![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আগে ভাবতাম যারা খুব সুন্দর লিখে, তাদের মনও ভীষণ সুন্দর হয়। তারা খুব সুন্দর চিন্তাভাবনা করে। কিন্তু যতদিন যাচ্ছে, আমার কাছে নিজের এই ধারণা ভ্রান্ত ধারণায় পরিণত হচ্ছে। গল্প কবিতার কথা বাদই দিলাম। যা তারা বিশ্বাস করেনা, যা সম্পূর্ণ তাদের বিশ্বাসের বিপরীত সেটা লেখনী দিয়ে প্রকাশ করে। কারো কারো উদ্দেশ্য থাকে কাউকে খুশি করা। কারো কারো উদ্দেশ্য থাকে কাউকে কষ্ট দেওয়া। এমন একজন মহিলাকে দেখেছি সে নিজে নাস্তিক না অথচ স্বামীকে খুশি করার জন্য নাস্তিকতার পক্ষে চলে যায় আবার আস্তিকতার বিপক্ষেও যায়না এমন বক্তব্য প্রকাশ করতে। আবার একজন খুব নীতিবান গল্প কবিতা লিখে জনপ্রিয়, স্বামী সন্তান নিয়ে সুখের জীবন, তিনিই আবার ব্যাভিচারে লিপ্ত! এখন আর ব্লগের সাথে অতটা সম্পৃক্ত নই। কিন্তু দুই একটা বিক্ষিপ্ত ঘটনা শুনে সব মিলিয়ে সন্দেহ হয় যে যেভাবে নিজেকে প্রকাশ করে, সে আসলে তেমন না।
এইজন্য কিছু মানুষের জন্য পা-থেকে মাথা পর্যন্ত সন্মান চলে আসে তাঁদের স্বভাবের জন্য। আর কিছু মানুষ অনেক ভাল লিখেও ওই জায়গাগুলো নিতে পারে না।
(এই লেখাটা একটা ফালতু লেখা টাইটেল দেখেই আশাকরি বুঝছে পারছেন, সুতরাং গুরুত্ব দিবেন না)
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
চানাচুর বলেছেন: ঠিক বলেছেন। আমি হয়ত বোকাই
ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
চানাচুর বলেছেন: ঠিক বলেছেন। আমি হয়ত বোকাই
ধন্যবাদ মন্তব্যের জন্য
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
শামচুল হক বলেছেন: দুই একটা বিক্ষিপ্ত ঘটনা শুনে সব মিলিয়ে সন্দেহ হয় যে যেভাবে নিজেকে প্রকাশ করে, সে আসলে তেমন না।
কথায় বাস্তবতা আছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০
চানাচুর বলেছেন: ধন্যবাদ শামসুল ভাই
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লিখেছো
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১
চানাচুর বলেছেন: সত্যি বলছেন নাকি অনুপ্রেরণা দিলেন ভাই! :#<
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
ইফতি সৌরভ বলেছেন: আগে ভাবতাম যারা খুব সুন্দর লিখে, তাদের মনও ভীষণ সুন্দর হয়। তারা খুব সুন্দর চিন্তাভাবনা করে। কিন্তু যতদিন যাচ্ছে, আমার কাছে নিজের এই ধারণা ভ্রান্ত ধারণায় পরিণত হচ্ছে - কথা খাঁটি!
শুধু লেখালেখিতে না, সামাজিক ই মাধ্যম গুলোতেও বাস্তবে যে ছেলে একেবারে লুচ্চু, সে সবসময় বহু প্রেম এবং শারীরিক প্রেমের বিরুদ্ধে সোচ্চার! সে সবসময় সত্য প্রেমের জুয়গান গায়। ই মাধ্যমে এমনভাবে chat করে, কথা বলে; দেখে মনে হয়, ছেলে কততত ভালো অতচ দেখবেন সে গাঞ্জাখোর।
না দেখে মানুষকে বিশ্বাস করতে নেই
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৩
চানাচুর বলেছেন: দেশের যা অবস্থা, অনেক ছেলেই গাঁজা খায়। গাঁজা ছেলেদের কাছে মাছ ভাত টাইপ ব্যাপার স্যাপার। অনেক মেয়েরাও গাঁজাতে অভ্যস্ত নিজের চোখে দেখা। আর ফ্লার্টিং এর কথা আর কি বলব ভাই, মেয়েরাও পিছিয়ে নেই। এখন কোন ছেলে/মেয়ের ফেবু এক্টিভিটিজ দেখেই বলে দেওয়া যায় সে আসলে কি রকম। আপনার কথার যুক্তি আছে। কিন্তু তার মধ্যেও কিছু লোককে ধরা যায় না। তাদের কথাই বললাম আরকি।
ধন্যবাদ। শুভকামনা রইলো। সাবধানে থেকেন
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: লেখার সাথে লেখক কে মিলাতে যাওয়া বোকামী ছাড়া আর কিছুই না।
আমার দেখা চোখে অনেক কে দেখেছি লেখা যেমন লেখে লেখক ঠিক তার উল্টাটাই করে