নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছু নেই

কেমিক্যাল রিয়াদ

কেমিক্যাল রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

চলো মামা পান্তা ইলিশ রাঁধি – সাথে আলু ভর্তা আর বেগুন ভাঁজা

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

রান্না বিষয়টা আজীবন ঘৃণা করেছি । আজকাল কেন জানি এর মধ্যে খুঁজে পাচ্ছি সৃষ্টিশীলতার আনন্দ । ভেবেছি অনেক রকমের রান্না শিখব আস্তে আস্তে । ব্লগেও শেয়ার করার চেষ্টা করব ।









আজকে বলব পান্তা-ইলিশের কথা । তবে সাথে থাকছে আলু ভর্তা আর বেগুন ভাজিও । যারা মাঝে মাঝে রাঁধেন তাদের রান্না বিষয়ে কিছু কমনসেন্স অবশ্যই আছে । তাই আমার এই ব্লগে খুব সুক্ষতিসুক্ষ বর্ণনা না দিয়েই সংক্ষেপে বলব ।

ইলিশ মাছ কড়া ভাজিঃ হলুদ, মরিছ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রশুন বাটা ও লবণ মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন । এরপর গরম তেলে আগুন কমিয়ে ভাজুন ২০ মিনিটের মত ।

বেগুন ভাজাঃ ছবির মত বেগুন গোল করে কেটে নিন । তারপর মাছের মতই ঘন্টা খানেক মশলা লাগিয়ে রেখে দিন । হাল্কা থেকে মাঝারি আঁচে ভাজুন ১৫-২০ মিনিট, খেয়াল রাখবেন যেন বেশি পুড়ে না যায় । সামান্য দাগ লাগলে নামিয়ে ফেলুন ।

আলু ভর্তাঃ এটা আশা করি সবাই পারেন । ভর্তা বানানোর জন্য সরিষার তেল, শুকনা মরিচ, কাঁচা দেশি পেঁয়াজ ব্যাবহার করুন । সেরা স্বাদ পাবেন ।

পান্তা ভাতঃ একবেলা-দুবেলা পুরনো ভাতকে কয়েকঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখুন হয়ে গেল পান্তা ভাত ।

সময় যেহেতু মূল্যবান তাই কাজগুলোকে কম সময়ের মধ্যে করার জন্য সাজিয়ে ফেলুন, যেমনঃ ১। আলু সেদ্ধ দেয়া, ২।মাছ ও বেগুন মসলা দেয়া, ৩। আলুভাজির জন্য পেয়াজ-মরীচ তৈরি করা ইত্যাদি।


মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: দাওয়াত দিলে আসতে পাড়ি.............

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

কেমিক্যাল রিয়াদ বলেছেন: নেক্সট টাইম অবশ্যই । গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে কিন্তু ।

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: হাহাহা....খারাপ না !

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬

ক্লে ডল বলেছেন: বেগুন ভাজির কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে! =p~

পুড়িয়ে ফেলেছেন মনে হয়। :)

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২

কেমিক্যাল রিয়াদ বলেছেন: বেগুণ জিনিসটা অন্য খাদ্যের মত নয় । বাইরে পোড়া মনে হলেও একটা ঘষা দিবেন ভিতরের লেয়ার স্বাভাবিক । এটা পোড়া না, পোড়া দাগ বলতে পারেন ।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৭

মাদিহা মৌ বলেছেন: খেতে ভালো হয়েছে?

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

কেমিক্যাল রিয়াদ বলেছেন: হা , ভাল হয়েছে ।

৫| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

হাসান রাজু বলেছেন: হাউ মাউ কাউ ।
ইলিশের গন্ধ পাউ.... :-B

৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৬

মহা সমন্বয় বলেছেন: আহহ মজা পেলুম। :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.