নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-২

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

ভাল শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার তার উপর ভাল শিক্ষক এবং তার উপর একজন ভাল মানুষ দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। জীবনে আর আছে কয় দিন? তাই ভাবলাম স্যারের সাথে একদিন দেখা করে আসব। কিন্তু কী ভাববে স্যার?? আর দেখা করতে গিয়ে স্যারকে কীইবা বলব? স্যার, আপনাকে দেখতে আসছি?? অনেক জল্পনা কল্পনা করে বান্ধবীকে বললাম। সেও রাজি হবে ভাবিনি। সে বলছিল স্যারকে একদিন সে দেখে সালাম দিয়েছে কিন্তু রিপ্লাই করেনি। হয়ত স্যার শুনতে পায়নি। তারপরেও ও আর আমি আমি সিদ্ধান্ত নিলাম স্যারের সাথে দেখা করে আসবো। আজ ক্লাস শেষে দুইজন স্যারের ডেপ্টে গেলাম। অনেক ঘোরাঘুরি করে স্যারের চেম্বার খুজে বের করলাম কিন্তু স্যার ছিল না :(

আমার এই মুহূর্তে আরেকজনকে ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু সে আশা আমার কখনোই পূর্ণ হবে না। এম্নিতেই সে আমার থেকে অনেকদূরে তার উপর আমার সাথে কখনো কথা হবে না তার উপর সে পৃথিবীতে আছে মাত্র কয়েকদিন!! :(

মানুষজন মন চাইলে হাবিজাবি যা মন চায় এটা ওটা খেতে পারে, আমি সেরকম খেতে পারিনা। উল্টাপাল্টা খেলেই ডায়েরিয়ার মত হয়। দুইদিন ধরে আমি অতিরিক্ত অতিরিক্ত হাবিজাবি খেয়ে যাচ্ছি। ইদানীং আমার সব কিছুই যেন শেষ ইচ্ছা, শেষ ইচ্ছার মত লাগে। অথচ আমার ধারণা খারাপ মানুষ সহজে মরে না তাই আমিও মরবো না :P

কাউকে যদি বলি আমি খারাপ মানুষ তবে অবাক হয়ে জিজ্ঞেস তুমি কেমন খারাপটা একটু শুনি। তখন আমি উল্লেখযোগ্য সেরকম কোনোই খারাপ কাজের কথা খুঁজে পাই না :!>
কিন্তু খারাপ কাজের হিসাব একেকজনের কাছে একেকরকম। হয়ত কেউ খুন করেও নিজেকে খারাপ ভাবছে না, আবার কেউ মানুষের সাথে খারাপ ব্যবহার করে ভাবছে সে খুব খারাপ... সেইরকম আমিও এক রকম খারাপ /:)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

আরণ্যক রাখাল বলেছেন: শেষ কথাগুলো চমৎকার

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম আত্মসমালোচনা ও আত্ম উপলব্ধি থাকা ভাল।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: নিজেকে খারাপ ভাবা ভালো।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: ++

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

চানাচুর বলেছেন: সবাইকে ধন্যবাদ :)


মাহবু১৫৪... ছোটবেলায় ব্লগে মাইনাস দিলে আমি ভীষণ কান্নাকাটি করতাম, আপনার প্লাস পেয়ে আজ মনে পড়ে গেল /:)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

আজমান আন্দালিব বলেছেন: সিরিজটি ভালো হচ্ছে কিন্তু আজগুবি নয়....

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

চানাচুর বলেছেন: আমার আসলে টাইটেল দিতে আলিসেমি লাগে তাই আমার পোস্টের বিষয়বস্তুর সাথে মিল রেখে একটা টাইটেল দিয়ে দেই :#<

৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

Ash৯৪ বলেছেন: Miss chanachuuurrr tumi je nijeke kharap mone koro amio obak hoye jai je tumi kon dik diye kharap? Amar toh mone hoy tumi onek nice ar sweet ekta person.

১৫ ই জুন, ২০১৮ রাত ২:৩১

চানাচুর বলেছেন: এশ, আমি যে খারাপ এটা এতদিন জানলেও খুজে পাই নি আবার প্রমাণিতও হয়নি। কিন্তু আমি অবাক হচ্ছি তোমার বুদ্ধি এত কমে গেল কিভাবে! :|

সানি ভাই আর ইয়াহুর পাচ সদস্য বিশিষ্ট কমিটি সেটা প্রমাণ করে ফেলেছে! তুমি কি টের পাওনি B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.