![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আমার মাঝেমাঝে গাছ হয়ে যেতে ইচ্ছা করে। এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখে থাকে যারা গাছের মত হয়ে থাকতে পারে। গাছ মানুষগুলোর গাছ হয়ে যাওয়ার পেছনে ভয়ংকর কোন অতীত থাকে। সে কারণেই তারা একদম চুপ হয়ে যায়। আমার জীবনে সেরকম দুঃখ নাই। যেসব কারণে দুঃখ পেয়েছি তা অধিকাংশ সময়েই আমার হাতে ছিল। কিন্তু গাছ মানুষগুলো মানুষের দ্বারা দুঃখ কষ্ট পেয়ে পেয়ে গাছ হয়ে যায়।
গাছ টাইপের মানুষ আমার অনেক পছন্দ। যদিও কথা বলতে ভয় লাগে গাছদের সাথে কারণ তারা অপাঠ্য। গাছ স্বভাবের মানুষ সাধারণত খুবই রগচটা স্বভাবের হয়। তারা রাগ প্রকাশের সময় বড় ধরনের কোনো হুলুস্থুল বাঁধিয়ে ফেলে না কিন্তু ঠাণ্ডা থেকেই তার চেয়ে বেশি কিছু করে। তারা বেশ ধৈর্যবান হয়ে থাকে। তাদের গাছ হবার পেছনকার ভয়ংকর অতীত তাদের শুধু তাড়া করে বেড়ায়। কিন্তু তাদের মাঝে কোন প্রতিক্রিয়া দেখা যায় না সহজে, এটাই সবচেয়ে বড় বিষয়।
আমার জীবন খুবই সাধারণ। ভয়ংকর অতীত নাই। কিন্তু তাও আমি গাছ হতে চাই। গাছ হওয়াটা হল অনুশীলনের ব্যাপার। আমার গাছ হতে না পারার সবচেয়ে বড় অন্তরায় রয়েছে আমার রাগ। আমি অনেক রাগী যদিও প্রকাশ করিনা। কিন্তু মনের মধ্যে তীব্র ঘেন্না নিয়ে বেঁচে থাকতে হচ্ছে, এটাই দুঃখ!
একজন আনাকে প্রায়ই উপদেশ দেয় নামাজ পড়তে। ভাল লাগলে আমি এম্নিই পড়ি। কিন্তু ইদানীংকালে সে আমাকে আরো উপদেশ দিচ্ছে তালিমে যাবার জন্য! তার কথাবার্তা শুনে মনেহয় সে ভয়ংকর পরহেজগার ব্যক্তি আর আমাকে নিয়ে বেশ চিন্তিত। তার কর্মকাণ্ড দেখলে হাসি পেয়ে যায়। কারণ সে দুর্দান্ত প্রেম করে। দুর্দান্ত প্রেম মানে একেবারে দুর্দান্তই! একই সাথে আমি কেন প্রেম করিনা সেটা নিয়েও সে চিন্তিত। এখন, কথা হল আমাকে আগেও অনেকে উপদেশ দিয়েছে কিন্তু এইরকম পরহেজগার মহিলা প্রেম করার ব্যাপারে উপদেশ দেয়নি। আমি গাছের মত থাকি কিছু বলি না কিন্তু আমাকে বোধহয় গাছগাছ লাগে না তাই এত উপদেশ দিতে পারে!
আরেকদিন বলল প্রেম করলে নাকি ক্যারেক্টার ঠিক থাকে। কারণ তখন নাকি বয়ফ্রেন্ডের নিষেধাজ্ঞায় অন্য ছেলেদের সাথে যোগাযোগ করা হয়না :-&
একদিন ভাবলাম বলি "ইসলামের দৃষ্টিতে প্রেম সম্পর্কিত নর নারীর সকল সম্পর্ক হারাম, তুমি কি জানো না?"
কিন্তু যেহেতু গাছ হতে চাই তাই চুপ থাকলাম
এখন যা বুঝলাম গাছ হতে হলে বাচাল লোকজন থেকে দূরে থাকতে হবে। কোন বাচাল সামনে থাকা মানেই বকবক না করতে চাইলেও করে ফেলা। কিন্তু বাচাল লোকজন ছাড়া আমার ভালই লাগে না। নিজে নাহয় চুপ থাকলাম ভাল কথা কিন্তু মানুষজনকে কথা বলতে না দেখলে কি আর ভাল লাগে??!!
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ লেখা পড়ার জন্য
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
হাসান মাহবুব বলেছেন: কাসেম বিন আবুবকরের বই পড়ো নাই? খাঁটি ইসলামসম্মত হালাল প্রেম। হাহা।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
চানাচুর বলেছেন: উনার বই আমাকে একজন পড়তে বলেছিল কিন্তু পড়া হয়নি। গুগলে করেও উনার কবিতা paini তখন। আলীম আল রাজীর একটা পোস্ট আছে সেটা এখন দেখলাম। এখন মনে হচ্ছে এই বই হাতে না আসলে আর হচ্ছেই না!
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪
হৃদছায়া বলেছেন: আমারো গাছ হতে ইচ্ছা করে। আমার বাচাল মানুষ ভালো লাগেনা। গাছপালা মানুষ ভালো লাগে।
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
চানাচুর বলেছেন: গাছ+বাচাল দুই টাইপই ভাল লাগে। তবে গাছরা আনরিডেবল, এই ব্যাপারটা ভয়ংকর
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
আজমান আন্দালিব বলেছেন: গাছ হতে পারা সৌভাগ্যের..
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
চানাচুর বলেছেন: কঠোর সাধনারও বটে
৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:১৯
Ash৯৪ বলেছেন: Chanachuuurrr jodi gaache dhorto? Bhaloi hoto tai na?
১৫ ই জুন, ২০১৮ রাত ২:২৪
চানাচুর বলেছেন: না ভাল হত না এম্নিতেই গাছ হওয়ার জন্য মাথার উপরে বসে থাকে, তাতে আবার চানাচুর হলে ডাল ভেঙে জীবন ঝালাফালা হয়ে যেত
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে চেনা চেনা লাগছে চানাচুর ভাই
লিখা ভাল হয়েছে ।