![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
মাঝেমাঝে অনেক সুন্দর সুন্দর গান শুনি। আমার তখন মনেহয় মানুষ এতো সুন্দর গান কি করে গায়! আমারও তখন ভীষণ ইচ্ছা করে গান গাইতে। কিন্তু আমার কণ্ঠ ভালো না, তার উপর গাইতেও পারিনা। আমার গলায় বড় ধরনের সমস্যাও আছে। ইদানীং খুব সহজে দম ফুরিয়ে যায়।
সেই ২০০৮ সাল থেকে আমি একটুও গাইতে পারিনা। যখনই গাইতে যাই মনেহয়, উফ কি করছি এগুলো!! লোকজনও হাসাহাসি করে। খারাপই লাগে তখন।
আমার গাওয়া গান নিয়ে একবার একটা পোস্টও দিয়েছিলাম ব্লগে।
গতকাল সারাদিন রাত আমি যত ধরনের আকাম করা যায়, সবই করেছি। এর মধ্যে অন্যতম হলো... যারা গান গাইতে পারে না তারা কি করে গান গাইতে পারবে... এই বিষয়ক কয়টা লিংক পড়েছি।
সব শেষে যা বুঝলাম তা হলো:
ভালো গান গাইতে হলে...
1. বুকে প্রচন্ড সাহস থাকা লাগবে
2. প্রবল ইচ্ছা থাকতে হবে
3. মনটাকে অনেক প্রফুল্ল রাখতে হবে
4. শরীরটাকে ভালো রাখতে হবে। অনেক পানি খেতে হবে। পানি শরীরের জন্য যেমন উপকারী তেমন ভোকাল কর্ডের জন্যও উপকারী।
5. রেগুলার রেওয়াজ করতে হবে।
6. গুনগুনানি অনেক ভালো একটা এক্সারসাইজ। সবসময় গুনগুন করতে হবে। গুনগুন করলে ভোকাল নাকি বেশ ম্যাচিউরড হয়।
7. ঠান্ডা খাওয়া যাবে না। লিকার চায়ের সাথে ১ চামচ মধু উপকারী।
8. গায়ের চামড়া মোটা করতে হবে। ক্রিটিসিজম শোনার অভ্যাস থাকতে হবে
9. নিজের রেকর্ডিং নিজে করে শুনতে হবে। (যদিও আমার নিজের রেকর্ডিং শুনলে নিজেরই লজ্জা লাগে)
10. যেকোনো এক ধরনের সঙ্গীত নিয়ে থাকতে হবে। রবীন্দ্রসঙ্গীত করতে চাইলে, এটা নিয়ে পড়ে থাকতে হবে! ব্যান্ডের গান গাওয়া যাবে না।
11. সঙ্গীতশিল্পীদের সাথে মাঝেমাঝে সঙ্গীত বিষয়ে কথাবার্তা বলতে হবে
12. যেই গান গলার সাথে মানায় না, ঐগুলো বাদ দিয়ে দিতে হবে। খুব পছন্দের গান যদি অনেক কঠিন হয় তবে শুধু গুনগুন করা যেতে পারে।
অনেক পয়েন্টই দিতে পারতাম। কিন্তু আমার মতো মানুষের কথা চিন্তা করে আর দিলাম না
গান বিষয়ে যার কাছেই সাজেশন চাওয়া হোক না কেন, সবাই এক কথাই বলে, সেটা হলো রেওয়াজ করতে হবে বেশি বেশি করে। বর্তমানে আমার কাছে কোনো হারমোনিয়াম নাই। আর ২০০৮ সালে আমি বেশি রেওয়াজ করতে গিয়েই গানের প্রতি সব আগ্রহ শেষ করে ফেলেছিলাম। এই কারণে এই পয়েন্টটা বাদ দিয়ে আমি দেখলাম আমি আগের মতো একটু একটু গাইতে পারছি :!>
অনেকে আছে অন্যকে আনন্দ দেওয়ার জন্য গান গায়। কিন্তু আমরা যারা নিজের জন্য গান গাই তারা অপছন্দনীয় বেশ কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে গান গাইতে পারি
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
চানাচুর বলেছেন: ভাই ১ লিটার পানি খেয়ে নেন এখনই
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনি মনেলয় ব্যাপক গায়কী জানেন ।
তয় মানুষের দোষ কি আর কন , সবাই ই চায় নিজেরে সেটিসফাই করতে -রাখতে । তাই হেঁড়ে গলায় তেঁড়ে তেঁড়ে গান গায়, আপনার এই সব পয়েন্ট সে পড়ুক না পড়ুক গান সে গাইবেই।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
চানাচুর বলেছেন: ধুর!!
হেঁড়ে গলায় তেঁড়ে তেঁড়ে গানওয়ালাদের কথা বাদ। আমি বলছি আমার মতো লোকজনের কথা, যাদের খুব শখ, কিন্তু পারে না, লজ্জা লাগে, কণ্ঠ খারাপ তাদের কথা :!>
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
মামুন রশিদ বলেছেন: যারা খুব খারাপ গান গাই
ঠিকাচে, টেরাই দিমুনে..
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
চানাচুর বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমি ত খুবই খুবই খুবই খুবই
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
চানাচুর বলেছেন: দু:খ করেন না ভাই
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
গান পাগলা বলেছেন: আর যারা গুরু সাইজী লালনের গান করবেন,,,,, খেয়াল রাখবেন
আপনার মুখের চাইতেও মনের অনুধাবন বেশী গুরুত্বপুন্, এটা অবশ্য সব গানেই,,,, তবে বিশেষ করে সাইজীর কালাম পাঠ করতে গেলে খেয়াল রাখত হবে, পবিএতা এবং সুরের সাধন।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
চানাচুর বলেছেন: আরেকটা ইম্পপর্টেন্ট হলো... অনেকে লিরিক ভুলে গিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে গান গায়... এ ব্যাপারেও কেয়ারফুল থাকা অত্যাবশ্যক
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
হরিদাস১০৮ বলেছেন: হেডফোন কানে লাগায়া কোন গানের সাথে গাইলে মনে হয় যার গান টার থেকেও ভাল গাইতেছি...হেডফোন খুললেই....
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
চানাচুর বলেছেন: ভাই হেডফোনে গান শুনবেন না! হেডফোনে গান শুনতে শুনতে মাঝে আমার শ্রবণশক্তি নাই হয়ে গেছিল। এটা কানের জন্য যেমন খারাপ, সেরকম এটা আপনাকে মানসিকভা্বেও দুর্বল করে তোলে!
আপনি আমার মতো স্পিকারে জোরে গান বাজাবেন, শুনবেন এবং গাইবেন। দেখবেন কত ভাল্লাগবে তখন
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
সায়েম মুন বলেছেন: আমার খুব আবসোস হয়। আমি গাইতে পারি না। আশেপাশে অনেকে ভাল গাইতে পারে। আমার কয়েক ড্রাম মধু পানি খাইলেও গলার কিছু হবে না।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
চানাচুর বলেছেন: এতো হতাশ হবে না! হতাশ হয়ে আজ আমার গলার এই অবস্থা!!
অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগলো
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
শুঁটকি মাছ বলেছেন: আমি তো অনেক সুন্দর গান গাই।তোমাকে একদিন শুনাবোনে। প্রিপারেশন নিয়া আইসো।ঠিক্কাচ্ছে??
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
চানাচুর বলেছেন: গান ষুনটে ফুন ডিন ০১৭৭৮...... :#>
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এই উপদেশগুলো অবশ্যই আমার জন্য নয় কারণ আমি এমনিতেই অসাধারণ গান গাই :!>
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
চানাচুর বলেছেন: চলেন ঠান্ডা খেয়ে আসি
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সাদা আকাশ বলেছেন: 8. গায়ের চামড়া মোটা করতে হবে। ক্রিটিসিজম শোনার অভ্যাস থাকতে হবে
থাইক, গান গাওয়া বাদ দিলাম
তবে গান না গাইলেও টিপস গুলা ভালো দিয়েছেন
ধন্যবাদ
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
চানাচুর বলেছেন: শিল্পী হিসেবে যারা আত্নপ্রকাশ করতে চায় তাদেরকে কিছু বললে আসলে ক্রিটিসিজম করা হয়। কিন্তু আমরা যারা মনের সুখে গাই, তাদেরকে কে কী বললো কি যায় আসে! ভাই আপনি এই পয়েন্টটা বাদ দিয়ে অন্য সব পয়েন্টগুলো ভেবে গান করেন
ধন্যবাদ আপনাকেও
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি ঠান্ডা খাইনা, ঠান্ডার সমস্যা আছে তবে চা অথবা কফি খাওয়াতে চাইলে রাজি আছি
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
চানাচুর বলেছেন: ওক্কিজ!! আসেন একদিন
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কিছুদিন আগে আইএলটিএস এক্সাম দিলাম। তো এক্সামের আগে কিছু প্র্যাকটিস করতেতো হয়, নাহলে খারাপ দেখায়। ভাবলাম স্পিকিং মডিউলটা ট্রাই করে দেখি। নিজেই নিজের স্পিকিং রেকর্ড করে শুনে তাব্দা খেয়ে গেলাম। স্পিকিংতো নয় যেন কিন্নর কন্ঠে রাগ সংগীত চর্চা হচ্ছে :-&
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
চানাচুর বলেছেন: আমি অবশ্য যখন কথা বলি তখন অবশ্য বেশ লাউড এবং ক্লিয়ার শোনা যায়। কিন্তু গান করতে গেলেই কণ্ঠটা কেমন যেন ছ্যানছ্যানানি মার্কা লাগে
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
লিন্কিন পার্ক বলেছেন:
নিজের ভয়েস নিজে শুনলে কেমন যেন অদ্ভুত লাগে !
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
চানাচুর বলেছেন: বলেনকি!! আমারও তো একই অবস্থা ভাই!!
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
শুঁটকি মাছ বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
চানাচুর বলেছেন: ভাই আমার এক প্রতিবেশী ছিল এইরকম। সকাল সন্ধ্যা তার হারমোনিয়াম নিয়ে ভ্যানভ্যানানি শোনা লাগতো। আমার এসএসসি পরীক্ষার আগে আমাকে কুয়েটের একটা ভাইয়া পড়াতো। একদিন বিকালবেলা দেখি ভাইয়া আমাকে অঙ্ক করতে দিয়ে খুবই হাসিখুশি হয়ে গেছে।
আমাকে হঠাত জিজ্ঞেস করলো, আচ্ছা গানের আওয়াজটা কোথা থেকে আসছে?
আমি বললাম, ঐ যে সামনের ঐ বাড়ি থেকে!!
উনি খুবই খুশি খুশি গলায় বললেন, আচ্ছা তোমাদের এখানে বাসা ভাড়া দেয় স্টুডেন্টদের?
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
হনলুলু বলেছেন: কারাওকে হইলে যে কেউ গান গাইতে পারে
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
চানাচুর বলেছেন: ভাইয়া কেমন আছেন??
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অবরোধটা শেষ হৌক, আসতেছি
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
চানাচুর বলেছেন: ওক্কে সামনের বছর দেখা হবে
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
হনলুলু বলেছেন: ভালো নাই । যশোরে এতো ঠান্ডা পুরা মরুভুমি টাইপ যায়গা
তোমার খবর কি
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
চানাচুর বলেছেন: আমার খবর চলে আরকি! ঢাকায় একেবারেই ঠান্ডা নাই, কিন্তু শ্বাসকষ্টের জন্য হালকা খারাপ আছি
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
গগণজয় বলেছেন: আজ কে দুপুরেই কাওরান বাজার দিয়ে এক বন্ধুর সাথে হাটতে হাটতে এক টা গান মনের মাধুরি মিশিয়ে গাইছিলাম। মাগার বন্ধুটি আমাকে বলল, তোর কন্ঠ এত খারাপ ক্যান? আমি অবশ্য তাতে কষ্ট পাইনি।বল্লাম,কি করব এত অনেক আগে থেকেই খারাপ তুই গে খেয়াল করস নাই এই যা! এখন আপনার লেখা টা পড়ে তাই মজা পাইলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
চানাচুর বলেছেন: অনেক ধন্যবাদ গগণজয় ভাই!! এভাবেই মনের সুখে গান গেয়ে যেতে পারেন এই প্রত্যাশা রইলো...
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: যাক আমি ভাবতাম দুনিয়াতে আমিই খালি এই ধরনের কথা শুনি
কিন্তু এখানে আমার মত আরও অনেকের দেখা পেয়ে মনে শান্তি পাচ্ছি
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
চানাচুর বলেছেন: ওয়াও!!
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সবাই গাইলে হবে!!! গুণী শ্রোতা হওয়া উটকো গায়কের চাইতে বেশি গুণের কাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
চানাচুর বলেছেন: থামুন তো আপনি!! এই টাইপ ডিসকারেজিং কথা শুনে শুনেই আজ আমি আরেকটুর জন্য রুনা লায়লা হতে গিয়েও হতে পারলাম না!!
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মশিকুর বলেছেন:
ভালা উপদেশ। টেরাই মারতে হইব।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
চানাচুর বলেছেন: এইটা উপদেশ না ভাই, পরামর্শ :#>
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধুরু মিয়া ... বাথরুম আছে কিল্লাই ?? বাথরুমে সবাই এন্ডু কিশোর । :!> :!>
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
চানাচুর বলেছেন: আমি আবার বাথ্রুমে গান গাইতে পারিনা
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
ড. জেকিল বলেছেন: মাঝে মাঝে নিজের ভয়েস রেকর্ড শুনলে চমকে উঠি, মানুষের গলা নাকি ভাল্লুকের গলা!!!!!
এই গলা নিয়ে আবার গান!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
চানাচুর বলেছেন: ভাল্লুকের কণ্ঠ হলে তো ভালো গান গাইতে পারার কথা!! ভাল্লুক প্রাণীটাকে আমার অনেক কিউট লাগে
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
মশিকুর বলেছেন:
ভালো পরামর্শ। চেষ্টা করতে দেখতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
চানাচুর বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল বানী
সবাই কি এভাবে কেহ চিন্তা করে
অভিনন্দন তা ফল্প্রসু হোক
সবার অন্তরে ।।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ ভন্দু
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
খেয়া ঘাট বলেছেন: গায়ের চামড়া মোটা করতে হবে। ক্রিটিসিজম শোনার অভ্যাস থাকতে হবে
হাহাহাহাহা।
একভদ্রলোকের ওয়াইফ ঘরের ভিতর বসে গান করছে, গান শুনে ভদ্রলোক ক্লান্ত হয়ে ব্যলকনিতে হাঁটাহাঁটি করছেন। হঠাৎ করে একটা সেন্ডেল এসে পড়লো।
ভদ্রলোক খুশী হয়ে বললেন. ওগো শুনছো। আরেকটু গান চালিয়ে যাও। তাহলে বাকিটাও চলে আসবে। পয়সা খরচ করে আর জোড়া সেন্ডেল কিনতে হবেনা। হাহাহাহা।
আমি নিজে গান গাইতে পারিনা, তবে একজন গান পাগল মানুষ। বিশেষকরে রবীন্দ্রসংগীত।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১
চানাচুর বলেছেন: ভালোই মজা নিলেন!!
খেয়াঘাট ভাইয়া আপনি আমাদের সাথে ভালোই মজা নেন!
আমি আর শুঁটকি আপনাকে মেয়ে ভেবে 'আপু' ডাকতাম। আপনি একদিনও বলেননি সেটা। তারপর যেদিন জানতে পেরেছি, সেদিন দুইজনের আর টাশকি খাওয়া আর থামছিলই না!!
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
খেয়া ঘাট বলেছেন: "যারা খুব খারাপ গান গাই"
শিরোণামটি কি "যারা খুব খারাপ গান গায়" হবে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪২
চানাচুর বলেছেন: 'আমরা যারা খুব খারাপ গান গাই' হবে :!>
পরে ঠিক করবো!
ধন্যবাদ
২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
বৃতি বলেছেন: যাদের খুব গান গাওয়ার শখ, কিন্তু পারে না, লজ্জা লাগে, কণ্ঠ খারাপ-তাদের জন্য এই পোস্ট বাঁধিয়ে রাখার মত হয়েছে ।
পোস্টে +++++++++++++++
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩
চানাচুর বলেছেন: বাঁধিয়ে রাখবেন কেন, প্রয়োজনে প্রিন্ট দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন
ধন্যবাদ বৃতি
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
আউলা অনিন্দ্য বলেছেন: আপা ভাল আছেন নাকি!?! চিনতে পারতেসেন??
সামুতে আসলাম প্রায় আধা বছর পর... নিজেই নিজেকে ভুলে গেসি বলতে পারেন
আপনার লেখা এখনও সেইরকমই আছে
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬
চানাচুর বলেছেন: আরে আউলাদা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!আমি বদলাইনি এটা সত্যি! কিন্তু আপনাকে তো চেনাই যায় না, এমন কালো হয়ে গেলেন কি করে!! ফেসিয়াল কি করেন না রেগুলার এখন!!
এতদিন কোথায় ছিলেন? জেল ছিলেন নাকি?
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যালো, চানাচুর :#>
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৭
চানাচুর বলেছেন: হাই!
ASL plz
৩১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
শুভ জন্মদিন।
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ অস্পিসাস প্রেইস!
কিন্তু আজ আমার জন্মদিন না :!>
৩২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
চানাচুর বলেছেন: অনেক ধন্যবাদ :!>
৩৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
শীলা শিপা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
চানাচুর বলেছেন: কিন্তু আজ আমার জন্মদিন না আপু :!> সার্টিফিকেটের জন্মদিন এটা:!> অনেক ধন্যবাদ আপু
৩৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এই বুড়ো বয়সে এত ঘটা করে শুভ জন্মদিন পালন করার কোন মানে হয়!
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
চানাচুর বলেছেন: দেখুন তো কি অবস্থা! সার্টিফিকেটের বার্থডে আজ আমার। কিন্তু সেলিব্রিটি ব্লগার তো এজন্য সামু কর্তৃপক্ষ কোথা থেকে জেনে যে বেলুন উড়ায় দিয়েছে। এখন রাস্তাঘাটে সবাই আমাকে উইশ করছে
যাই হোক... অনেক অনেক ধন্যবাদ
৩৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
অনিক্স বলেছেন: shuvo jonmodin
৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
কালীদাস বলেছেন: যে টাইপের গান শুনি, একদিন কার্জনের এক আড্ডায় পাঁচ সেকেন্ড গ্রোল করছিলাম। সবচেয়ে ভাল কমেন্ট যে করছিল সে বলছিল- খুব সুন্দর হৈছে, দূরের লুকজন শহীদুল্লাহ হলের নেড়ি কুত্তার রিকশার নিচে চাপা খাইছে মনে করব।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
চানাচুর বলেছেন: খ্যাক খ্যাক :
৩৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
অদ্বিতীয়া আমি বলেছেন: এত লম্বা লিস্ট !!
নিজের ভয়েস
কিন্তু তাতে কি আমি স্পিকারে সাউন্ড বাড়িয়ে ইচ্ছা মত গাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
চানাচুর বলেছেন: আমিও এই কাজটা মাঝেমধ্যেই করি
৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
আউলা অনিন্দ্য বলেছেন: হ্যাপি লেট সার্টিফিকেট জন্মদিন!
কিছুই হয় নাই, সামুতে না আসতে আসতে আর আসা হয়েই উঠে নাই
দেখি আবার লেখা শুরু দিব। তবে আগের স্টাইলের লেখা আর দিমু না
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
চানাচুর বলেছেন: আমার জন্মদিন আজকে!! আর আজকে এই কমেন্ট দেখলাম!!! ইয়েএএএএএ
ঠাংকুস ঠাংকুস
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
আরজু পনি বলেছেন:
গাইতে চেষ্টা করলাম গলা দিয়ে আওয়াজ বের হয় না
ও আচ্ছা জন্মদিনের শুভেচ্ছা রইল, চানাচুর সহযোগে ডালভাজা
কন্যা পিসির সামনে এসেছিল কথা বলতে এবং চানাচুরের ব্লগ দেখে অবাক হয়ে বললো ... "ডালভাজা"
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
চানাচুর বলেছেন: আমি একটা গান গাই আপনার উদ্দেশ্যে যা এই মুহূর্তে মাথায় ঘুরছে
তাকে খুব কাছে যে পাই, আমি ওমনি বোবা দুচোখে হারাই, তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান..... :#>
ধন্যবাদ আপু
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
বটবৃক্ষ~ বলেছেন:
ভাগ্যিস আমি কখনো গান গাওয়ার চেষ্টাই করিনা!!
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
চানাচুর বলেছেন: আমিও করিনা... একা একা গাই... আমারও না অনেক লজ্জা লাগে :!>
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: আমারও ব্যাফক গাইতে মন্চায়।