নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আড্ডা বাড়ি আড্ডাশূণ্য………..

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

আড্ডা বাড়িতে বসে না আর আগের মতো মজলিস
শীতল পাটি পেতে বসা হয় না জোছনামন্ডিত উঠোনে
মজলিসে যারা অংশ নিতো; তারা একসময় খুব কাছের ছিল,
একে একে সবাই সটকে পড়েছে জীবনের টানে,
ভেসে গেছে দীপ থেকে দীপান্তরে;
যে যার জায়গায় করে নিয়েছে সুদৃঢ় অবস্থান;
জীবিকার তাগিদে দৃষ্টির সীমানার বাইরে যারা,
ধীরে ধীরে তাদের অবয়ব ভুলে যেতে বসেছি;
কেমন আছে মজলিসে উল্লাসের লোকগুলান!
যে যেখানেই আছে, থাকে;
যার যার জায়গায় সে একা;
উচ্ছ্বাস হারানো নীড়ে একলা একা পাখি।

বাড়ি শূণ্য রেখে আমিও অন্য কোথাও ব্যস্ততায় দিন কাটাই,
কফি হাউজের মতই পেয়ালাগুলো শূণ্য থাকেনা…
আড্ডা বসে এখনো, হে আড্ডা থেমে থাকেনা,
তবে মানুষগুলো ভিন্ন, আড্ডাও বসে ভিন্ন আঙ্গিকে,
আমাদের মতো গানে নয়, কথায় নয়
মোবাইল, নেট, ইউটিউবহাতে হাতে;
কয়েকজন মিলে হু হু হা হা রব উঠে সেই আড্ডাস্থলে;
অশুদ্ধ পথটাই বুঝি আজকালের আড্ডায় স্থান পেয়ে গেল বেশি,
দীর্ঘশ্বাসটা বের হতে হতেই ভেঙ্গে যায় ধ্যান।

(27 August 2014 at 21:33)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, আগের সেই ভাল লাগা গুলো হারিয়ে গিয়েছে সময়ে সাথে। তবে সবই ঠিক আগের নিয়ম মেনে ভিন্ন বাস্তবতায়।

সামুতে চলছে মাস ব্যাপি আড্ডা উৎসব, যোগ দিতে চাইলে হালকা করে টাচ করুন এখানে।




লেখায় +++

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন আপু----আড্ডা দিতে ইচ্ছে করে--- ইচ্ছে করে সব কাজ ফেলে শুধুই আড্ডা দেই

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

নুরএমডিচৌধূরী বলেছেন: দারুণ
++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.