একটা ঘুম :D B-)

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩০

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন ইফতারীর দাওয়াত খাইনা আর আপনে কিনা পাইয়াও বাদ দেয়ার চেষ্টা করেন??? B:-) B:-) B:-)

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

চানাচুর বলেছেন: আহারে!! আপনাকে দাওয়াত করে না ক্যান!! আপনি কি সারা দুনিয়া খায়া ফেলেন??!! :|

দু:খ কইরেন না আপনারে আমি একদিন দাওয়াত করমু, ওক্কে??!! B-) B-)

৩| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: আমারও এরম লাগে।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

চানাচুর বলেছেন: হুঁ সমেস্যা আর সমেস্যা #:-S

৪| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৪

নস্টালজিক বলেছেন: দাওয়াত স এ কার সা ক দন্তস্য !

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

চানাচুর বলেছেন: হ হ /:)

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!

দাওয়াৎ তো মজাই লাগে।

সেজেগুজে মজার মজার খানাপিনা করবে চানাচুরমনি!!:P

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

চানাচুর বলেছেন: প্রথম রোজার দিন একটা কালারফুল জামা পড়ে ক্লাসে গিয়েছিলাম, তাই শোনা লেগেছে, রোজার মাসে এতো সাজুগুজু করে আসছি কেন!! X( আর তুমি একটা কথা বললা!! রোজা মাসে মানুষের সাজপোশাকে ব্যাপক পরিবর্তন আসে। আর আমি যদি ইফতারি করতে যাই মাঞ্জা মেরে, তাহলে কি হয় বলো!! X((

৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দাওয়াত খাইতে ভালো লাগেনা

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

চানাচুর বলেছেন: আমার অবশ্য মাঝে সাঝে খাইতে মজা লাগে কিন্তু বসে থাকতে ভালা লাগে না /:):((

৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:

সত্যিই দা্ওয়াত পেলে অনেক সময়ই ভালো লাগে না :(

আর বিয়েতে তো নাইই ..সাধারণ দা্ওয়াতে তবু্ও একটা কিছু পড়লেই হলো ...কিন্তু বিয়ের দা্ওয়াতে বাছাই করা , মুরব্বীদের , পরিচিতদের মর্জি মাফিক পোশাক , গহনা পড়তে খুবই বিরক্ত লাগে ! X(

গহনা পড়া থেকে বাঁচার জন্যে এক বিয়ের অনুষ্ঠানে হিজাব পড়ে গিয়েছিলাম :P

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

চানাচুর বলেছেন: আমি মানুষের কাছে পরামর্শ নেওয়া ছেড়ে দিয়েছি। কারো পরামর্শে কিছু করতে গেলে দেখেছি মানুষ কেমন যেন পেয়ে বসে। পরামর্শ উপদেশে উত্তীর্ণ হয়। তখন আরো অসহ্য লাগে X(

আমার বাড়িতে আমিসহ অনেকগুলো বিবাহযোগ্য ভাইবোন। যদিও আমাকে কেউ গোণায় ধরে না। আমি অধীর আগ্রহে বসে আছি তাদের বিয়ের অপেক্ষায়। দোয়া করবেন আমি ভাইবোনদের কয়েকটা বিয়ে যেন শান্তি মতো খেতে পারি /:) :D

৮| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

আমিনুর রহমান বলেছেন:


ব্লগার একটু বেশীই অসামাজিক হয় :P

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

চানাচুর বলেছেন: কি বলেন!! আমি তো জানতাম ব্লগাররা নাস্তিক হয়! :P :P

৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

শুঁটকি মাছ বলেছেন: চানামনি চলো ইন টাচ থেকে চপসি খেয়ে আসি!!!!!

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

চানাচুর বলেছেন: ওক্কে ঈদের পর খামুনে!!

১০| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

আরিফ রুবেল বলেছেন: আপনি তো বেশ অসামাজিক আছেন হে !

সামাজিক না হলেও খাদ্যরসিক হবার একটা ট্রাই মেরে দেখতে পারেন :)

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

চানাচুর বলেছেন: আমি জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন সেটুকু খেয়েই বেঁচে থাকি। কিন্তু ইদানীং মোটা হচ্ছি। এজন্য ভোজনরসিক হতে ভয় লাগে!! না খেয়েই যদি এই অবস্থা হয়, খেলে না জানি আমার কি হবে/:)

আমি চাই না আমাকে মানুষ মোটু বলুক :(

১১| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: আরে সাজুগুজু করবা রমজানীও স্টাইলে।

দেখোনা টিভিতে রমজানে সবাই মাথায় কাপড় ঢেকে থাকে।


তুমি আরও এককাঁঠি উপরে সাদা ড্রেস মাথা ঢেকে খেতে চলে যাবে। কি মজা!!!

নতুন নতুন খাবার।:)

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

চানাচুর বলেছেন: আমার মাথায় কাপড় দিয়ে থাকতে ভালো লাগে না। এমনি সময় দেই না তো। এক মাসের জন্য দিলে আবার সবাই হাসাহাসি করে, লজ্জা লাগে তখন :!>

১২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আপু আপনার বাড়ি খুলনায়?? আমারো। আমার তো দাওয়াত অনেক ভাল লাগে। এই ডাইনিং এর খাবার আর ভাল্লাগেনা। হোম মেড ফুড অনেক বেটার।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

চানাচুর বলেছেন: হ্যাঁ, আমার বাড়ি খুলনাতে। আপনার খুলনার কোথায়?

আমাদের ইউনিতে বটতলায় সব পাওয়া যায়। কিন্তু তবু কয়েকদিন খেতে থাকলে ভালো লাগে না আমারও। ডাইনিং এর খাবার ভালো না লাগলে নিজে রান্না করে খান। :)

১৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আরিফ রুবেল বলেছেন: না খেয়েও যদি মোটা হতে থাকেন তাহলে খেয়ে মোটা হওয়ায় সমস্যা কোথায় ! পরে আবার আফসোস করবেন খাওয়াও হল মানুষ মোটুও বলল।

মনে রাখবেন না খেয়েও আপনাকে মোটু ডাক শুনতে হতে পারে B:-)

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

চানাচুর বলেছেন: আমি মোটা হচ্ছি ঠিকই তবে এখনও মানুষ আমাকে শুকনা বলে /:)ঠিকভাবে চললে ফিরলে আর ঠিকভাবে খাই দাই করলে আল্লাহ্‌র রহমতে আমি জীবনেও মোটু ডাক শুনবো না/:)
আমার নিজের প্রতি এইটুকু বিশ্বাস আছে 8-|

১৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

শুঁটকি মাছ বলেছেন: লেখক বলেছেন: প্রথম রোজার দিন একটা কালারফুল জামা পড়ে ক্লাসে গিয়েছিলাম, তাই শোনা লেগেছে, রোজার মাসে এতো সাজুগুজু করে আসছি কেন!! X( আর তুমি একটা কথা বললা!! রোজা মাসে মানুষের সাজপোশাকে ব্যাপক পরিবর্তন আসে। আর আমি যদি ইফতারি করতে যাই মাঞ্জা মেরে, তাহলে কি হয় বলো!! X((

চানাদা,যিনি তোমাকে ঐ খোচা মেরেছিলেন তার বুদ্ধি-বিবেচনা নিয়ে আমার কিঞ্চিত সন্দেহ আছে।তার কথায় বিব্রত হওয়ার কারণ নাই।কারণ সে তার প্রিয় বান্ধবীকে দেখেই অভ্যস্ত যিনি কিনা রোজার মাস আসলেই হিন্দি সিরিয়ালের সাজগোজ বন্ধ করে ইরানী সাজগোজ মেরে ভুং-ভাং শুরু করে দেয়

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

চানাচুর বলেছেন: শুনো ম্যান... ঐ পুস্কির কথায় আমি মোটেও গায়ে লাগায়নি। ফ্যাশন অবচেতন এই মন মাঝেমাঝে ফ্যাশন সচেতন হয়ে ওঠে!! সমস্যাটা হলো এখানেই ম্যান /:)

তবে পুস্কিকে একদিন ধরতে হবে X((

১৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: উখে উখে B-)) B-))

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

চানাচুর বলেছেন: আপনার বউ আর আন্ডাবাচ্চা আছে তো!! নাইলে কিন্তু দাওয়াত দিমু না :P :P

১৬| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

আমি তুমি আমরা বলেছেন: :P :P

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮

চানাচুর বলেছেন: :-B

১৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমি মুসলমান পাড়া। তাব্লিগ মসজিদের কাছে বাসা

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

চানাচুর বলেছেন: হুমমম বুঝেছি:)

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :P

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

চানাচুর বলেছেন: পড়েছো নাকি না পড়েই? :)

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

একলা ফড়িং বলেছেন: আপু, আপনার সাথে অনেক মিল দেখা যাচ্ছে! :) :) দাওয়াত আমারও অনেক অপছন্দ X( কারো বাসায় যাইতে ভাল্লাগেনা :(( কোথাও দাওয়াত মানেই আম্মুর সাথে একচোট ঝগড়া! :|




আর আমার বাসাও খুলনাতে :) এলাকাতো ব্লগার ;)

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

চানাচুর বলেছেন: খুলনায় কোথায় ফড়িং আপু :D

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার দাওয়াত খেতে খুব মজা লাগে। যদিও আমি এক কোণায় বসে থাকি, কিন্তু খাওয়াটাই মেইন ;) B-)) :P

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

চানাচুর বলেছেন: :P:P:P:P

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

একলা ফড়িং বলেছেন: এইতো টুটপাড়া থেকে একটু ভিতর দিকে :) :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

চানাচুর বলেছেন: আমারটা রেলিগেট!! আপনি কি এখন খুলনায় থাকেন??

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

একলা ফড়িং বলেছেন: হুম খুলনাতেই থাকি :) আপনি তো মনে হয় ঢাকাতে? শুঁটকি মাছের ফেবু স্ট্যাটাসে দেখেছিলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

চানাচুর বলেছেন: হুমমম :) ধন্যবাদ

২৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭

ঘাষফুল বলেছেন: Bah!!! Same uni. & elakato.....problem o same....!!
Apnar sathe valoi mil pacci dekhi....
Kon hall a cilen?

২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৫

চানাচুর বলেছেন: ফয়জুন্নসেসা। আপনি কোন ব্যাচ? :)

২৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২

Ash৯৪ বলেছেন: I agree miss chanachuuurrrr, it is very annoying indeed.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৯

চানাচুর বলেছেন: অনেকে খুব ইঞ্জয় করে। আমাকে এবার রোজায় হাতি দিয়েও টেনে কোথাও নিতে পারেনি কেউ X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.