নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

ফুটবল বিষয়ক খুবই একটা আজাইড়া পোস্ট:):)

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ফুটবল খেলার খুব শখ ছিল ছোটবেলায়। কিন্তু বেশিরভাগ সময় ছেলেদেরকেই খেলতে দেখতাম। আমি খেলতে চাইতাম, কিন্তু আমাকে কখনো খেলতে নিতো না কেউ। এই কারণেই এই খেলাটা আমি বুঝিনা। বোঝার চেষ্টাও করিনা। :( :(



বিশ্বকাপ ফুটবল-২০১৪ শুরু হওয়ার আগেই দেখলাম লোকজনের মাঝে অনেক সাড়া পড়ে গেছে। কে কোন দল এবং প্রিয় খেলোয়াড় নিয়ে অনেক লাফালাফি শুরু করে দিলো। ফুটবল খেলা আমি বুঝিনা। যেহেতু বুঝি না, তাই দেখার জন্য বিশেষ আগ্রহ পাইনা। কিন্তু সবার লাফালাফি দেখে আমার মনে হলো আমিও এবার খেলা দেখবো:|:|



কিন্তু খেলা দেখলে তো একটা দলে ঢুকতে হবে, কিন্তু আমি ভেবে পেলাম না কোন দলে যাবো... :|| :||



একদিন ফেইসবুকে পোস্ট দিলাম এই বিষয়ে। কয়েকজন বন্ধু তারা যেসব দল সাপোর্ট করে, তাদের দলে আসার জন্য সাজেস্ট করলো :) :)



আমি চিন্তাভাবনা করেও কোনো দলে যেতে পারলাম না...:(:(



এরই মাঝে আমার ভাগ্নে মিহসানের সাথে কথা হলো। তার বয়স এবার ছয় হবে, জীবনে এটাই তার প্রথম বিশ্বকাপ ফুটবল। চিন্তিত হয়ে বললো তার পতাকা নাকি উড়ে গেছে। মিহসানের কাছে জানলাম সে ব্রাজিলের সাপোর্টার। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম ব্রাজিলই হবে আমার দল!!:D:D



কিন্তু তারপরেই একদিন ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারদের একটা জায়গায় কামড়া কামড়ি করতে দেখে আমি চিন্তা করলাম না ব্রাজিল আমার দল হতে পারে না!! X(X(



খেলার আগে ফুটপাতের উপর দেখলাম সেই হারে জার্সি বিক্রি হচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম যেই দলের জার্সির কালার সুন্দর হবে, সেই দলই হবে আমার দল!! B-) B-)



স্পেনের জার্সির কালারটা আমার বেশ ভালো লাগলো। তারপর স্পেনের সাপোর্টার হলাম। :)



এরপর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের আরো অনেক কামড়া কামড়ি চোখে পড়লো। এরপর সিদ্ধান্ত নিলাম শুধু স্পেন কেন জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, হন্ডুরাস, ইরান, পর্তুগাল সব আমার দল। শুধু ঐ দুইটা বাদে।X(X(



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হাহাহা। ভাল সিদ্ধান্ত।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

চানাচুর বলেছেন: সিদ্ধান্তটা ভালোই ছিল!!! B-) B-) B-) B-)

২| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: এইবার ফাইনাল হবে আর্জেন্টিনা-ব্রাজিল। বুইঝো!

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

চানাচুর বলেছেন: আপনি কয়টা গোল খাইছিলেন ভাই? B-) B-) B-) B-)

৩| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এইবার ফাইনাল হবে আর্জেন্টিনা-ব্রাজিল। বুইঝো!


এইটা হইলে বাংলাদেশ থেকে কিছু আবাল মরে সাফ হবে। :| :| :|

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

চানাচুর বলেছেন: যা মর্ছে তাও কম না B-) B-)

৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৪

হালি্ বলেছেন: আর্জেন্টিনার জয় হবেই চানাচুর আপা B-)

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

চানাচুর বলেছেন: হারুয়া পার্টি =p~ =p~ B-)) B-))

৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি ভাবতেছি রেফারি আর গোলবারের সমর্থক হয়ে যাবো B-))

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

চানাচুর বলেছেন: কেন আপনার দল কি আগে থেকেই হেরিয়ে গেয়েচেলো????? B-)) B-))

৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২১

শুঁটকি মাছ বলেছেন: আমিও চাই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল হৌক। ;) ;) ;)
লোকজনের কামড়া-কামড়ি কই গিয়া দাঁড়াবে দেখতে মনে চায়। :P

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

চানাচুর বলেছেন: ভাইরে....... আমার বুকে আয়...... :)

৭| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

েরজা , বলেছেন:

অনেক দিন পর ব্লগে আসলাম ।

কী খবর আপনার ?
কেমন আছেন ?
জাবি'তে আছেন না চলে গেছেন ??

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১

চানাচুর বলেছেন: এখনও যাওয়ার সময় হয়নি। আছি খুবই ভালো। :)

৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১৫

Ash৯৪ বলেছেন: Haha onek mojar ekta post and khub cute kore lekha. Pore moja pelam.
Ebar kon dol support korcho miss chanachuuurrr? Ebaro ki same?

১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫

চানাচুর বলেছেন: ঐশ্বরিয়া রায়, এবারো সেইম। ব্রাজিল আর আর্জেন্টিনা বাদে সব দলের সাপোর্টার। তবে যেই দলের জার্সি সুন্দর। আমাকে পরলে সুন্দর লাগতে পারে সেই দলে যাওয়ার কথা ভাবছি বুঝছো! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.