![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আমি যখন ব্লগিং শুরু করি তখন ছোট ছিলাম অনেক। ব্লগে পোস্ট দিতাম, কমেন্ট করতাম। কিছুদিনের মধ্যেই সহব্লগাররা আমাকে চিনতে লাগলো। তারা বেশিরভাগই মনে করত আমি ছেলে! আমার কাছে বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। বরং মজা লাগতো আমাকে ছেলে ভাবছে এটা ভেবে। আমি কারো ভুলও ভাঙ্গাতাম না। এভাবে দুই বছর কেটে গেল। এরই মাঝে অনেক মানুষই আমাকে চেনে। তখন আমার বোন ব্লগার "আউলা" ব্লগিং করত। সহব্লগারদের অনেকের সাথেই তার কথাবার্তা হত। আমি কারো সাথেই যোগাযোগ করতাম না। বোনের সাথে কথা বলতে বলতেই কেউ কেউ আমার সাথে কথা বলতে চাইতো। আমার বোনকে আমি খুব হাত পায়ে ধরে বলতাম আমি মেয়ে এটা না বলতে। যাই হোক, একদিন আমার বোন আমাকে চেপে ধরলো তীব্রভাবে এক বড় ভাইয়ের সাথে কথা বলতে। আমি "হ্যালো" বলার পর উনি বলল, আশ্চর্য চানাচুর কই? এটা তো মেয়ে কণ্ঠ!
আমার ফেইসবুকে তখন একটা ছবি ছিল লাল রঙের ফ্রক পরা। সেই ছবিটার অর্ধেক আবার আমার ফেইসবুকে ছিল। সেই ছবি দেখে আর আমার সাথে চ্যাট করতে গিয়ে এক আপু বুঝে গেল আমি মেয়ে!
ব্লগার বড় ভাইকে একদিন বললাম, উনি বললেন, তুমি যেমন সেভাবেই ব্লগিং করা উচিত! তুমি একটা পোস্ট দাও!
আমার পোস্ট দেওয়ার কোন ইচ্ছা ছিল না। কারণ পুরো ব্যাপারটা খুব হাস্যকর লাগছিল। পোস্ট দেওয়ার পর সকলকেই দেখা গেল খুব মজা পাচ্ছে। কিন্তু এরই মধ্যে পোস্টে একটা ফেইক নিক অশ্লীল মন্তব্য করায় রাগে দুঃখে পোস্টটা ডিলিট করে দিলাম
তারপর আমি মেয়ে ব্লগার হিসেবে লিখতাম। আসলে ছেলে মেয়ে দুইটার মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। ছেলেবেলায়ও বান্ধবী সংক্রান্ত পোস্ট থাকত, মেয়েবেলায়ও একই ধরণের পোস্ট কিন্তু ছেলেবেলায় বান্ধবী সংক্রান্ত পোস্ট পড়ে ব্লগার ভাইয়ারা খুব জেলাস হয়ে বলত, "চানাচুরের এত বান্ধবী কেন!
"
আমার ব্লগের প্রিয় বান্ধবীও আমাকে দেখতে পারত না। সে জানত আমি তার বয়সী একটা ছেলে। কিন্তু আমি ভাল না কারণ আমার অনেক মেয়ে ফ্রেন্ড
আজকাল ব্লগিং করছি অনেক। সেই আগের মতই অনেকে দেখি আমাকে ভাই-দাদা বলে সম্বোধন করছে। একবার ভাবি বলে আসবো গিয়ে। আবার মনেহয়, না থাক। আজকে মনে হল, ভুল না ভাঙ্গাতে ভাঙ্গাতে আমি সেই ছেলে চানাচুর হয়ে না যাই আবার!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
চানাচুর বলেছেন: না আপু, বোঝা যেত না আমারটা। যেমন ধরেন একবার একটা পোস্ট দিলাম, বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানো নিয়ে। ঘুরে বেড়ানোর সময় আবার দুই বখাটে কি রকম উৎপাত করছিল। তারপর কিভাবে ওদের পিছু হটালাম এইসব নিয়ে পোস্ট ছিল যা একটা মেয়ে হিসেবেই লেখা, অত ভাবনা চিন্তা করা থাকত না কিন্তু ভাইয়ারা এসেই আমার পোস্ট বেশি পড়ত আর বলত, এই পোলার কেন এত বান্ধবী
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
কুঁড়ের_বাদশা বলেছেন: ওহে,চানাচুরওয়ালী কিছু চানাচুর দিবেন?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
চানাচুর বলেছেন: না দিবো না, দোকানে যান মিয়া, খাইট্টা খান। অত বাদশাগিরি চলত না
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
নীল-দর্পণ বলেছেন: বান্ধবী আমিও এই অবস্থার সম্মুখীন হতাম! তখনো হতাম, এখনো টুকটাক হই। তবে তখন ভুল ভাংগিয়ে দিয়াম। এখন আর ইচ্ছা করেনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
চানাচুর বলেছেন: বান্ধবী তোমাকে দেখে আমি ভাবতাম তুমি পুরুষ এবং তোমার অনেক বয়স। তোমাকে আমি পুরাই বয়স্ক লোক ভাবতাম
২০০৯-১০ এর দিকে ব্লগে খুব মজা হত। ওই সময় তোমার সাথে পরিচয়। তখন তো আমরাই ছোট ছিলাম সবচেয়ে মুন্নার চেয়ে বড় ছিলাম অবশ্য
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে হয় গত কাল এক মন্তব্যে আমি লিখেছিলাম চানাচুর ভাই। পরে 'ভাই' কেটে দিয়েছি। আমার মনে হচ্ছিল পুর্বে জেনেছি আপনি 'ভাই' নন।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
চানাচুর বলেছেন: জ্বি আমি দেখেছি, আপনি "ভাই" ডেকেছেন। "উনি আমার লিস্টে আগে থেকেই আছেন, ধন্যবাদ ভাই চানাচুর"
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন: চানাচুরওয়ালী দিদি, কিছু চানাচুর দেন না? ফ্রি খাওয়ার মজাই আলাদা।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২
চানাচুর বলেছেন: না দাদা, চানাচুর খেতে হলে আপনাকে নিকটি বদলিয়ে রাখতে হবে "ছ্যাচড়ার_বাদশা" তা নাহলে ফ্রী দিবোনা
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হুম ।
থাকনা এমন যে ভাব যেমন
তাতে জ্বালার চেয়ে কিন্তু মজাই বেশি
এক প্যাকেজে দুই উপহার নিয়ে ভালই আছেন
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
চানাচুর বলেছেন: কিন্তু আমি জ্বালায়ও পড়তাম। বিশেষ করে যখন লোকজন কথা বলতে চাইতো তখন। বোনের সাথে ঝগড়া পর্যন্ত করেছি এটা বলে যে সে কেন ইন্টারেকশন করে মানুষের সাথে। আমি ইমেইল আইডি বানিয়েছিলাম valo sele. ইমেইল লিখে যোগাযোগ রক্ষা করতাম শুরু। পরে সাহস বেড়ে গেল চ্যাটিং করা শুরু করলাম। তারপর প্রথমেই ধরা পড়লাম ব্লগার ওই আপুর কাছে
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
নীল-দর্পণ বলেছেন: মুন্নার চেয়ে বড় ভেবে মাঝে মাঝে একটু মন খারাপ হতো! এটা ভাবতে ভাল লাগতো যে ব্লগে আমিই ছোট। হা হা হা কত্ত ছোট আর ছেলে মানুষ ছিলাম! মজাই লাগতো।
তা কেমন আছো শরীর কেমন তোমার এখন?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫
চানাচুর বলেছেন: ভাল আছি আমি বান্ধবী। মুন্নার উপর আমার খুব রাগ লাগত। ও ছোট হওয়ার পরেও বলত, "চানাচুরমিয়া' কিন্তু কিছুদিন পর ব্লগে মুন্না বাবলির লাভস্টোরি আসল, তখন খুব ইনজয় করতাম
আমি, তুমি, ইশতিয়াক, টুশকি, নিশীথ রাতের বাদল ধারা, মেঘু সবগুলো একই বয়সী, আমি আবার সমবয়সীদেরকে খুব ভাল চিনতাম জানতাম
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
আবু তালেব শেখ বলেছেন: রুচি চানাচুর আমার খুব প্রিয়
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
চানাচুর বলেছেন:
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি এখন রাজ্যহীন বাদশা!!! আর দার্শনিক কুঁড়ের বাদশা। এখন আগের মত ব্লগিং করে মজা লাগে না। আপনাকে আগে চিনি ।তয়,কিছু পুরাতন মুখ ব্লগে এখনো রয়ে গেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
চানাচুর বলেছেন: আপনি কোবি কুড়ের বাদশা
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, আপনি তাহলে মেয়ে! আমার পোস্টে আপনার মন্তব্যের প্রতিমন্তব্যে আমি অনেকবার আপনাকে ভাই বলে সম্বোধন করেছি। আমি কী বোকা!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
চানাচুর বলেছেন: না আবুহেনা ভাই, আপনি বোকা হবেন কেন, আপনি আমার একটা পোস্টে মন্তব্য করেছিলেন সেখানে 'বোন' হিসেবেই সম্বোধন করেছিলেন, হয়ত আপনি অতটা খেয়াল করেননি পরে বুঝেছি সেটা
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
নীল মনি বলেছেন: হাহাহা মজা পেয়েছি।আমাকেও অনেকে ইয়ে মানে ভাই বলে তবে সেটা ফেসবুকে।নীল দেখেই মনে করে আর কি
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
চানাচুর বলেছেন: আপনার নাম "নীল" আর আমার তো ডাকনাম "স্বপ্নীল"। আমার কয়েকটা বান্ধবীর কাছেই শুনতাম, তারা আমাকে নিয়ে গল্প করেছে কোথাও নাম ধরে আর সেখানে এমন হয়েছে যে লোকজন ভুল বুঝেছে তাদেরকে এটা ভেবে এই মেয়ে কেন এত উচ্ছাস নিয়ে "স্বপ্নীল" নামক ছেলের গল্প করছে
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাগ্যিস আপনি আমার পোস্টে কোন মন্তব্য করেননি, তা নাহলে আমিও আপনাকে ভাই ডেকে ফেলতাম!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
চানাচুর বলেছেন: ধুর! এই পোস্টটা আর কয়দিন পর দিলে ভাল হত
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
কুঁড়ের_বাদশা বলেছেন: হে, হে, হে----- আমি এখন সামুতে রোহিঙ্গা।
আপনার একখানা নতুন গল্প লেখার কথা ছিল,তার এখন কি অবস্থা?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
চানাচুর বলেছেন: সামুতে রোহিঙ্গা মানে কি? ব্যান খাইছেন নাকি মেইন নিকে?
গল্প লিখতে পারিনা
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে আমি আপনাকে ভাই এবং বোন দু'রকম সম্বোধনই করেছি? যাক, হাফ ইজ্জত বাঁচলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
চানাচুর বলেছেন:
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওহ ! তাহলে আমারই ভুল হয়েছে! 'ভাই' তাহলে রয়ে গেছে?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
চানাচুর বলেছেন: আমি মন্তব্য করার পর রিপ্লাইতে দেখলাম "ভাই" ডাকলেন। ওটাই মনে আছে এখন অবশ্য দেখলাম কিছুই নাই
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার দুষ্টু মিষ্টি কমেন্টস গুলো আমাকে কখনো ভাবাইনি আপনি মেয়ে । তবে এই বছর এসে জানতে পারলাম আপনি মেয়ে ।
অনেক ভালো লাগা হয়েছিল পুরাতন তার উপর মেয়ে জেনে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
চানাচুর বলেছেন: আমার সেদিন খুব ভাল লেগেছিল তোমার সহজ সরল স্বীকারোক্তি দেখে, "মজার ব্যাপার কি জানেন। আমি আগে আপনাকে ছেলে ভাবতাম। এ বছরে জানলাম
" নরমালি এভাবে কেউ বলেনা
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কিছু ব্লগার বাদে,এখন সামুতে অনেক ব্লগারের রুপ পাল্টে গেছে।
আর সামু আমাকে ব্যান করে দিলে,আমি সামুকে ব্যান করে দিবো না।
আগের মত ব্লগিং করার সময় পাইনা। আরে আপনি ভালো গল্প লিখতে পারেন। আপনার মনে হয় আরেক নিক আছে না। আপনার ও নিকের লেখা আর এ নিকের লেখা প্রায় এক স্টাইল।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
চানাচুর বলেছেন: আমার অনেকগুলো নিকই আছে। তবে লাস্ট ছয় সাত বছরে চানাচুর ছাড়া অন্য কোন নিকে ঢুকিনি
আর আপনি না স্বীকার করলেও আমি বুঝছি আপনি একজন পুরান পাপী
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: নীল দর্পন আর চানাচুর দুইটাই ছেলে ছেলে নাম!!!!!!!!
গুডগুড!!!! কি আর করা !!!!!ছেলেরা বানায় সাইয়া মালটি তোমরা মালটি ছাড়াই ভাইয়া।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
চানাচুর বলেছেন: ঠিক বলেছো আপু! এছাড়াও লুলুমুক্ত নিক। মজার কথা কি জানো, একজন বড় মাপের লুল আমার এই নিকে কখনোই আসেনি মন্তব্য করতে কিন্তু আমি আমার আসল নামে যখন ব্লগিং করতে গেছিলাম তার অত্যাচারে ওই নিক থেকে ব্যাক করেছিলাম
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: আমি তো জানতাম,আপনি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট।।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
চানাচুর বলেছেন: ঠিকই বলেছেন, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট
মজা লাগল
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯
নূর-ই-হাফসা বলেছেন: আমার সেদিন সত্যি খুব আনন্দ হচ্ছিল । আমার এতো বছর ব্লগিং জীবনে আমিও কাউকে তেমন চিনি না আর আমাকেও চিনে না ।
যে কয়জন চিনতেন ওনাদের কাউকে না পেয়ে মন খারাপ লাগছিল । আপনাকে দেখে তাই এতো ভালো লাগা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
চানাচুর বলেছেন: আমারও খুব ভাল লাগছিল তোমাকে দেখে। তুমি ছোটবেলায় খুবই ইরেগুলার ছিলে। অতটা কথাবার্তা হয়নি। তুমি আমাদের থেকেও পিচ্চি সেটা অবশ্য জানতাম।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭
ওমেরা বলেছেন: আমি তো আপনাকে মেয়েই জানতাম আপু ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
চানাচুর বলেছেন: আপনি তো আমার কাছে এম্নিতেও বেশ পরিচিত মুখ আপু অন্যরা হয়ত আমার একটা দুইটা পোস্ট পড়েছে। আপনি আমার অনেক পোস্টই পড়েছেন তাই আমরা মোটামুটি চিনি বোধহয় পরস্পরকে
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২
ঘুমন্ত আমি বলেছেন: চানাচুর এখনো ব্লগ লিখেন দেখে ভালো লাগলো।আর হ্যা আপনার নিকটাকে আমিও এক সময় ছেলে ভাবতাম। বেলায় বেলায় অনেক বেলা পার হলো ব্লগের সুবর্ন সময় যে কি অসম্ভব জমজমাট ছিলো নতুনরা কেউ বুঝবেনা, ফীল করতে পারবেনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
চানাচুর বলেছেন: আরে আপনি! কেমন আছেন?
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: আগে তো ভাইয়ার পিসিতে বসতাম । ভাইয়া বাসায় না থাকলে পোষ্ট দিয়েই চলে যেতাম । তাই কারো সাথে কথা হতো না ।
অন্যদের ব্লগেও মন্তব্য কম করতাম । মন্তব্য করতে ভয় লাগতো । তবে তখন সুবিধা হল যা ইচ্ছে লেখা যেতো । কেউ খারাপ কিছু বলতো না । বড় হওয়া অনেক ঝামেলা । হাজার চিন্তা করে লিখতে হয় ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
চানাচুর বলেছেন: আমিও পিসিতে বসতাম। আমি আর আমার বোন দুইজন ঝগড়া করতাম রীতিমতো। আমি আসলে প্রচুর সময় দিয়েছি। এমনকি, আমি এইচএসসি পরীক্ষার সময়েও ব্লগিং করেছি, এডমিশন টেস্টের সময়ও বাদ দেইনি সামুব্লগ, আমারব্লগ, প্যাঁচালি আরো কত কি
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪
আমি তুমি আমরা বলেছেন: চানাচুরের এত বাদুবী কেন? হুয়াই? হুয়াই?? হুয়াই???
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
চানাচুর বলেছেন: নিজেকে এখন অনন্ত জলিল মনে হচ্ছে
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
মরুসিংহ বলেছেন: মজার ব্যাপার তো....
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
চানাচুর বলেছেন: ধন্যবাদ মরুসিংহ। আপনার নিকটা সুন্দর হয়েছে
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার কি অবস্থা । আমার যে কি হবে , ব্লগে মারাত্মক নেশা হয়েছে । আমি গত ৪ দিন ধরে টেবিলে বই নিয়ে বসে থাকি পড়া হচ্ছে না । অনেক পড়া জমে গেছে অলরেডি ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
চানাচুর বলেছেন: আমারো একই অবস্থা। কিছুদিন অসুস্থ ছিলাম, তখন আসছিলাম, এখন আর যেতে ইচ্ছে করেনা। নিজেকে আরেকটু ভালো মত গুছিয়ে ব্লগে আসা উচিত বোধ করি কিন্তু হয়ে উঠেনা
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আপু নেশা কাটানোর উপায় বলেন । আমি ও আপুর বকা খাচ্ছি এত ব্লগে থাকার কারনে ।
মাঝে ফেসবুকে নেশা হয়েছিল । অনেক কষ্টে বন্ধ হলো ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
চানাচুর বলেছেন: গল্প/কিছু লেখার ইচ্ছা জাগলে সেটা না লেখা পর্যন্ত অস্থির লাগে। নিজের উপর কন্ট্রোল রাখো। ঠিক হয়ে যাবে। আর মাঝেমাঝে একটু আধটু বিনোদন খারাপ কিছু না আমার ইদানীং পড়তে বেশি ভাল লাগে। কি করবো।
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা পড়তে ভালো লাগে ?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
চানাচুর বলেছেন: হ্যাঁ
২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার কি গ্রাজুয়েশন শেষ ?
এবার আমরা চেয়েছি বলে ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে না ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
চানাচুর বলেছেন: হ্যা শেষ। আসলেই হবেনা?
৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
পাজী-পোলা বলেছেন: https://www.youtube.com/watch?v=CwmQa6sO-Hc
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
চানাচুর বলেছেন: ভাই এটা দারুণ ছিল
৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০২
ইজহারুল হক বলেছেন: ফার্স্টটাইম ব্লগে আসলাম, নেট চালাই সেই বহুদিন ধরে কমপক্ষে ০৮-১০ বছর তো হবেই। কোনদিন এখানে একাউন্ট খুলি নি।
আজ না খুলে আর পারলাম না, “ব্লগিং এ ছেলেবেলা এবং মেয়েবেলা” এর পোস্ট আর কমেন্ট গুলো পড়ে। খুব মজা পাচ্ছিলাম।
আসলে কয়েকদিন ধরে খুব অলস হয়ে গেছি, শুধু ঘুমাই, প্রকৃতপক্ষে আমি একজন ফ্রিল্যান্সার, তাই আলস্য দূর করতে গুগুল এ টিপস সার্চ করতে করতে এখানে চলে আসলাম। যাই হোক, ভালো লাগলো, চানাচুর ভাই....। ওহ দুত্তুরি আপু !!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
চানাচুর বলেছেন: জেনে খুব ভাল লাগলো। ব্লগে স্বাগতম আলস্যতা ঝেড়ে হাত পা খুলে ব্লগিং করুন
৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্লগিং ষ্টাইল "কনফিউজিং", কেহ ভাবছেন ছেলে, কেহ ভাবছেন মেয়ে; শেষে গড় বের করতে হবে দেখছি!
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২১
চানাচুর বলেছেন: এই বয়সে এত কনফিউজড হবেন না আংকেল, আর কোন হিসাব নিকাশ করতে যাবেন না ভুলেও
৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: চানাচুর তো চানাচুরই তা আবার ছেলে-মেয়ে হয় কেমনে
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
চানাচুর বলেছেন: ভাল প্রশ্ন করেছেন
৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
কামরুননাহার কলি বলেছেন: আচ্ছা পৃথিবীতে এতো নাম রেখে আপনের নাম চানাচুর হলো কি ভাবে। এটার কি কোন ইতিহাস-টাস আছে আপু যদি একটু ইতিহাস-টাস বলতেন তাইলে খুশি হতামা।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
চানাচুর বলেছেন: কোন ইতিহাস নেই। যখন নিকটা খুলি, নিতান্তই শিশু ছিলাম। ঝটপট নেওয়া।
৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
অর্ক বলেছেন: দুঃখিত, আমিও আপনাকে ছেলে ভেবেছিলাম। আমার কোনও কথায় কষ্ট পেলে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। অনেক অনেক শুভকামনা রইলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
চানাচুর বলেছেন: ইট'স ওকে অর্ক। আপনার জন্যেও শুভকামনা রইলো। হ্যাপি ব্লগিং
৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
নয়ন বিন বাহার বলেছেন: চানাচুর খেতে গিয়ে মনে পড়ল, এটা ছেলে নাকি মেয়ে?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
চানাচুর বলেছেন: আপনার সানগ্লাস দেখে আমি ভাবছি এটা মেয়েদের নাকি ছেলেদের?
৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
নয়ন বিন বাহার বলেছেন: সানগ্লাস ভাল করে দেখে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন।
কিন্তু
আমি এত চেষ্টার পরেও চানাচুর নিয়ে কোন সিদ্ধান্তে আসতে পারলাম না।
আমার কি হপে ভাই/বোন?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
চানাচুর বলেছেন: মৃত্যু হপে। বিষ খান
৩৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
নূর-ই-হাফসা বলেছেন: মনে হচ্ছে হবে না । সময় আর নেই তো
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
চানাচুর বলেছেন: নাহলে আর কি করা
৩৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: এবার না হলে আগামী বার হলে যাওয়া যায় কি বলেন ?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
চানাচুর বলেছেন: হ্যাঁ ইনশাল্লাহ আগামীবার হবে আর তুমি আমি যাবো।
৪০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
নয়ন বিন বাহার বলেছেন: আপনি এত নিষ্ঠুর!
এভাবে দোয়া করলেন।
বিষ খেতামই। কিন্তু......
বিষে বিশ্বাস নাই। যদি ভেজালের ভয় না থাকত তবে খেয়ে দেখতাম।
আপনি ভাল থাকবেন। ভাই/বোন
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
চানাচুর বলেছেন: আমি নিষ্ঠুর না, আমি হলাম বাস্তববাদী দোয়া করিনি, ভর্ৎসনা করেছি
৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: সব জেনে গেলুম ।
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চানাচুর বলেছেন:
৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নয়ন বিন বাহার বলেছেন: ওরে বাবা!
আপনিতো মহা ত্যাঁদড় ভাই/বোন।
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
চানাচুর বলেছেন: আপনিও কম কিসে!
৪৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটা পড়ে মনে হলো আপনি ছিলেন পৃথিবীর সবচেয়ে কঠিন টাইপের চানাচুর | খেয়ে (মানে পড়ে) আপনার পাঠক বুঝতে পারতো না | মেয়েরা আপনার এতো ছেলে বন্ধু কেন সেটা নিয়ে ক্ষুদ্ধ আর ছেলেরা আপনার এতো বান্ধবী কেন সেটা ভেবে হিংসায়িত ! ও ম্যান, আমি এখন খাচ্ছি যে মাস্তানা মিক্সডটা এক্সট্রা হট (এক ধরণের চানাচুর) -এর একটাই টেস্ট খুবই ঝাল | জিহবা জ্বলে যাচ্ছে ! তার মানে আপনার লেখা ছোট বেলা থেকেই ভালো খুব ভালো ভ্রম তৈরী করতে পেরেছেন পাঠকদের মধ্যে | সেটা ভালো লেখকরাই পারে | আমার এখন পুরো একগ্লাস ঠান্ডা পানি খেতে হবে মুখের ঝাল কমাতে |ভালো থাকুন | আরো অনেক লিখুন |ভিতর এবং বাহির (গল্প- ১ম পর্ব)-র পরের পর্বগুলো শেষ করুন |
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চানাচুর বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যটা অনেক সুন্দর, অনেক অনুপ্রেরণা দিল
৪৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।ঠিক আছে আপু
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চানাচুর বলেছেন:
৪৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: চানাচুর ,
বাহ............ ছেলে মেয়ের মিশেল দিয়ে নিজেকে চানাচুর-ই বানালেন শেষতক !
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
চানাচুর বলেছেন: মিশেল দেইনি। হয়ে গেছে নিক সার্থক হয়ে গেছে এমনি এম্নিই
৪৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের আর কী দোষ; তারা কি জানে চানাচুরেরও লিঙ্গভেদ আছে?
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
চানাচুর বলেছেন: কথা সত্য। আপনার কথায় যুক্তি আছে ভাই
৪৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায় আল্লাহ, তুমি মেয়ে !!
এর চেয়ে চানাচুরই তো ভালো ছিলো !!
ইকরি-মিকরি, ফু!! আবার চানাচুর হয়ে যাও !!
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
চানাচুর বলেছেন: হাহাহা মজা পেলাম
৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা.....................।
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
চানাচুর বলেছেন: খিক্স
৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি তো একবার আপনাকে চানাচুর ভাই বলেছিলাম বলে মনে পড়ে!!! হে মাবুদ! স্যরি!
যদিও ফ্রেন্ডলি ভূতের কথা শুনে বুঝে যাওয়া উচিৎ ছিলো।
১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
চানাচুর বলেছেন: হা হা এই পোস্টটা না দিলে জানতামই না স্যরি হওয়ার কিছু নেই। যুগ যুগ ধরে ভুল করছে মানুষজন
৫০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপু সামনে কোনো পরীক্ষা আছে ? ব্লগে দেখিনা অনেক দিন।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০
চানাচুর বলেছেন: হ্যা আপু সামনে পরীক্ষা আছে মেলাগুলো। আজীবন পরীক্ষা দিয়ে যাবো। বুড়া হলে তখন একদিন তোমাকে বলবো, আজ আমার পরীক্ষা শেষ হয়েছে!
৫১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
কালীদাস বলেছেন: হা হা
আউলা এখন ব্লগিং করেন না কেন? অনেকদিন দেখিনি এই তল্লাটে।
কোন ব্লগার ছেলে না মেয়ে সেটা গেস করার চেষ্টা করিনা সাধারণত। তবে লেখা থেকে মাঝে মাঝে কিছুটা আন্দাজ পাওয়া যায় ছেলে না মেয়ে।
আদিকালে একটা বিশেষ শ্রেণীর প্রাণীরা আমাকে হিন্দুধর্মের ধরে নিয়ে গালিগালাজ করত। খুবই রেসিস্ট একটা গালি অসংখ্যবার খেয়েছি এককালে
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪
চানাচুর বলেছেন: আউলা ফেইসবুকে চূড়ান্ত এক্টিভ। ব্লগে এসেছিল নাকি মাঝে কিন্তু পুরানোদের যা হয় আরকি! পরিচিত কাউকে পাইনি দেখে মন উদাস করে ফিরে গেছে
আদিকালে ওই বিশেষ শ্রেণীর প্রাণীদের কথা কোন পোস্টে যেন বলেছিলেন। কিন্তু আপনার নিক্টা দেখলে হিন্দুধর্মের মনে করত কেন পশুগুলো এটা মাথায় আসেনা! আপনার নিকটা দেখলে বরং মনেহয় আপনার ব্লগে গেলে কবিতা পাবো অনেকগুলো
৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
আরিফ রুবেল বলেছেন: এখন থেকে ভাই কিংবা বোন সম্মোধন বন্ধ, সবাই এখন থেকে প্রিয় ব্লগার
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
চানাচুর বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৫৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
অর্ক বলেছেন: আবার এলাম। আগের বার খুব ইচ্ছা ছিল প্রশ্নটা করার, কিন্তু সাহস হয়নি। কিন্তু এবার মনে হচ্ছে বলেই ফেলি, আচ্ছা ওই ৩২ নাম্বার প্রতি মন্তব্য যাকে করেছেন, তিনি কি আপনার নিজের, মানে রক্তের চাচা বা মামা? আমি অনেকটাই নিশ্চিত এ ব্যাপারে। আপনার এই আন্তরিকতায় ভরপুর, এতো শ্রদ্ধায় পরিপূর্ণ, এতো ভালবাসায় টইটুম্বুর প্রতি মন্তব্য দেখে আমার তখন আমার নিজের চাচা মামাদের কথা ভেবে বুকটা কেমন যেন খা খা করে উঠেছিলো।
আপনাদে দুজনের জন্যেই অনেক অনেক শুভকামনা।
১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
চানাচুর বলেছেন: ধন্যবাদ। উনি আমার ব্লগীয় আংকেল। আপনার মধুর লাগল? বাট আংকেল আমাকে ডিজলাইক করেন অনেক
ধন্যবাদ অর্ক
৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
তারেক ফাহিম বলেছেন: আমি আপনাকে ছেলেই ভাবতাম।
দুঃখিত, অজান্তে কি না কি বলেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আপনার ব্লগিং পরিসংখ্যান দেখে সত্যি মুগ্ধ আপু।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ। পোস্টটা না দিলে জানতামই না এত লোক আমাকে ছেলে ভাবে
৫৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪
জাহিদ অনিক বলেছেন:
আপনার নাম ডালভাজা, পরিচয়ঃ ডালভাজা।
আপনাকে ছেলে ভাববো না তো কি ভাববো বলেন !!!!!!!!!!
যা বিটলা !
ভালো লাগলো চানাচুর আপু।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
চানাচুর বলেছেন: ভাই আমার প্রোফাইলের ছবিটা তো মেয়ে পুতুলের। এটা দেখেও তো বুঝা যায়
৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১
শ্রোডিঙ্গার বলেছেন: স্বচ্ছন্দ ব্লগিং বুঝি এটাকেই বলে আপু। খুব মজা পেয়েছি পড়ে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
চানাচুর বলেছেন: হা হা হা। ধন্যবাদ শ্রোডিঙ্গার শুভকামনা রইলো
৫৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ২:১২
ভুত. বলেছেন: চানাচুর আপু
৫৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪
নূর-ই-হাফসা বলেছেন: আপু তিন মাস হয়ে গেল । এবার ফিরে আসেন । আর ব্যস্ত থাকতে হবে না ।
পুরাতন কেউ না থাকলে ,ব্লগ ফাঁকা ফাঁকা লাগে ।
৫৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
নাজনীন১ বলেছেন: জেরীবুকে মিসাই। জানেন নাকি উনি কেমন আছেন?
আপনার সাথে তো উনার ভাল খাতির ছিল, তাই না?
একটা আপু ছিল, কিশোরীর মতো লিখতেন, পরে জানা গেল উনি খালাম্মা বয়সী কেউ, উনার কথা মনে আছে?
৬০| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যালো চানাচুর , ভালো আছেন ?
৬১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: প্রো-পিকটার দিকে না তাকালে বেশীরভাগ পাঠকই আপনার নিকটাকে ছেলে হিসেবেই ধরে নিবে বলে আমার মনে হয়। "আউলা" নামের কোন ব্লগার মেয়ে হবে, সেটাও একটু অস্বাভাবিক বলে মনে হলো।
৬২| ০৬ ই জুন, ২০২১ সকাল ৮:৪৭
রোবোট বলেছেন: কি খবর?
৬৩| ০২ রা মে, ২০২২ ভোর ৬:২৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কয় বাচ্চার মা এখন?
৬৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: চানাচুর কেমন আছেন? কোথায় আছেন?
ব্লগে কি আর আসবেন না?
চলে আসুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ছেলে চানাচুর !!!!
আচ্ছা লেখার ধাচে ও কি বোঝা যায় না ?