নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

কাতুকুতু ও নাম বানানোর খেলা:|

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

আমার এক কাজিন আছে, যার সাথে ছোটবেলায় আমার মতের অমিল হলে বা আমি তার কোনো কথা না শুনলে আমাকে কাতুকুতু দিতো। আমার খুবই অসহ্য লাগতো। মাঝেমাঝে কেঁদেও ফেলতাম সেই যন্ত্রণা সইতে না পেরে। আমি ছোটবেলায় অনেক রাগী ছিলাম। প্রায় গাল ফুলিয়ে বসে থাকতাম।

ঐ কাজিন আমার উপর এই অত্যাচার করে খুবই মজা পেত। হয়তো বললো, ঐ চানা এইটা কর!

আমি হয়তো বলতাম, পারবো না!!

তখন সে বলতো, পারবি না মানে? তোকে কি ওষুধ (কাতুকুতু) দিতে হবে?

আমি তখন সেটার ভয়ে কাজটা করতে বসে যেতাম।

তার কাতুকুতুর যন্ত্রণায় আমি বহুতবার কেঁদে কেঁদে গাল ফুলিয়ে বসে থেকেছি। আমাকে সে অবস্থায় বসে থাকতে দেখে সবাই জিজ্ঞেস করতো, কি হয়েছে?

তখন আমি চিৎকার দিয়ে হাত পা ছুঁড়ে বলতাম, আমাকে কাতুকুতু দেওয়া হয়েছে!!

সবাই হাসতো। কেউই ব্যাপারটা পাত্তা দিতো না। এজন্য সেই আমলে এটা নিয়ে আমার মনে অনেক দু:খ ছিল।



একদিন আমি নানীবাড়ির ছাদে বসে পুতুল খেলছিলাম। আমার পুতুলগুলোর বিশাল সংসার ছিল। ওখানে আমি সাজিয়েছিলাম সব। ঐ সময় আমার ঐ কাজিন আর আমার মেজ বোন গেল নানীবাড়ির ছাদে গল্প করতে গেল। বড়রা যখন আলাপ আলোচনা করবে, তখন সেখানে বসা আমার নিষেধ ছিল। এজন্য তারা আমাকে বললো, চানা এখন তুমি এখান থেকে যাও!

আমি বললাম, আমি তো এখানে আগে এসেছি। তোমরা যাও! আমি কেন যাবো!

তখন আমার কাজিন আমাকে কাতুকুতু দিয়ে নিচতলায় পাঠিয়ে দিলো।



এদিকে বড় বোনেরা কি আলাপ আলোচনা করে সেটা নিয়ে আমার ভীষণ কৌতুহল ছিল। সেই আমলে আমার শুধু মনে হতো, আমি কেন সবার চেয়ে ছোট হলাম আর আমি কবে বড় হবো।

কিছুক্ষণ পর আমি নিচতলায় বসে খেলতে লাগলাম। আমি ঐ সময় একটা খেলা খেলছিলাম, সেটা হলো নাম বানানোর খেলা। খেলাটা হলো এরকম, অমুকের নামের শেষের অক্ষর, অমুকের নামের প্রথম অক্ষর, কিংবা সবার নামের মাঝের অক্ষর এক সাথে বসালে কি কি নাম বানানো যায়:)

নাম বানানোর এই খেলায় আমার মেজ বোনের নামের শেষে ‘লি’ আর কাজিনের নামের শুরুর ‘টু’ দিয়ে নাম বানালাম ‘লিটু’। আপনমনেই ‘লিটু’ করতে লাগলাম ওখানে বসে।



এদিকে কিছুক্ষণ পর মাগরিবের আযান দেওয়ায় সন্ধ্যা হয়ে যাওয়ায় ওরা নিচে নেমে এলো। এসেই দেখলো আমি নিচে বসে ‘লিটু লিটু’ বলছি। কাজিন প্রচন্ড রেগে গিয়ে কাতুকুতু না দিয়ে, আমাকে সরাসরি মারতে গেল। আর রাগ করে বলতে লাগলো, ফাজিল কোথাকার! তুই আড়ি পেতে আমাদের কথা শুনছিলি! তোর বয়স কতটুকু তোর মনে থাকে না!



আচানক এমন অত্যাচারে আমি অভিমান করতে গিয়েও করতে পারলাম না। বুঝতে পারলাম ওদের আলোচনার বিষয়বস্তু হলো ‘লিটু’ নামের একজন। এটা ভেবেই আমি আনন্দিত হয়ে দূরে সরে কয়েকবার ‘লিটু লিটু’ করে বাড়ির দিকে দৌড় মারলাম।



ওরাও এসে পড়লো। আর ওরা ঠিক করলো আমার নামে নালিশ দিবে। তখন ছিল ঈদের সময়। বাড়ি ভর্তি ছিল লোকজন। অনেক বড় বড় তিন কাজিন-ও ছিল খুলনায়। বড় বড় ঐ তিন কাজিনের সাথে আবার আমার ভীষণ খাতির ছিল। ওরা খুলনায় আসলে আমি অধিকাংশ সময় মামার বাড়িতে ওদের সাথেই থাকতাম। আমি ওদের কাছে গিয়ে বললাম কিভাবে আমি ‘লিটু’ নামটা বানিয়েছি আর সেটা শুনে ওরা রেগে যাচ্ছে।



এদিকে বারবার আমি ঐ কাজিনকে দেখে ‘লিটু লিটু’ বলে দৌড় মারি। আর সে আমাকে ধরে ধরে মারতে যায়। একটা সময় সে আমাকে ধরেও ফেলে। তারপর আমাকে নানীর কাছে নিয়ে যাওয়া হয়। নানী অনেক বকাঝকা করে আমাকে।



বড় এক কাজিন আবার ওর দিকে খুবই সন্দেহজনক দৃষ্টি দিয়ে বলে বসলো, ‘লিটু’ বলছে... তাতে কি এমন হয়েছে? তুমি কেন ওর সাথে এমন করছো! বলো তো!

ও বললো, ও আড়ি পেতে আমাদের কথা শুনছিল!



আমি বললাম, আমি মোটেও আড়ি পাতিনি। আমি নিচতলায় বসেই খেলছিলাম।

তারপর আমি বর্ণনা করলাম নাম বানানোর খেলা। কিন্তু সে কোনোভাবেই মানতে নারাজ। আমাকে আমার আম্মুর কাছে ধরে নিয়ে গেল বকা খাওয়াতে। এটা করে সে বড় বড় কাজিনদের মনে সন্দেহ বাড়িয়ে দিলো। তারপর বড়রা তাকে ধরে মিটিং-এ বসলো। সেখান থেকে জানা গেল ‘রিটু’ নামের এক ছেলে তাকে প্রেমের প্রোপোজাল দিয়েছে। আর সে তার ব্যাপারে পজেটিভ কিছু ভাবছে। এটাই সে আমার বোনকে বলতে গিয়েও বলতে পারেনি। শুধু রিটুর বণর্না দিয়েছিল। আর আমি আড়ি পেতে ওদের কথা শুনে ঐটাই বলছিলাম।



কিন্তু আমি মোটেও আড়ি পাতিনি। যাই হোক, তারপর কাজিন এমন চাটকানা খেলো যে জীবনে প্রেম-ভালোবাসাই ভুলে গেল। পরবর্তীতে সে প্রেম-ভালবাসার কথা শুনলেই ছ্যাঁত ছ্যাঁত করে উঠতো। আমার ওকে দেখে শুধু মনে হতো, আমাকে সেদিন কাতুকুতু দেওয়ার ফলেই আজ ও এমন!! তবে ঐ ঘটনার পর আমাকে তার কাতুকুতু দেওয়া কিন্তু মোটেও কমে যায়নি। সুযোগ পেলেই কাতুকুতু দিতো। আর আমিও মাঝেমাঝে ‘লিটু লিটু’ বলে দিতাম দৌড়।

মন্তব্য ৬২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

আমিভূত বলেছেন: মজা পেলাম :)

চালু ;)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

চানাচুর বলেছেন: ধন্যবাদ আপু :D

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

উড়োজাহাজ বলেছেন: ভালো অভিজ্ঞতা।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

চানাচুর বলেছেন: তবে কাতুকুতু মোটেও সুখকর একটা জিনিস ছিল না/:)

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! বেশ মজার। প্রথম বার কমেন্ট করতে এসে দেখি পোষ্ট লেখক সরিয়ে নিয়ে গিয়েছেন! তাই আবার এলাম।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

চানাচুর বলেছেন: ধন্যবাদ। :)

লেখাটা দুইবার পোস্ট হয়েছিল, সেজন্য একটা পোস্ট মুছে দিয়েছিলাম। আর সেই পোস্টটায় আপনি পড়েছিলেন :(

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৬

কস্কি বলেছেন: আয়হায়!! :-B


আমিও তো মুনে করছিলাম জ্যাঁডারে (শুটকীমাছ) :| কমু, চানা আংকেলরে কাতুকুতু দিবার! :-P

পরে আবার মুনে করলাম না থাক!!!! আংকেলরে কাতুকুতু দিলে আংকেল না জানি আবার ঘুমাইয়া পড়ে!! :-P




:P

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

চানাচুর বলেছেন: শয়তান ব্যাডা জানি কুনজাগার!! X(( X((

৫| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ভাই তুমি ছোডোকাল থেকেই ত্যাদড়|!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

চানাচুর বলেছেন: ছোডকালে একটু ছিলাম। কিন্তু এখন তো আমি অনেক ভালো B-) B-)

৬| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

শুঁটকি মাছ বলেছেন: জ্যাডা,আপ্নে শুটকি আর চানার ভিতর ঝামেলা করার পেলান করতেছেন মনে হয়!জ্যাডা আপ্নে কপালে কইলাম বিরাট বিপদ আছে!!!!খুব খিয়াল কইরা কইলাম!!!!খুব খিয়াল কইরা!!!!!!! X((

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

চানাচুর বলেছেন: ব্যাডা জনমের শয়তান! আমার কাছে আ্ইয়া খালি কিলিক লাগায় X(

৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

নীল-দর্পণ বলেছেন: হা হা....কাতুকাতুর জন্যে কত কাহিনী =p~

আমার আম্মা বা কাজিন আমাকে কোন সময় ঘায়েল করতে চাইলে গলায় কাতুকুতু দেয় (গলায় কাতুকুতু দিলে আমার মনে হয় সব শক্তি আমি হারিয়ে ফেলেছি, বাধা দেয়ার শক্তিও থাকেনা)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

চানাচুর বলেছেন: আমার আগে অনেক কাতুকুতু ছিল। এখন কমে গিয়েছে অনেক:)

৮| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: হাহা! কাতুকুতু দিয়ে আমাকেও হেনস্থা করা হত। লিটু বিষয়ক কাকতাল একটা মজার ঘটনার কথা মনে করায় দিলো। আমার এক কাজিন একদিন তার এক পাড়াতুতো বড় বোনকে বলল,
-আপনার তো পছন্দ মাকুন্দা টাইপ ছেলে।
সে আবার শুনসে "মাখন দা"। শুনে সে তো অবাক, আমার কাজিন কেমনে জানলো!
-তুমি কীভাবে জানলা মাখনদার সম্পর্কে?
তারপর কাজিন আন্দাজে বেশ কিছু ঢিল ছুড়লো, ঐগুলা মিলেও গেল। =p~

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

চানাচুর বলেছেন: হাহাহাহাহাহা। মজা পাইলাম ব্যাপক =p~ =p~

৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

চানাচুর বলেছেন: :D

১০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

কাতুকুতু ভালই পেলাম :)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

চানাচুর বলেছেন: হাহা ধন্যবাদ :)

১১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

সমুদ্র কন্যা বলেছেন: কাতুকুতু খারাপ জিনিস :|

কাহিনী পইড়া মজা পাইলাম :D

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

চানাচুর বলেছেন: খুবই খারাপ... আমার তো সেই আমলে মনে হত আমি দম বন্ধ হয়ে মারা যাবো /:)

১২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

লেখোয়াড় বলেছেন:
তাইতো বলি এখানে সবাই হাসছে কেন!

হা হা হা হা হা

অনেক মজার.............. চানাচুর।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

চানাচুর বলেছেন: ধন্যবাদ।


অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালো আছেন?? /:)

১৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

লেখোয়াড় বলেছেন:
ভাল আছি, তবে খুব ব্যস্ত থাকতে হয়।
তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সবার ব্লগে যাওয়া হয়ে ওঠে না।
খুব যেতে ইচ্ছে করে, মনে হয় সারাদিন ব্লগে পড়ে থাকি।
কিন্ত সে উপায় নেই।

আপনি যে আমাকে মনে রেখেছেন জেনে ভাল লাগল।
আপনার সহজ সরল বিচরণ সবসময় ভাল লাগে।

ধন্যবাদ চানাচুর, ভাল থাকেন চিরদিন মমতায় আর মায়ায়।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

চানাচুর বলেছেন: আপনিও অনেক ভালো থাকেন। মাঝেমাঝে উকি দিয়েন। ভালো লাগবে আমাদের। :)

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: চানাচুর কথা না শুনলে এখন থিকা কাতুকুতু দিতে হৈব! কিন্তু কথা হৈল নাম বানানোর আর অক্ষর পাইলানা যে এক্কেবারে পড়বি তো পর মালির ঘাড়ে। একটা প্রেমকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য তোমারে তীব্র ধিক্কার!!

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

চানাচুর বলেছেন: আমি আসলে ভাইয়া মেলাগুলো নাম বানিয়েছিলাম ওদের দুইজনের নাম দিয়ে... শিটু, টুশি, উটু, টুউ, লিটু, শিম্পা, লিম্পা, উম্পা, টুলি... কিন্তু কি মনে করে যেন ঐ সময় 'লিটু' জিনিসটাই মাথায় ঘুরতে থাকে আর আমি সেটাই বলতে থাকি :|

অঙ্কুরে আমি অনেক প্রেমই বিনষ্ট করে দিয়েছি। হয়তোবা নিজেরটাও/:)

১৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

কস্কি বলেছেন: খাইছে!! এক্টুও ভুই পাইনাইক্কা!! @ জ্যাঁডা +আংকেল :-P




আইছি যেহেতু আংকেলের মেজাজটা আরেক্টু বিলা কইরা দিয়া যাই!!!! :P


শুঁটকি মাছ বলেছেন: ভাই তুমি ছোডোকাল থেকেই ত্যাদড়|!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

লেখক বলেছেন: ছোডকালে একটু ছিলাম। কিন্তু এখন তো আমি অনেক ভালো B-) B-)

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

চানাচুর বলেছেন: ভুই পাও না, না! নতুন কলায় আইতাছি, খাড়াও! X( X(

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

কস্কি বলেছেন: খাইছে!! এক্টুও ভুই পাইনাইক্কা!! @ জ্যাঁডা +আংকেল :-P




আইছি যেহেতু আংকেলের মেজাজটা আরেক্টু বিলা কইরা দিয়া যাই!!!! :P


শুঁটকি মাছ বলেছেন: ভাই তুমি ছোডোকাল থেকেই ত্যাদড়|!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

লেখক বলেছেন: ছোডকালে একটু ছিলাম। কিন্তু এখন তো আমি অনেক ভালো B-) B-)

লোকে যারে ভাল বলে ভালু!! সে নয় ..........
নিজে যারে ভালু বলে ভালু সেইই অয়!!! ;)

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

চানাচুর বলেছেন: সবাই কওয়াকওয়ি করে আমার মতো ভালো পুলা আর হয় না B-)) B-))

১৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

শুঁটকি মাছ বলেছেন: বইন চানাচুর লও দেহি একদিন পুরান কলায় গিয়া এই জ্যাডারে একটা বাশ মাইরা আহি

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

চানাচুর বলেছেন: উনার আমি খোঁজ খবর নিছি। উনি নিউ ব্যানানার লোকB-))

১৮| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা...............

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

চানাচুর বলেছেন: hmm

১৯| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

কস্কি বলেছেন: চানা আংকেল!! এত্তদিন আপনার লগেই ওয়েটাইটাছলাম!! :D

মাগার কথা হইলো, এখন বয়ান মার্তে আইলসামী লাগ্তাছে!! তাই আত্লীয় বয়ান পড়ে করুম!

তয় যেইটার কওনের লইইগ্গা আইলাম, >> কস্কির খোঁজ পাওয়া এত্তই সুজা????? B-))



:-P

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

চানাচুর বলেছেন:
কি আর কমু!! কাগু ব্যাপারটায় সিরিয়াসলি নিতেছো না!! #:-S
কিন্তু যেইদিন ধরা খাইবা, সেইদিন তুমি ক্যাম্পাসের ১, ২, ৩ নং গেটের নাম ভুইল্যা যাবা!! 8-|
বোটানিক্যাল গার্ডেনের নদীতে সাঁতার দিয়া তুমার বাইরে আসা লাগপে!! /:)

২০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১

তাহিতি তাবাসুম বলেছেন: হা হা =p~ =p~

কাতুকুতু ভয় পাই। তবে মজার পোস্ট ।+++

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

চানাচুর বলেছেন: অনেক ধন্যবাদ তাবাসসুম আপু :D :D

২১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: মজা পাইলাম।

আপনার জন্য এত্তগুলা কাতুকুতু! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

চানাচুর বলেছেন: এত্তোগুলো পচা :D

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

কস্কি বলেছেন: লেখিকা বলেছেন: কিন্তু যেইদিন ধরা খাইবা, সেইদিন তুমি ক্যাম্পাসের ১, ২, ৩ নং গেটের নাম ভুইল্যা যাবা!! 8-|


>> বাড়ে, আপ্নে আমার আংকেল অইছেন কি করতে?? আমি ভুইল্যা গেলে আপ্নে ১,২,৩ নম্বরতো মনে করাইবেন ইই, লগে ৪,৫ আর ৬ নম্বর ও (চিনেছেন তো?? ) মুনে করাইয়্যা দিবেন!! আজিব তো ……………… B-) B-))


বোটানিক্যাল গার্ডেনের নদীতে সাঁতার দিয়া তুমার বাইরে আসা লাগপে!! /:)


>> বুটানিকাল গার্ডেন (বাইরের টা) ভালু না (লুকে কয়) :!> , তাই ঐ নদীতে!! সাঁতার দিমু না!! :-P


তা আংকেল, কুতুকুতু, কাতুকুতু, না কুতুকাতু ; এর মইধ্যে কুন্টা আসল??? আমার্তো প্যাঁচ লাইগ্গা গেছে, এক্টু কস্ট কইরা প্যাঁচটা খুইল্যা দিবেন!! ;)

ওওওওওও !!! আংকেলের তো আবার কিছু না চিবাইলে মাথা কাজই করে না :-P লন ধরেন

মাঝেমধ্যে এইটা খাইয়েন, :P

খিক....খিক........খিক ........

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

চানাচুর বলেছেন: আমার এই চিপসটা খুবই পছন্দের। আমি যখনই খাই তখনই ২/৩ প্যাকেট কিনে একবারে খাই। এই চিপসটা খাওয়ার সময় আমি কাউকে ভাগ দেই না।

কুতুকুতু/কাতুকুতু দুইটাই সঠিক।

৪.৫.৬ নং গেট আবার কোনদিকে?

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: :-/ :-/ :-/ /:) /:)

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

চানাচুর বলেছেন: :-& কি খবর? আপনি :-&

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

চানাচুর বলেছেন: :):):)

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

বশর সিদ্দিকী বলেছেন: ছোট বেলায় কাতুকাতু নিয়া কত মজার মজার অভিজ্ঞতা যে আছে বলে শেষ করা যাবে না।.......

আপনার নিক নেমটা থেকে একটা জিনিষ মনে পরে গেল..........বাড়ির নিচ থেকে মাঝে মাঝে চানাচুর ওয়ালা আসত আর ডাক দিত...........

চানাচুররররররররররররররররররররররররররর
চানাচুররররররররররররররররররররররররররররর
চানাচুররররররররররররররররররররররররররররররররররররর =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

চানাচুর বলেছেন: ধন্যবাদ :):)

২৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

তেরো বলেছেন: ডার্লিং তুমি কই... 8-| :| :|

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

চানাচুর বলেছেন: আমি তো এইখানেই!! কেমন আছো??? :)

২৭| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি রে কেমন আছিস?

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

চানাচুর বলেছেন: আমার কিছু ভালো লাগে না আপু। তুমি কেমন আছো?

২৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

তেরো বলেছেন: কি অদ্ভুত ব্যাপার। আজকেই চেক করতে আসলাম দেখলাম আজকেই রিপ্লাই... :D :D

আছি ভালোই। :)

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

চানাচুর বলেছেন: থ্যাঙ্ক্যু!! :!> :!>

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

মশিকুর বলেছেন:
কাতুকুতু কাহিনী পড়ে হাসতে হাসতে শেষ=p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

চানাচুর বলেছেন: ধন্যবাদ মশিকুর :)

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

সুস্মিতা গুপ্তা বলেছেন: হা হা হা মজা পেলাম অনেক =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

চানাচুর বলেছেন: thanks :)

৩১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

Ash৯৪ বলেছেন: Haha miss chanachuuurrr tumi toh choto belay onek cute and dusto chila. Akhono acho nischoy. Anyway very funny story, thank you for sharing. Moja pelam pore.

১৫ ই জুন, ২০১৮ রাত ২:১৭

চানাচুর বলেছেন: ashyyyyyyyyyyyyyy tumi blog e! khub bhallaglo tomake dekhe ar porar jonno ar thanks diye choto korbo na... but eto habijabi lekha monojog diye ar porte hobe na.... khub lojja lage :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.