![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
বহুত দিন ধরে আমার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা টাইপ সাধারণ অসুখ হয় না। সব খান্দানী অসুখে আক্রান্ত হচ্ছি। এই মাসটা আমাদের খুব খারাপ গেছে। অনেক টেনশন স্ট্রেসের মধ্যে ছিলাম। বয়স বাড়ার সাথে সাথে মানুষকে অনেক দায়িত্ব বুঝে নিতে হয়। আগে অনেক কিছুরই পরোয়া করতাম না। নিশ্চিন্ত মনে থাকতে পারতাম। এখন আর পারিনা। এই সব কারণে অনেকে আমাকে বলে বয়স তুলনায় আমি বেশি ম্যাচিউর। তখন মেজ বোন টা খুব গর্বিত হয়ে বলে, আমি ওকে এভাবেই তৈরি করেছি!!
কিন্তু এসব শুনে হাসি পেয়ে যায় কারণ আমি যে ভিতরে ভিতরে কতটা ইম্যাচিউর তা আমার চেয়ে কেউ ভাল জানে না
আমার ১৪/১৫ দিন ধরে জ্বর। প্রথমে পাত্তাই দেইনি। শুধুমাত্র প্যারাসিটামল খেয়ে সাড়ানোর চেষ্টা করেছিলাম। জ্জ্বর বিষয়ে নেটে পড়ালেখাও করলাম হালকা পাতলা। জ্বর হওয়া নাকি ভাল। জ্বর হলে শরীরে ব্যাক্টেরিয়া ভাইরাস সহ নানা বর্জ পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। জ্বর হলে গোসল করতে হবে তবে শরীরকে পুরোপুরি শুকাতে হবে। আমি তাই করছি। আজ ডাক্তার দেখালাম। এক গাদা টেস্ট দিয়ে রেখেছে।কি
আমি সবসময় কাঁচা রসুন চিবিয়ে খাই। সাথে মধু এই কারণে আমার সর্দি কাশি হয়েও সেড়ে গেছে। এখন সমস্যা একটাই পায়ে ব্যাথা আর বমি। পা টাকে ইচ্ছা করছে কেটে ফেলাই দেই। ডাক্তার দেখানোর পর পরই বমি হল, অথচ তার আগে এমন কিছু ছিল না। জীবনে শান্তি নাই!
মাঝেমাঝে মনেহয় কিছু মানুষের জীবন অনেক মূল্যবান। অথচ তারা পৃথিবী ছেড়ে চলে যায় খুব তাড়াতাড়ি। আমার মত কিছু মানুষ আছে, তাদের জীবন এত মূল্যবান না। মৃত্যুই মানুষকে অনেককিছু থেকে রেহাই দিতে পারে মাঝে মাঝে বোধ করি। কিন্তু যখন প্রিয় মানুষ গুলোর কথা মাথায় আসে তখন তাদের মনের অবস্থা কেমন হবে এটা ভাবলে আর কিছু ভাবা যায় না।
শরীর খারাপ থাকলে মৃত্যু চিন্তা বেশি আসে, সুতরাং পোস্ট পড়ে হাসবেন না
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
চানাচুর বলেছেন: জ্বি ধন্যবাদ
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট।
কেমন আচেন?
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
চানাচুর বলেছেন: ভাল আছি। কিন্তু আপনি কে? চিনতে পারছি না তো
৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: গেট ওয়েল সুন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০৮
আউলা অনিন্দ্য বলেছেন: জলদি সুস্থ হয়ে উঠুন
[চিনতে পারছেন? প্রায় ২-৩ বছর পর মনে হয় আবার সামুতে ঢুকলাম, চিনতে পারার কথাও না ঠিক]
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
চানাচুর বলেছেন: আপনাকে চিনতে পারছি না। কে আপনি
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: হ্যালো
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
চানাচুর বলেছেন: হ্যাঁ বলেন
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
রাজসোহান বলেছেন: চানাচুরররররর, ভালো আছেন?
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
চানাচুর বলেছেন: জ্বি ভাল। আপনি ভাল?
৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: কেমুন আছো কুড়মুড়? রাগ কি কমছে আমার ওপর?
৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
রাজসোহান বলেছেন: হ্যাঁ আমিও ভালো। ঝগড়াটা কি এখনও জিইয়ে রেখেছেন?
১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
চানাচুর বলেছেন: আমি কারো উপর রাগ করিনা। আমি করি ব্লক
১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
চানাচুর বলেছেন: @রাজসোহান, কিসের ঝগড়া?
১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
রাজসোহান বলেছেন: ভুলে গেছেন তাইলে বছর তিনেক আগে আমার কোন এক পোষ্টে আপনার সাথে কি নিয়া জানি ক্যাচাল লাগছিলো। তিন বছর পর ব্লগে এসে আপনার আইডি দেখে মনে পড়ে গেলো
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩
চানাচুর বলেছেন: মনে পড়ছে না। আপনার সাথে আমার ঝগড়া ছিল?@রাজসোহান
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
রাজসোহান বলেছেন: নাহ, ওভাবে সিরিয়াস কোন ইস্যু ছিলোনা
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
চানাচুর বলেছেন:
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০
উদাসী স্বপ্ন বলেছেন: তার মানে রাগ এখনো বিদ্যমান!
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪২
চানাচুর বলেছেন: আমার কারো উপরে রাগ হয় না। কাউকে অসহ্য লাগলে ব্লক করি। তুমি তো ব্লকড ছিলা, মন্তব্য করতে পারছো কিভাবে দেখে অবাক লাগছে
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৯
দায়ী বলেছেন: সুস্হতা যে আল্লাহর কতবড় নেয়ামত তা একম্াত্র সুস্হরাই বোঝে