নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শ্যাওলা জমে মনের মাঝে
শ্যাওলা জমা কার্নিশ
মনের ঘরে ঘুরে কে রে?
আমায় জ্বালায় অহর্নিশ।
মনের ঘরের জানালাতে
রঙ্গিন পর্দা ওড়ে
ছিঁড়ে যায়রে সাধের পর্দা
দমকা বায়ের তোড়ে।
এলোমেলো পড়ে রইল
মনের ঘরবাড়ির সব
উদাস নয়নে চেয়ে রই
বন্ধ সব কলরব।
দিনের আলো উপছে পড়ে
ঘরের ঐ মেঝেতে
একা রেখে পারলো কেমনে
ছেড়ে আমায় যেতে।
ধূলো বালি চোখে এসে
বানালো যে বাসা
বারি ঝরে অঝোরে হায়
বুক ভরা হতাশা।
বসে ছিলাম চুপটি করে
একাকি আনমনে
লন্ড ভন্ড হলো মনঘর
শুধু তারই ধ্যানে।
ঋতু যায় ঋতু আসেরে
পাতা ঝরে শীতে
মনের ঘরে একা আছি
বন্ধুর প্রতিক্ষাতে।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
সাইফুদ্দিন আযাদ বলেছেন: "ঋতু যায় ঋতু আসেরে
পাতা ঝরে শীতে
মনের ঘরে একা আছি
বন্ধুর প্রতিক্ষাতে।" প্রতিক্ষার প্রহর গুনুন হয়ত বন্ধুটি চলে আসবে কোন একদিন...
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, ভাল লাগরো কবিতা। আপনি ব্যাংক পরিক্রমায় নিয়মিত লেখা পাঠাতে পারেন। এমনকি বিভিন্ন পত্রিকায়ও।
ভাল থাকুন নিরন্তন।