নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» খণ্ড কাব্য.................(২)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

১।
সব কিছুই মিছে মনে হয়
শরীরে বাসা বাঁধলে রোগ
এক সেকেন্ডের নাই ভরসা
মিছাই আনন্দ বিলাস ভোগ।

২।
হা হুতাশ আর চোখে জল
না পাওয়ার বেদনা
পেলে পাবে, না পেলে
অযথাই কেঁদনা।

৩।
চোখ মুদি ভেবে দেখ মন
কিযে নেই রে তোমার
চারপাশে খোদার নেয়ামত
সুখ আছে বেশুমার।

৪।
দীন ভুলে হায় দিনের মায়ায়
আঁকড়ে আছি গো এ দুনিয়া
শূন্য হাতেই যেতে হবে
যবে উড়বেরে মন মুনিয়া।

৫।
দুনিয়ার কাজ করতে গিয়ে
ধন সম্পদ জমিয়েছি প্রতুল
পরকালের ঝুলি শূণ্য
বেলা শেষে হয়েছি বাতুল।

৬।
আশে পাশে যা আছে
আমার তো ছিল সবই
তবে যে শূন্য হাতে
অথৈ জলেতে ডুবি।

৭।
টাকা আছে ধন আছে
কাছে প্রিয়দের পাই
সুখ দিনে সবাই সবার
দু:খের দিনে তো নাই।

৮।
জেনে বুঝে পাপ করি
হাসতে, চলতে ও বলতে
মাফ যদি না পাই তবে
দোজখে হবে জ্বলতে।

৯।
কথায় কথায় কত যে পাপ
করে যাইরে অবিরত
হিসাব করে বলো কথা
ভুলে মন্দ কথা যত।

১০।
কত গুনাহ্ করছি প্রভু
মাফ চাইগো আজ তোমার তরে
সঠিক পথে চালাও তবে
হেদায়েত দিয়ো মন ঘরে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলোই সুন্দর --------ভাললাগা রেখে গেলাম

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: এত্তোগুলো এক সাথে না দিয়ে দুই থেকে তিন কিস্তিতে ছবি সহ দিতে পারতেন।



ভাল থাকুন নিরন্তন।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

এরপর থেকে এভাবে দিব

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

এম এ কাশেম বলেছেন: সুন্দর প্রিয় ছবি

শুভেচ্ছা................

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা আপনাকেও ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.