![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
ফেইসবুকে মুরাদ টাকলা নামে একটা পেইজ আছে। অনেক মানুষই আছেন বাংলা ইংরেজিতে ভুল ভাল বানানে স্ট্যাটাস লেখে। যারা এই টাইপ স্ট্যাটাস দেয় তাদেরকে টাকলা বলা হয়। মুরাদ টাকলার এ্যাডমিনদের কাজ হলো টাকলাদের স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে পোস্ট করা। পেইজটাতে আমি লাইক দিয়েছি কিছুদিন আগে। ওই পেইজটা পড়ে বেশ মজা লাগতো। ইদানীং আর মজা লাগে না। কারণ ওরা মানুষকে নিয়ে অতিরিক্ত টিটকারী মারে। পোস্ট আসার পরই গাদা গাদা কমেন্ট পড়ে। আর শুরু হয় টাকলাদের গালিগালাজ, মরে যেতে বলা হয়। যারা টাকলাদের গালি দেয় তাদের মধ্যেও কিছু টাকলা পাওয়া যায়। এমনকি এ্যাডমিনগুলোর টাকলামীও চোখে পড়ে মাঝেমাঝে। পেইজটাতে শিক্ষণীয় কিছুই নেই। এই কারণেই মাঝেমাঝে ওদের বিরুদ্ধেও দুই একজনকে কথা বলতে দেখা যায়। তখন আবার তাদেরকে "সুশীল" বলে অভিহিত করে মুরাদনগরে পাঠিয়ে দেওয়ার হুমকী দিতে দেখা যায়।
মুরাদ টাকলার এ্যাডমিনরা দাবী করে তারা বাংলা ভাষা রক্ষার্থে এই পেইজ খুলেছে। যতদিন না বাঙ্গালীরা শুদ্ধভাবে বাংলা লিখতে না জানবে, ততোদিন এই পেইজ থাকবে।
কিন্তু ঐ পেইজে বাংলা ভাষা রক্ষার্থে তারা কি এমন অবদান রাখছে তা এখন পর্যন্ত চোখে পড়লো না। তারা যেটা করছে সেটা হলো কিছু অল্পশিক্ষিত মানুষের স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করছে যেসব মানুষের কোনো ধারণাই নাই যে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। এমনও না যে তারা ভুলটাকে শুদ্ধ করে পোস্ট দিচ্ছে। তাহলে এতো লম্ফ ঝম্ফ কেন!!
কয়েকদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড তাদের কিছু ভুল ধরিয়ে এই কথাগুলোই বলে আসছিলাম। কিন্তু তারা উত্তর দিতে পারেনি।
আমার অনেক বিষয়েই ভাসা ভাসা ধারণা থাকায় আমি অনেক বিষয়েই কথা বলতে পারিনা। কারণ যেই বিষয়টা নিয়ে ভাসা ভাসা ধারণা, সেই বিষয়টা নিয়ে আমার কথা বলতে লজ্জা লাগে। কোনোভাবে যদি কোনো ভাসা ভাসা ধারণা নিয়ে কোনো জায়গায় কোনো কথা বলে ফেলি তবে সেটা নিয়ে বারবার ভাবি। এই কারণেই কিনা জানিনা এই পেইজটা দেখলে ইদানীং ভীষণ রাগ লাগে। মুরাদ টাকলার এ্যাডমিনদের সর্বজ্ঞানে জ্ঞানী টাইপ ভাবটা একদমই সহ্য হয় না। জানি একটা ফালতু পেইজ নিয়ে এই রকম পোস্ট দেওয়াটা একটু হাস্যকর কিন্তু কি করবো কথাগুলো না বলে ভাল লাগছিল না।
নিচে লিঙ্কটা দেখতে অনুরোধ করলাম। লিঙ্কটায় একটা মানুষ তার ভাগ্নের ছবি শেয়ার করেছে। নিস্পাপ একটা পোস্টকে ওরা কত বাজে পর্যায়ে নিয়ে গেছে দেখে মেজাজটা খারাপ হলো।
Click This Link
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
চানাচুর বলেছেন: শুধু হুমম হুমম করলেই হবে? কমেন্ট করলে একটু কথা টথা বলতে হয় না!!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওদের পেইজ আগে ভালো লাগতো। এখন আনলাইক করে দিছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
চানাচুর বলেছেন: আমিও আজকে আনলাইক দিলাম। ওদের পেইজে লাইক দেওয়া মানে মানুষকে অযথা হেয় প্রতিপন্ন করা।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
পেজটা আমার শুরু থেকেই অপছন্দের।এতো ইন্টেলেকচুয়ালদের ভীড়ে নিজেকে সস্তা মনে হয় ||
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
চানাচুর বলেছেন: ইন্টেলেকচুয়াল না হাতি!! ওই পেইজের এ্যাডমিনগুলো এবং তাদের কতগুলো চামচাকে দেখলে আমার শুধু একটা কথাই বারবার মনে আসে... "অল্প বিদ্যা ভয়ংকর!!"
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আচ্ছা। আমি ওইসব পেজ থেকে দূরে থাকি। কারন ওদের কথা বুঝতেই পারি না
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
চানাচুর বলেছেন: তাহলে খুবই ভালো। আমারও ওই পেইজটা লাইক দেওয়া ছিল না। কিন্তু সবাই ওটার কথা বলে হাসাহাসি করতো তাই আমিও লাইক দিয়েছিলাম। প্রথমদিকে মজা লাগতো। কিন্তু ওদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর হারাম জিনিসকে হালাল করতে চাওয়াটা দেখে এখন বেশ বিরক্ত লাগে।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: কথা না বইলা আওয়াজ দিলাম আরকি...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
চানাচুর বলেছেন: নাশ্তা করেন নাই নাকি? আওয়াজ তো কানে আসলো না।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
একজন ঘূণপোকা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ওদের পেইজ আগে ভালো লাগতো। এখন আনলাইক করে দিছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
চানাচুর বলেছেন: লেখক বলেছেন: আমিও আজকে আনলাইক দিলাম। ওদের পেইজে লাইক দেওয়া মানে মানুষকে অযথা হেয় প্রতিপন্ন করা।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
অদ্বিতীয়া আমি বলেছেন: পেইজ টা আগেও ভাল লাগত না , বেশি ভাঁড়ামি করে । এখন যেটা দেখলাম , কি বাজে একটা ব্যাপার !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
চানাচুর বলেছেন: হুমম সেইটাই। কমেন্টগুলো পড়েন... তাহলে আরো বেশি বাজে লাগবে। আমি ভেবে পাইনা ফেইসবুকের একটা ফালতু পেইজ চালিয়ে এতো ভাব আসে কোত্থেকে!! মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: টাকলা শব্দটা শুনতাম অনেক , এক ছোট ভাইকে এর মর্মার্থ জিজ্ঞেস করায় সে এই পেজের সন্ধান দেয় !
ঠিক বাংলা ভাষা রক্ষার সৈনিক নয় মজা পাবার জন্যই লাইক দিয়েছি , প্রথম দিন খুব মজা পেয়েছিলাম কিছু বানানের অর্থ অন্য কিছু দাঁড়িয়ে যাওয়ায় ! সামুতে একটা পোষ্ট ও দিয়েছিলাম এমন কতগুলো ছবি নিয়ে !
আপনার পোষ্টের বক্তব্যের সাথে একমত! মজার লিমিট আর ক্ষেত্র বুঝেনা ওনারা !
আনলাইক করার উদ্যোগ নিচ্ছি !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
চানাচুর বলেছেন: ঠিকই বলেছেন মজার লিমিট আর ক্ষেত্র বুঝেনা এরা। একটা পোস্ট আসে, আর ওমনি লাফ দিয়ে কিছু তথাকথিত আধুনিক পোলাপান উল্টা পাল্টা কমেন্ট করতে বসে যায়। দুই একজন তো আছে, এক লাইন ইংলিশ লিখতে পারেনা কিন্তু ভাবটা এমন যে কি আর বলার মতো না। মানুষকে হেয় করলে যে বড় হওয়া যায় না তা তাদের কে বোঝাবে।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
শাদমান সাকিব বলেছেন: আগে পেইজটার অবস্থা তুলনামূলক ভালো ছিলো। কিন্তু কিছুদিন আগে এডমিন পরিবর্তন হওয়ার পর থেকে মান একেবারেই জঘন্য হয়ে গেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯
চানাচুর বলেছেন: এ্যাডমিন পরিবর্তনে কি যায় আসে!! অনেকে তো এ্যাডমিন না হয়েও বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে পাঠায়, সেগুলো পরে পোস্ট করা হয়।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
চানাচুর বলেছেন: হুঁ ভালো তো অবশ্যই!!
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেকের স্ট্যাটাসে মুরাদ টাকলা দেখে দেখে অবশেষে খুঁজে বের করেছিলাম মুরাদ টাকলাকে। এমন ভাঁড়ামি পুর্ণ একটি পেজের এমন জনপ্রিয়তা তাও আবার অনেক নামীদামী অনলাইন এক্টিভিষ্টের মুখেও ব্যাপারটা অদ্ভুত ঠেকেছে আমার কাছে। খুব সম্ভব আমাদের ভাবার সময় এসেছে যে নেটে বা বাস্তবে আমরা যে বিভিন্ন পরিবর্তনের ডাক দেই বা দিতে চাই সেটা কি শুধুই মুখস্ত বুলি, আমাদের ভেতরের বোধের বেসিক লেভেলটা কি আদৌ আমরা বুঝতে শিখেছি নাকি সেদিকে নজর না দিয়ে দেশ জাতি বিশ্ব নিয়ে বেশী ব্যস্ত আছি আর সে সুযোগে বোধটা এখনও অন্ধকারেই রয়ে গেছে!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
চানাচুর বলেছেন: অনেক সুন্দর কমেন্ট ভাইয়া। আমি এই কথাগুলোই গুছিয়ে বলতে পারছিলাম না। আর সত্যি বলতে কি... কোনো জায়গায় হাহা হিহি চলতে থাকলে স্বভাবতই মানুষ একটু মজা পেয়ে হাহা হিহি করতে বসে যায়। তখন আসলে ভেতরের বোধের বেসিক লেভেলটা কাজ করে না। এই কারণে শুরুতে বেশ মজা পেয়েছিলাম। এবং টাকলাদের স্টাইল নকল করে ফ্রেন্ডদেরকে ম্যাসেজ চালাচালি করতাম।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
চটপট ক বলেছেন: কিছু বলার নাই !!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
চানাচুর বলেছেন: কেন কিছু বলার নাই কেন? টপিকটা তো সহজ!!
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
আমি তুমি আমরা বলেছেন: স্ত্রীনশট কার্টেসি যাকে দিয়েছে সে দেখি সামুর সাবেক ব্লগার।প্যাথেটিক।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: হাহাহা আপনি বলার পর আমি খেয়াল করলাম
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পেইজ চিনি না।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: গুড গার্ল
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
নিশাত তাসনিম বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: স্ত্রীনশট কার্টেসি যাকে দিয়েছে সে দেখি সামুর সাবেক ব্লগার।প্যাথেটিক।
সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমি যতদূর জানি " পেজটির এডমিন সামুর একজন ব্লগার"
মানুষকে নিয়ে মজা করা সমর্থনযোগ্য কিন্তু অপমান করা নয়।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
চানাচুর বলেছেন: একটা কথা বললে কি মনে করবেন জানিনা, তবে আমার ব্লগারদেরকে অধিকাংশ ক্ষেত্রেই খুবই সুক্ষ্ণ রুচিসম্পন্ন মানুষ মনে হয়। কি আর করা, ব্যাপারটা দু:খজনক।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের কন্টেন্টের সাথে সহমত! ভালো বলেছেন। আমি বেশ আগেই আনলাইন করে দিসি।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
চানাচুর বলেছেন: ধন্যবাদ
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:১৭
সিউল রায়হান বলেছেন: কেমন আছেন? ওই পেজে আপনার এই পোস্টের লিংক দিয়ে আপনাকেই "মুরাদ টাকলা" বানানো হয়নি?
এখন জার্মান ভাষা শিখতে হচ্ছে জন্যে ইংরেজী ভাষার উচ্চারনগত অসংগতিগুলো আরো বেশী করে নোটিস করছি (যেমন: http://en.wikipedia.org/wiki/Ghoti পেজে গেলে দেখতে পাবেন কিভাবে ghoti=fish উচ্চারিত হওয়া সঠিক ইংরেজী ভাষায়)। এইসব "মুরাদ টাকলা" স্টাইলে যারা লিখছেন তারা অন্য কোন ইংরেজী শব্দ দেখে এরপরে ইংরেজী'র কনফিউজিং বানানের কারণেই এভাবে লিখছেন, শখ করে না। এটা নিয়ে আপনার দেয়া লিংকটা ফলো করে যা দেখলাম তাতে খারাপই লাগলো।
মুরাদ টাকলা'র অ্যাডমিনদের দাবীটাও হাস্যকর, বাংলা ভাষা রক্ষার্থে এভাবে মানুষদের হ্যারাসমেন্ট না করে তারা ইনবক্সে কতবার কতজনকে তাদের ভুল ঠিক করিয়ে দিয়ে গাইডলাইন দিয়েছে সেটা জানতে ইচ্ছা করে। "তুই খারাপ" বলা সহজ, "এভাবে নিজেকে শোধরাও" বলাটা সহজ না, ওনারা সহজ কাজটাই করছেন
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯
চানাচুর বলেছেন: আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আপনাকে যে ব্লগে দেখাই যায়না আজকাল!
আমি এই পোস্টটা দেওয়ার সময় ভাবছিলাম আমাকে মুরাদ টাকলি বানানো হতে পারে... কিন্তু তাও দিয়েছি!!
এই পোস্টের জন্য কমেন্টটা যথাযথ। অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ
১৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৩:২৫
সিউল রায়হান বলেছেন: ব্লগে আবার ফেরার চেষ্টা করছি জার্মানীতে পড়তে আসছি, অনেক ঝামেলায় গেলো গত দেড়টা বছর। এখন মোটামুটি সব অনুকূলে।
আপনার কি অবস্থা? কেমন চলছে দিনকাল?
১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
চানাচুর বলেছেন: আমার অবস্থা ভালোই। আমিও ব্লগে রেগুলার না তবে মাঝেমাঝে ঘুরতে আসি। অনেক ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা রইলো
১৯| ৩০ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৩৭
শিপন ব্লগার বলেছেন: য়ামিও শুড্ডো বাবে লিইকটে চায় / কিন্টু হচে না>
১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
চানাচুর বলেছেন: সেটা তো খুবই ভালো কথা।
২০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২২
তন্ময় ফেরদৌস বলেছেন: রাইট
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ।
২১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৯
মোঃ সাগর সরকার বলেছেন: আমি আর লোডইতে পারলাম না, গুড নাইট! আফমনি..
২২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৯
মোঃ সাগর সরকার বলেছেন: আমি আর লোডাইতে পারলাম না, গুড নাইট! আফমনি..
২৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
Ash৯৪ বলেছেন: Ek moth ami tomar sathe miss chanachuuurrr. Manush er kheye deye ar kono kaj nai je boshe boshe onner bhul dhorbe. Very bad.
১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৬
চানাচুর বলেছেন: সেটাই। পেইজটা জীবিত আছে নাকি মৃত আছে কে জানে! অনেকদিন যাই না
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
মাঘের নীল আকাশ বলেছেন: হুম..