![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আমার ইদানীংকালে একটা সমস্যা হচ্ছে সেটা হলো ব্লগ, ফেবুতে কিছুতে লিখতে অনেক লজ্জা লাগে। আগে যা মন চাই তো ধুমধাম লিখে পোস্ট দিয়ে দিতাম। এখন আর পারিনা। লিখলেই মনেহয়, একটু সিলি হয়ে গেল না! :#>
আগে যেই সব লোকজনকে দেখলে খুব মাথা গরম মনে হত এবং যাদের থেকে সব সময় ১০০ হাত দূরে থাকতাম সেই সব লোকজনকে দেখলে ইদানীংকালে অনেক ইন্টারেস্টিং লাগে। এখন তো আর খাতির মানে বন্ধুত্ব করার বয়স নাই। এইসব লোকগুলোর শুধু প্রোফাইল ভিজিট করি। লেখার বিষয়বস্তু, লেখার ধরণ পড়ে মজা পাই
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
চানাচুর বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ভাই
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, এই ধরনের একটা অদ্ভুত অনুভুতি আমারও হচ্ছে। আমি যখন সিদ্ধান্ত নেই কারো থেকে ১০০ পা দূরে থাকব, তখন তাদের ছায়াও আমি মাড়াতাম না, ইদানিং তাদেরকে অবজার্ভ করি। অনেক ইন্টারেস্টিং ব্যাপার তাদের আচরন থেকে শিখা যায়। এটা ভালো। ভাবছি এই সব মানুষকে নিয়ে একটা সিরিজ লিখব।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
চানাচুর বলেছেন: আপনার জন্য তো বিষয়টা ভালই হচ্ছে। লেখালিখির জন্য নতুন আইডিয়া হিসেবে দাঁড়িয়েছে
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: লজ্জা নারীর ভূষণ! পুরুষের কাজ হচ্ছে নারীর লজ্জা ভাঙা! অাপনার নাম দেখে লিঙ্গ নির্বাচন করতে পারছিনা । যাহোক, অামি কিন্তু সব ব্যাপারে (অামার চেয়ে ৫০ বছরের বড় কেউ হলেও) ফটাফট মন্তব্য করে ফেলি!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩
চানাচুর বলেছেন: পুরুষ কিভাবে নারীর লজ্জা ভাংগে, বুঝায় বলেন তো। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি পুরুষরা নারীদের দেখে লজ্জায় মরে যাচ্ছে
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
মহান অতন্দ্র বলেছেন: এরকম ভাবনা আমারও হয় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪
চানাচুর বলেছেন: তাই নাকি!! ধন্যবাদ
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
হাসান মাহবুব বলেছেন: এই পোস্টটা সিলি হয়ে গেলো না?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩
চানাচুর বলেছেন: ব্লগে তো শুরু থেকে সিলি পোস্ট দিতে অভ্যস্ত। সারা জীবনে মাত্র একটা ম্যাচিউর লেখা আছে তাও মেইন আইডিতে না। এইটা এবং এর আগের পোস্ট একই সাথে দেওয়া। দুইটাই সিলি পোস্ট। না দিতে দিতে অভ্যাস হয়ে যাচ্ছে তাই সাহস করে দিয়েই ফেলছি। আজকাল এর পাশাপাশি টুকটাক কমেন্ট আর স্ট্যাটাস ও দেই।
যাই হোক, আপনি কেমন আছেন ভাই??
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
আমি তুমি আমরা বলেছেন: বয়সের সাথে আমাদের চিন্তাধারা বদলায়। একসময় যাদের দেখলে রাগ লাগত, আরেক বয়সে এসে সেই লোকগুলোকেই ইন্টারেস্টিং লাগে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
জসিম বলেছেন: ইন্টারেস্টিং সিলি পুস্ট
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আজমান আন্দালিব বলেছেন: বুড়া হৈয়া যাইতাছি...ব্লগ পৈড়া তাই ভাবতাছি!
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
চানাচুর বলেছেন: জ্বি ভাই
১০| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭
Ash৯৪ বলেছেন: I embrace getting older. I enjoy the new experiences and knowledge that I gain every year. I very much look forward to getting bura
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
প্রামানিক বলেছেন: ভালই বলেছেন। ধন্যবাদ