নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছু নেই

কেমিক্যাল রিয়াদ

কেমিক্যাল রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

যে কটা মুভি দেখে মুগ্ধ হয়েছি - ২

১৫ ই মে, ২০১৫ রাত ১:৩৮

প্রথম পর্বঃ এখানে দেখুন



Apocalypto : মায়ান সভ্যতার আঙ্গিকে নির্মিত একটি এপিক ড্রামা ফ্যান্টাসি ফিল্ম । মায়ান সম্রাজ্জের নির্যাতনের শিকার একজন উপজাতীয় যুবকের ঘটনা চিত্রিত হয়েছে যে মায়ানদের হাতে বলি হবার হাত থেকে মুক্তি পেতে ও তার পরিবারকে বাঁচাতে প্রাণপণে লড়াই করে যায় । চরম উত্তেজনাপূর্ণ একটি মুভি ।



Inception: lucid Dreaming এর উপর নির্মিত একটি সায়েন্স ফিকশান ফ্যান্টাসি থ্রিলার । ঘুমের মধ্যে মানুষের স্বপ্নে হানা দেয়া ও তার মস্তিষ্ক থেকে আইডিয়া চুরি করা থাকে নায়কের পেশা । ছবির কনসেপ্ট , গল্প , নির্মাণশৈলী সব দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।



The Boy in the Striped Pajamas: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলকাস্টের উপর নির্মিত মুভি । একজন নাজি আর্মি অফিসারের ৮ বছরের সন্তান ও তার ইয়াহুদি খেলার সাথীকে নিয়ে গল্প আবর্তিত হয় । শেষটা বেশ মন খারাপ করে দেয়ার মত ।



Shutter Island: Lionardo, যে কিনা একজন US মার্শাল , শাটার আইল্যান্ড এ অবস্থিত মানসিক হাসপাতালে যায় সেখানকার সাইকিয়াট্রিক ফ্যাসিলিটি পর্যবেক্ষণ ও একজন রোগীর নিখোঁজ হয়ে যাওয়া তদন্ত করতে । কিন্তু লোকজনের আচরণ তার কাছে অস্বাভাবিক মনে হয় এবং ধীরে ধীরে সে অদ্ভুত কিছু আবিষ্কার করতে থাকে । ছবির টুইস্টটা এজাবতকালে আমার দেখা সেরা টুইস্টগুলোর মধ্যে একটি ।



The Pursuit of Happyness: একটি সত্য ঘটনার উপর নির্মিত বায়োগ্রাফিকেল ফিল্ম । সাধনা মানুষকে কোথায় পৌছাতে পারে তা এই ছবি থেকে শিক্ষণীয় । অত্যন্ত অনুপ্রেরণামূলক এই ছবিটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে – “ সুস্থ সবল এই দেহ নিয়ে আমরা কতটা অলসতায় জীবন পার করছি !”



Ghost: হরর মনে হলেও আসলে রোম্যান্টিক ফ্যান্টাসি ছবি । ১৯৯০ সালে মাত্র ২২ মিলিওন ডলারে নির্মিত এই ছবিটি প্রায় ৫০৫ মিলিওন ব্যবসা করে , সে বছর দুটি অস্কারও জিতে নেয় । আশা করি বুঝতে পারছেন কেমন হতে পারে । মুগ্ধ হবার মত ছবি – এর বেশি কিছু বলার প্রয়োজন নেই ।



জীবন থেকে নেয়াঃ ছোট বেলায় দেখা ছবিটি বাল্যকালের সেরা সৃতিগুলোর মধ্যে একটি । সৈরাচারকে প্রতীকী করে নির্মিত এই ছবিটি মানুষের ব্যক্তিজীবন যে একটি সংগ্রাম তাই চিত্রিত হয়েছে । আমার দেখা সেরা ছবিগুলোর মধ্যে নিঃসন্দেহে একটি ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৫৬

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দারুণ । তবে বেশিভাই দেখা :-)

১৫ ই মে, ২০১৫ রাত ২:২৭

কেমিক্যাল রিয়াদ বলেছেন: প্রথম পর্বে কিছু না দেখা মুভি থাকতে পারে

২| ১৫ ই মে, ২০১৫ রাত ৩:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: The Boy in the Striped Pajamas এবং Ghost এই দুইটি মুভি দেখা হয় নি। বাকি প্রতিটি মুভিই অসাধারন।

১৬ ই মে, ২০১৫ রাত ১১:৩৫

কেমিক্যাল রিয়াদ বলেছেন: দেখে ফেলুন , ভালো লাগবে

৩| ১৬ ই মে, ২০১৫ ভোর ৬:০৬

রাসেলহাসান বলেছেন: ১, ৩, ৫, ৬ এই কয়টা মুভি দেখা লাগবে। :)
ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।

২৪ শে মে, ২০১৫ ভোর ৪:৫৮

কেমিক্যাল রিয়াদ বলেছেন: দেখে ফেলুন , মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রথম দুইটা এবং লাস্ট মুভিটা দেখা হয়েছে। বাকি গুলো দেখা হয় না্।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

৫| ২৪ শে মে, ২০১৫ ভোর ৫:০০

কেমিক্যাল রিয়াদ বলেছেন: একটিও বাদ দেয়ার মত নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.