![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
মাঝে সেন্টারফ্রেশ (চুইংগাম) খেতে অনেক ভাল লাগছিল। এমন অবস্থা হয়েছিল যে সকালে নাস্তার পর চুইংগাম, ক্লাসে বসে চুইংগাম, দুপুরে খেয়ে চুইংগাম, বিকেলে ঘুম থেকে উঠে চুইংগাম, রাতে খেয়ে ব্রাশ করার পরিবর্তে চুইংগাম ছাড়া ভালই লাগত না।
আশপাশের মানুষজনকেও চুইংগাম চিবাতে দিতাম। ক্লাসের দুইজনকে দেখলাম চুইংগামে আসক্ত হয়ে গেল। আরেকটা গ্রুপকে দেখতাম আমাদের দেখে চুইংগাম খাওয়া শিখেছে। ক্যান্টিনে অথবা কোন দোকানে সেন্টারফ্রেশ না পেলে আমি অল্প রাগ করতাম। একদিন চিন্তা করে দেখলাম, আমরা তো এখন অনেকেই চুইংগাম খাই। আমি কেন অযথা খুচরা ১০/২০টা করে কিনি?? আমি তো একটা ডিব্বা কিনে রেখে দিতে পারি!! পরে যখন মন চাইলো খাবো
একদিন এক চুইংগামখোর বান্ধবীর সাথে চুইংগাম কতটা উপকারী এ বিষয়ক আলোচনা করে ছোটবেলায় মা'য়েরা কেন চুইংগাম খারাপ বলে খেতে নিরূৎসাহিত করত এটা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করলাম।
আরেকদিন পরীক্ষা উপলক্ষ্যে অনেক রাত জেগে মাত্র ২ ঘন্টা ঘুমিয়ে খুব সকালে উঠে পড়ায় শরীরটা বেশ খারাপ ছিল। তার উপর খালি পেটে কফি খেয়ে শরীর গরম হয়ে গেছিল। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বমি হল এবং সেই বমিতে নীল রঙের রাবার ভাসছিল!! কারণ রাত জেগে আমি পড়েছিলাম আর চুইংগাম খেয়েছিলাম
এই ঘটনার পর ৩টা ব্যাপার বোধোদয় হল।
১. আমরা যতই চুইংগাম চিবিয়ে ফেলে দেইনা কেন, কিছু রাবার পেটের মধ্যে যাবেই,
২. সিগারেটের প্রতি ধুমপায়ীদের যেমন নেশা হয়ে যায়, চুইংগামের প্রতি আমাদের সেরকম নেশা চেপেছিল, এবং
৩. মা'য়েরা সব সময় ঠিক!!
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
চানাচুর বলেছেন: ঠিক বলেছেন পোস্টের টাইটেলটা বাস্তব শিক্ষা দিলে ভাল হত।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: এইটা ফেবু দিলে বোধ হয় ভালো হত । গুরুত্ব পেত ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
চানাচুর বলেছেন: আপনাদের এই নতুন জেনারেশনের ব্লগারদের প্রব্লেমই হল সবখানে জ্ঞান দেওয়ার চেষ্টা করা। কোনটা ফেবুর পোস্ট হওয়া উচিত আর কোনটা ব্লগের পোস্ট হওয়া উচিত, সেটাও এখন আপনাদের কাছ থেকে শিখতে হচ্ছে! ওয়াও
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: চুইংগামে নেশা হয় প্রথম শুনলাম!
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
চানাচুর বলেছেন: আমার কথা বিশ্বাস না হলে আপনি সেন্টারফ্রেশ কিনে খেয়ে দেখেন, কেমন মজা লাগে। অন্য চুইংগাম খেয়ে এত মজা পাইনি জীবনে। তবে সেন্টারফ্রুটস খাবেন না, ওগুলোর স্বাদ খুব বাজে
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: হু, ভালো খাবার। আগে যখন স্মোক করতাম তখন এইটা চাবাইতে বেশ ভালো লাগতো।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
চানাচুর বলেছেন: আগে খেতাম একটা আল্লাদী ক্যান্ডি, এখন এটাই মজা লাগে তবে ইদানীং ১টা খাই, বেশি খাই না
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
আজমান আন্দালিব বলেছেন: বাস্তব শিক্ষা।