নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি-৯২

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১১

ডাক্তারের চেম্বারে গিয়েছি। আমার সিরিয়াল আসতে তখনও অনেক দেরি। আমি বসে বসে মানুষ দেখতে লাগলাম। সাধারনত রোগীর সাথে অনেক মানুষ আসে। আমি মুখ দেখে বোঝার চেষ্টা করে থাকি কে রোগী। হঠাৎ দেখলাম চকচকে শাড়ি আর ভারি মেক আপ করা দুইটা মহিলা, একজনের উচ্চতা হবে ৫ ফুটের মতো আর আরেকজনের হবে ৫ ফুট ৬/৭ ইঞ্চির মতো। লম্বা মহিলাটা তার উপর পরেছে হাই হিল, এতে করে ৫-ফুট মহিলাটাকে তার পাশে একদমই বেমানান লাগছে। আমি বসে বসে ভাবছিলাম ৫ ফুট মহিলাটার কি আক্কেল? শাড়ির সাথে হিল পরে নি! তার উপর সাথে এমন একজন নিয়ে ঘুরছে যে তালগাছ সেজে ঘুরছে!



আবার ভাবলাম এই মহিলা দুইজন ডাক্তারের চেম্বারে এতো মেক আপ করে আসছে কী জন্য?!



এসব ভাবতে ভাবতেই দেখি... ঐ দুইটা মহিলার মধ্যে একটা আমার কাজিন! আমার ভীষণ রাগ লাগছিল তখন। গত সপ্তাহেও তার সাথে কথা হয়েছে! অথচ সে একবারও জানায়নি যে সে দেশে আসবে! আমি সামনে গিয়ে তার সাথে কথা বলতে গেলাম। দেখলাম সে কেমন যেন করে দূরে সরে গেল।



আমার আর ডাক্তার দেখানো হলো না। আমার মেজবোনকে ভিতর থেকে বের হয়ে আসতে দেখলাম। ওর হাতেই আমার রিপোর্ট ছিল। কাজিনের সাথে ওর কথা হচ্ছিল। ফিসফিস করে বলছিল, ওর তো ক্যান্সার!! কাজিন কেঁদে ফেললো।



আমি হতবাক হয়ে গেলাম! চিন্তা করলাম, কীভাবে সম্ভব! ক্যান্সার তো অনেক কঠিন একটা অসুখ। আমার এটা হলে তো অনেক কষ্ট হতো। তারপরে আবার ভাবলাম অসুখ প্রাথমিক অবস্থায় আছে সেজন্য বোধহয় আমার কোনো কষ্ট হচ্ছে না।



তারপর আমি খুলনাতে। আম্মু, আব্বু সহ আমার বোন দুইজনকেই খুব স্বাভাবিক দেখলাম। তাদের সবারই ভাবটা এমন... ধুর এটা তো কিচ্ছু না!



আমি ভাবছি অসুখ প্রাথমিক পর্যায়ে আছে তাই আমার কষ্ট হচ্ছে না, কিন্তু যখন বেড়ে যাবে তখন আম্মু আব্বুর কেমন লাগবে? নিজের উপর ভীষণ মেজাজ খারাপ লাগছিল এটা ভেবে, শেষ বয়সে আম্মু আব্বু একটু শান্তিতে থাকবে!! আমার চিন্তায় তাও পারবে না!!



খারাপ স্বপ্নের কথা নাকি কাউকে বলতে নাই। কিন্তু স্বপ্নটা দেখে এতো অদ্ভুত লেগেছে যে না বলে আর থাকতে পারলাম না।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪

শুঁটকি মাছ বলেছেন: ঐ মিয়া এই পোস্ট পড়ে আমার তো দুনিয়া উলটা পালটা হয়ে যাওয়া শুরু করছিল।
আমার এখনও দম নিতে কষ্ট হইতেছে। এইটা যে স্বপ্ন তা আগে বলবানা?

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১৪

চানাচুর বলেছেন: ব্রো তুমি এইটাতে ধরা খেয়ে যাবা কল্পনাও করিনি!!! B-)

যাই হোক স্যরি :!>

২| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: কী নির্বিকারভাবে মানুষকে ডজ খাওয়াইলা! এখন আমাদের কমেন্ট পৈড়া নিশ্চয়ই হাসতাছো? X(

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১৬

চানাচুর বলেছেন: হ্যাঁ খুব হাসছি। হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে সত্যি সত্যি!! তবে ইন্টেনশনালি এটা করিনি ভাই, হয়ে গেছে B-) B-)


স্যরি! :!>

৩| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ্‌ ! পড়তে পড়তে ভাবছিলাম....

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১৮

চানাচুর বলেছেন: স্যরি বান্ধবী :!> তবে অল্প কিছুক্ষণই তো টেনশানে রেখেছিলাম :#>

৪| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

আমি তুমি আমরা বলেছেন: প্রথমেতো পুরাই বেকুব গেছিলাম। স্বপ্ন ... /:) /:) /:)

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:২১

চানাচুর বলেছেন: স্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরিস্যরি :D :D :D :D :D

৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১:৫১

অরুনাভ বলেছেন: Jesus Christ............. :( :( :(........

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:২২

চানাচুর বলেছেন: আয় হায় .... স্যরি :( :(

৬| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: তুমি একটা লোকের মানুষই হইছো। পুরাই আউলাইয়া দিছিলা X((

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:২১

চানাচুর বলেছেন: স্যরি স্যরি স্যরি ভাইয়া :( :( :( :!> :!> :!>

৭| ১৫ ই মে, ২০১৪ রাত ২:১৪

অদ্বিতীয়া আমি বলেছেন: :-&

১৫ ই মে, ২০১৪ রাত ২:১৫

চানাচুর বলেছেন: :!>

৮| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

Ash৯৪ বলেছেন: Dhuru miss chanachuurrr, eta ki korla? Age bolba na eta ekta shopno, pura mon tai kharap hoye giyechilo eta pore. X( X( X( X( X( X( X(
Good thing eta just ekta shopno chilo.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০২

চানাচুর বলেছেন: মজা নিয়েছিলাম একটু B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.