নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-২০

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

আমার মাঝেমাঝে কোন কারণ ছাড়াই অনেক খুশি লাগে। সকালে ঘুম থেকে ওটার পরপরই মনটা মাঝেমাঝে এত ভাল লাগে বলে বোঝাবার না। তখন গান টান শুনতেও ভীষণ ভাল লাগে। সুখ তো কারণ ছাড়াই হতে পারে। আবার মাঝেমাঝে অনেকক্ষণ হাসলেও মন ভাল হয়ে যায়। সুখানুভূতি হয়। এটা যে কারোরই হয়। সুখে থাকার জন্য আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না। জীবনে সুখে থাকার জন্য যা দরকার তা হল একটু শান্তি। আমি মাঝেমাঝে একটু বেশি সুখী হয়ে প্রকাশ করে ফেলি। এটা ঠিক না। এতে মানুষজনের মস্তিষ্ক ডিস্টার্বড হয়। মানুষজনের মস্তিষ্ক ডিস্টার্বড হলে তখন নানান উদ্ভট চিন্তা মাথায় আসে। যেমন আমার ক্ষেত্রে মানুষের যেসব উদ্ভট চিন্তা মাথায় আসে তার মধ্যে অন্যতম হল "প্রেমে পড়া"। মাঝেমাঝে চিন্তা করি আমি তো এমন কিছু করিনা যেটাতে মনে হতে পারে আমি অনেক রোম্যান্টিক একটা মেয়ে। এটা ঠিক যে প্রেম পড়তে গেলে রোম্যান্টিক হতে হয় না, এটা আসে বিপদের মত করে। অনেক বড় বালা মুসিবত। এর উপর কারো কোন হাত থাকেনা।
এই বালা মুসিবত এর সময় মানুষ আস্পেট থাকে। সুখে উড়ে বেড়ায় না। সুখে উড়ে বেড়ানোর জন্য দরকার সব মিলিয়ে শান্তিতে থাকা।
সুখ আর শান্তির ডেফিনিশন অবশ্য আলাদা। সুখে থাকা মানে হল একটা জিনিস আমার আছে কিন্তু হারানোর ভয় আছে আর শান্তি মানে হল আমার কিছুই নেই তাই হারানোর ভয় নেই। কেউ নিতে পারবে না। কোন হারানোর ভয় থাকবে না। আমার সুখ হওয়ার মত কিছু নাই তাই যা আছে তা শান্তি। এরকম শান্তিতে আজীবন থাকতে চাই। এই শান্তির জন্যই আজ আমি সুখী :) :)

আসলে জীবনে ক্যালকুলেটিভ হয়ে খুব ভাল থাকা যায়না, এই বুড়া বয়সে এটাই মনেহয়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ২:১২

মহা সমন্বয় বলেছেন: এটা আসে বিপদের মত করে। অনেক বড় বালা মুসিবত। এর উপর কারো কোন হাত থাকেনা।
কথা কিন্তু সত্যি। :P
আসলে আমরা খুব বেশী ভাল থাকতে গিয়েই অশান্তি ডেকে আনি, এ যেন খাল কেটে কুমির আনার মত অবস্থা।
আসলে কউ সুখী নয়, তয় আমার মনে হয় খুব বেশী ভাল থাকার প্রয়োজন নেই।


২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪

চানাচুর বলেছেন: গানটা শুনলাম। শুনতে ভাল লাগলো বেশ। কিন্তু গানটার সাথে একমত না। আপনি যেটা না পান সেটা যদি একসেপ্ট করে নেন যে সেটা আপনার জন্যই না তাহলে আমার মনেহয় সেটা আপনাকে পীড়া দিবে না। আর তাছাড়া খাওয়া দাওয়া ঘুম সামাজিকতা সব কিছুকে ঘিরে রয়েছে শান্তি। আগে দরকার শান্তিতে থাকার। :) :)

হড়বড় করে অনেক কথা বলে ফেললাম আপনার কমেন্টের সাথে প্রাসংগিক কিনা তা না ভেবেই। মাফ করবেন :(

২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

মহা সমন্বয় বলেছেন: আসলে মূল কথা হচ্ছে দুঃখ,কষ্ট আছে বলেই পৃথিবী এত সুন্দর। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

চানাচুর বলেছেন: তা তো বটেই! :)

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২১

আমি তুমি আমরা বলেছেন: জীবনে সুখে থাকার জন্য যা দরকার তা হল একটু শান্তি।

কিছুতেই দ্বিমত করতে পারলাম না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

চানাচুর বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: কঠিন ফিলোসফিক্যাল কথা বার্তা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

চানাচুর বলেছেন: এগুলো আমার কথা না ভাই। বইয়ের কথা, একটা স্যার বলেছিল, কিন্তু বইটা আমি পাইনি। আমি শুধু উপলব্ধি করে লিখেছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.