![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
ইদানীং আব্বুর উপর আমার অনেক রাগ লাগে। কিন্তু আমি রাগ ঝাড়তে পারিনা। আমি এই জীবনে মানুষের সাথে যত সিরিয়াস ঝগড়াঝাটি করেছি তার মধ্যে ১/১০ ভাগই ব্লগে/ফেইসবুকে করেছি। মাঝেমাঝে নিজের কর্মকান্ড দেখে নিজেরই হাসি পেয়ে যায়।
আব্বুর আমার সম্পর্কে ধারণা আমি ঝগড়াঝাটি করতে পারিনা। মাঝে খালি বলতো আমার যেই মেয়েটা ঝগড়া করতে পারেনা, সে কই! প্রায়ই মনেহয় আব্বুর যদি ফেইসবুক থাকতো তবে আব্বুকে আমি একটা বিশাল চিঠি লিখে রাগ ঝাড়তাম। অবশ্য মাঝেমাঝে ইচ্ছা করে আব্বুকে বাড়ির ঠিকানায় একটা বড় চিঠি লিখে পোস্ট করে দিতে।
যারা আমার সাথে সবসময় থাকে, তাদের মতে আমি যথেষ্ট ছাড় দিয়ে চলি, এটা অবশ্য ঠিক। কিন্তু অনলাইনে কেউ একটু ভুল করলে আমার একটুও ছাড় দিতে ইচ্ছা করেনা। এমনি সময় আমার কারো উপর রাগ লাগলে সেটা চুপচাপ হজম করি। হজম করতে না পারলে একগাদা কথা শুনিয়ে দেই এক তরফা। এতে করে মানুষ অবাক হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। এর ফলে ঝগড়া হওয়ার কোনো চান্সই থাকে না।
কিন্তু কাউকে সরাসরি কড়া কিছু বলতে গেলে আমাকে অনেক প্রিপারেশন নিয়ে বলতে হয়। তার উপর আরো একটা সমস্যা হয়ে যায়। যেমন তীব্র ক্ষোভ নিয়ে কড়া বলার সময় আমার কেমন যেন হাসি পেয়ে যায়! তারপর সব আগুনে পানি পড়ে নিভে যায়!
আমার পরিচিত একজন আছে ভীষণ ঝগড়াটি। উনার সাথে মেলামেশার পরই আমাকে অনেকে জিজ্ঞেস করতো কোনো সমস্যা করে কিনা। আমার সাথে কোনো সমস্যা হয়নি। কারণ কথাবার্তা তেমন বলিনি। কিন্তু সম্প্রতি উনার সাথে আমার একটা ঝগড়া হয়ে গেছে! এজন্য মনটা ভীষণ বিচলিত হয়ে আছে।
ঝগড়ার দিন উনার দশটা কথার বিপরীতে একটা কথা বলেছি। "একসাথে থাকতে গেলে/কাজ করতে গেলে এরকম একটু ঝগড়াঝাটি হয়" টাইপ কথা বলে সে সম্পর্ক আগের পর্যায়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া যায়?
ঝগড়ার দিন তার সম্পর্কে আমার মনে হয়েছিল... মানুষের সাথে কীভাবে সমস্যা তৈরি করা যায় সেটা সে ভালো মতোই জানে এজন্যই সবার সাথে সমস্যা হয়। কিন্তু সম্পর্ক আগের পর্যায়ে নেওয়ার চেষ্টা দেখে মনে হলো... সে অভার এক্সাইটেড হয়ে যায়।
আমি অনলাইনে অনেক ঝগড়া করতে পারি এটা সত্যি। কিন্তু আমি বাস্তবেও এমন করে ঝগড়া করতে চাই। আজকাল যা অবস্থা দেখছি তাতে করে মনেহয় যে ঝগড়া করতে পারে না, চিল্লাচিল্লি করতে পারে না, সেই আসলে বোকা।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:৪৫
চানাচুর বলেছেন: কয়েকদিন আগে এক ফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া করেছি। তার একটা কাজ আমার ভালো লাগেনা, এটা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও সে দ্বিতীয়বার সেই কাজটা করলো। সাত আটদিন ধরে সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতে আসছিল আর আমি অনেক তিরস্কার করে আসছিলাম। শেষ মেষ সে বললো ফোনে বুঝিয়ে বলতে চায় কিন্তু ফোনে আর সে সুযোগ দেইনি কারণ কথা বলতে গেলেই হেসে ফেলি
যাই হোক... পরে এমনিই ঠান্ডা হয়েছি।
২| ২৭ শে মে, ২০১৪ রাত ১:১৭
শুঁটকি মাছ বলেছেন: থাক ভাই, ঝগড়া মগড়া কইরা কাম নাই।
২৭ শে মে, ২০১৪ রাত ১:২৬
চানাচুর বলেছেন: ঐ দোকানের সাথে কর্মু, বিআরটিসির সাথে কর্মু, হল সুপারের সাথে কর্মু, আউলার সাথে কর্মু, আব্বুর সাথে কর্মু.... আমার মনে অনেক রাগ জমা হয়ে আছে... আমি ঝগড়া কর্মু ভাই...
৩| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫৯
শুঁটকি মাছ বলেছেন: সবতের লগে কইরো, বাট আমার লগে যেন না করো! আলাভিউ! :#>
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২২
চানাচুর বলেছেন:
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আজকাল যা অবস্থা দেখছি তাতে করে মনেহয় যে ঝগড়া করতে পারে না, চিল্লাচিল্লি করতে পারে না, সেই আসলে বোকা।
হুম্ম।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২২
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
সমুদ্র কন্যা বলেছেন: আমিও ঝগড়া করতে পারি না একদম। বেশি রাগ হয়ে গেলে আমার কান্না চলে আসে, আর কথা বন্ধ হয়ে যায়
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫
চানাচুর বলেছেন: আমি অনেক কঠিন কথা বলতে পারি, অনেক কঠিন কথা সহ্য করতেও পারি। তবে কান্নাকাটি করিনা তেমন, রাগ করে মন বেশি উদাস হলে ঘুম পায় ভীষণ
৬| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ইদানিং বেশিরভাগ মানুষই যা ঝাড়ার সব অনলাইনেই ঝাড়ে।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২৮
চানাচুর বলেছেন: আপনাকে বলছে!! আমার বোন আউলা অনলাইনে মোটামুটি হাসিখুশি দেখা যায়, বেশি একটা সিরিয়াস হয় না, কিন্তু বাইরে বের হলে অধিকাংশ সময়ই তার মেজাজ আসমানে উঠে থাকে।
৭| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০০
তেরো বলেছেন: আমারো ঝগড়া ঝাটি করার শখ। আমি অবশ্য বাসায় রাগলে হাউ কাউ করি। আব্বুর সাথে আমার হাউকাউয়ের অনেক ঘটনা আছে। তবে বাসায় ঝগড়া হইলে যা হয় আর কি। কতক্ষন পর সবাই আবার সব ভুলে হাহাহিহি করতেছি। ঝগড়ার রেশ গায়েব।
আর বাইরের কারো সাথে ঝগড়াই করি নাই কখনো। কেউ আমার হাউ কাউ রূপের সাথে পরিচিতই না। উফ একটু ঝগড়া জানলে একদম সবাইকে খাইয়া ফেলতাম।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬
চানাচুর বলেছেন: তুমি অনলাইনে তো ঠান্ডা আছো, গুড গার্ল!!
আম্মুর সাথে একটা সময় সারাদিন আমার ঝগড়া লাগতো। কারণ আম্মু আমার জীবন যাপনে সর্বদাই বিরক্ত থাকতো। যেমন আমি ঘুম থেকে উঠতাম দুপুরবেলায়, খাওয়া দাওয়া করতাম না ঠিক মতো। এখনও বিরক্ত থাকে যখন দেখে রাতে ঘুমাচ্ছি না। তবে এখন তো আর অত কাছে পাই না আগের মতো তাই যা বলে তা সয়ে যাই।
আমার ইদানীং রাগ ঝাড়ার মুহূর্তগুলোর আগে বারবার মনে হতে থাকে... আমি কী সামান্য ব্যাপারে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি!! কারণ আমাকে অলরেডি অনেকেই অপবাদ দিয়েছে সেন্টিমেন্টাল
৮| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯
হু-কেয়ারস বলেছেন: মেয়ে মানুষ আর ঝগড়া করতে পারে না !!!! অবিশ্বাস্য ব্যাপার !!!! হজম করতে সমস্যা হচ্ছে .....................
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৮
চানাচুর বলেছেন: কে বলেছে ঝগড়া করতে পারিনা!!! লিখে লিখে আমি মহাভারতের যোদ্ধা
৯| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২১
হু-কেয়ারস বলেছেন: না মানে আমি মৌখিক ঝগড়ার কথা বলছিলাম....................... এটা তো নারী কূলের জন্মগত অধিকার/গুন/বৈশিষ্ট !!!!!!!!!!!!!! আপনি কী এই বৈশিষ্ট বন্চিত
২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
চানাচুর বলেছেন: ভাই এই গুণ তো আমারও আছে। নাহলে অনলাইনে এতো ঝগড়া করা পসিবল ছিল বলেন? আর মৌখিক ঝগড়ার ব্যাপারে আমার যা মনেহয় তা হলো আমার কনফিডেন্সের অভাবের জন্য আমি ঝগড়া করতে পারিনা। আমার শুধু মনেহয় আমি কি সামান্য ব্যাপারে বেশি বেশি করছি???!!!!!!!!!!
১০| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮
লিরিকস বলেছেন: +
১১| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
Ash৯৪ বলেছেন: Haha pore khub moja pelam. Amio ekdom same. Ja jhogra shob online korte pari, but real life e onek shanto shishto manush chup chap hojom kori. Ki je kori miss chanachuuurrr.
১৫ ই জুন, ২০১৮ রাত ৩:৫৬
চানাচুর বলেছেন: তুমিও কি আমার মত বেশি বেশি করে পানি খাও? পানি খেলে মাথা ঠাণ্ডা থাকে। তবে তোমার পজেটিভ দিক হল, তুমি হজম তো করতে পারোই সাথে মাফ-ও করে দিতে পারো মিস্টার এশ! আমি যা পারিনা
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ১২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: এক কাজ করবে, অনলাইনে যাদের সাথে সিরিয়াস ঝগড়া হবে অফলাইনে তাদের সাথে দেখা করবে তাহলেই হবে :দ