নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-১

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

অসুখ বিসুখ সবই আল্লাহর হাতে। সব কিছু ঠিক থাকতে থাকতে একটা অসুখের জন্য হয়ে যায় সব কিছু খাপ ছাড়া। অবশ্য যার উপর কাউকেই নির্ভর করতে হয় না তার না বেঁচে থাকলেও খুব একটা কিছু যায় আসে না। দুই চার দিন কান্নাকাটি করে সব শেষ। মৃত মানুষকে ভুলতে বড়জোর ৬ মাস থেকে ১ বছর লাগে। মারা যাবার পর মানুষের আত্নার শান্তির জন্য মানুষ প্রার্থনা করার চেয়ে গুণকীর্তন করতে সময় ব্যয় করতে বেশি ভালবাসে। মৃত্যুর পর ছোট ছোট দোষ চাপা পড়ে যায়। মানুষ মৃত্যুর পর এই ধরনের কিছু সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে। শরীর থেকে আত্নাটা বেরিয়ে যাওয়ার পরপর ৪০ দিন মানুষের আত্নাটা ঘুরে বেড়ায় যেখানে যেখানে সে ভ্রমণ করেছে সেসব জায়গায়। তারপর ফিরে যায় আল্লাহর কাছে। আল্লাহ যদি একটু বেশি সময় দিত অথবা যদি ১ বছরের জন্য আত্নাটাকে মুক্তি করে দিত তাহলে কতই না ভাল হত! মরার পর যদি ভূত হওয়া যেত তাহলে আরো ভাল হত :) মাঝেমাঝে ভূত হয়ে অনেক দুষ্টামি করতে ইচ্ছা করে। কিন্তু সত্যি সত্যিই যদি মানুষ ভূত হয় তবে সেই ভূত গুলো বোধহয় খুব দুঃখী হয় :(

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মৃত্যুর পর আত্মাকে যদি ঘুরতে দেয়া যেত, তাহলে আমি বলতাম হে খোদা দয়া করে আমার আত্মাকে দুনিয়া থেকে দ্রুত সরাও। আমার জন্য যে কাঁদছে আর যে গালি দিচ্ছে দুইটাই আমার সহ্য হবেনা। তবে আত্মাকি খেতে পারে কিনা জানিনা। যদি খাওয়ার সুযোগ থাকে বলব একটা সিগারেট খেতে দেয়ার জন্য।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

চানাচুর বলেছেন: মারা যাবার পর মানুষ কাঁদবেই। জীবিত অবস্থায় অনেক কিছু না চাইলেও স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নিতে হয়। যে দুনিয়ার সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারবে, সে মরার পরও স্বাভাবিকভাবে মেনে নিবে :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধরেন একটা চোরের আত্মা ঘুরাঘুরি করতেছে। যে চোর সেই চোরের আত্মা যদি সংশোধিত হয়ে থাকে তাইলে ভাল, নইলে ধরেন আত্মাও চুরি করতে শুরু করল এবং পুলিশের কাছে ধরা খেলো, অবশ্যই সেইটা পুলিশ আত্মার কাছে। শেষকালে পুলিশ আত্মা চোর আত্মারে ধইরা দিল বেদম মাইর। =p~

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪

চানাচুর বলেছেন: ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। কে লিখেছিল মনে নাই তবে গল্পের নাম ছিল "ভূতের অধম"। ওই গল্পের ভূতটা অনেক ভীতু থাকে। ভয় দেখাতে না পারার জন্য ভূত কমিটি থেকে তার নাম কাটা যায়। খুবই মজার গল্প। ভূতটার অবস্থা ছিল এমন যে ভূতরাও তাকে ভয় দেখানোর জন্য বেইল দিত না এবং যেসব মানুষকে সে ভয় দেখাতে যে তারাও ভূত বলে কিছু নাই বলে পাত্তাই দিত না। তারপর মনের দুঃখে জীবিত থাকাকালীন সময়কার কথা স্মৃতিচারণ করত। তো আপনার ওই চোর ভূতটাও মাইর খেয়ে আগের জীবনের কথাই ভাববার কথা :P

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপা আপনার পোষ্টটা নিয়ে আমার মাথায় একটা গল্পের প্লট এসেছে। একটা গল্প লিখবো ঠিক এই প্লটে। চমৎকার একটা আইডিয়া পাইছি আপনার পোষ্টে। কৃতজ্ঞতা জানবেন। এইজন্যই এত কথা বলতেছি পোষ্টে। লজিক আর এন্টি লজিক টা বোঝার চেষ্টা করতেছি।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

চানাচুর বলেছেন: আমি আপনার কথার ধরণ শুনেই বুঝেছিলাম এরকম কিছু একটা আপনি করে ফেলবেন :P আপনার জন্য অনেক শুভকামনা রইলো

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

অযুত বলেছেন: আজগুবি সিরিজের জন্য শুভকামনা।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

চানাচুর বলেছেন: ধন্যবাদ

৯| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:১৭

Ash৯৪ বলেছেন: Very ajgubi chinta bhabna indeed miss chanachuuurrr.

১৫ ই জুন, ২০১৮ রাত ২:৩৪

চানাচুর বলেছেন: এজন্যই ব্লগের লিংক দিতে লজ্জা করে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.