নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মন কথনিকা—(২৯-৩৩)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

মন কথনিকা—২৯
লাভ হবে না এখন আর কাছে আসতে চাইলে
সুর কানে যায় না আর ভালবাসার গান গাইলে
সময়মতো খুঁজ নিলে না, আর খুঁজে লাভ কি
অসময়ে বল জমবে ভালবাসার আর ভাব কি!

(9 November 2014 at 20:25)

মন কথনিকা-৩০
কই হারালো কুহু কুহু কোকিলের গান
কই লুকালো অবারিত সবুজের আহবান
ভাটিয়ালি সুর একদা জুড়াইত যে প্রাণ
সব ফিরে পেতে যে প্রাণটা করে আনচান।

(8 November 2014at 18:39)


মন কথনিকা—৩১
রাস্তার চারপাশে দেখ কত ঘাসফুল ফোটে
দৃষ্টিটা সেদিক দিয়ে দাওনা তুমি মোটে
লাল নীল গোলাপী অথবা সবুজ ঘাসফুল খুঁজে
দাওনা একটা ঘাসফুল আমার খোঁপায় গুঁজে।



মন কথনিকা—৩২
সেই থেকে যে বসে আছো একা একা, তুমি কি একলা পাখি
শুন তবে বলি, তোমাকেই কিন্তু তুমি বারবার দিচ্ছ ফাঁকি
আস কাছে, বস পাশে, রাখ হাতে হাত সময় অল্পই বাকি
কথায় কথায় কাটাই সময় ভালবাসায় মুগ্ধ হউক দুটি আঁখি।



মন কথনিকা—৩৩
মুহুর্তটা যাচ্ছে চলে এক বুক রুদ্ধশ্বাসে
শিশু জিহাদ এখন কেমন আছে বদ্ধ শ্বাসে
হে আল্লাহ খুলে দাও তুমি তোমার রহমতের দ্বার
অবুঝ শিশুটিকে করে দাও জীবিত উদ্ধার।

(২৬-১২-২০১৪)

ছবিটি প্রথম আলো পত্রিকা হতে

(রেলওয়ে কলোনীতে সাড়েতিন বছরের জিহাদ সাড়ে পাঁচশ ফুট নিচের কুয়ায় পড়ে গেছে। উদ্ধারকাজ চলছে। দম বন্ধ হয়ে যাওয়ার যোগাড়। শেষ পর্যন্ত জিহাদ বাঁচতে পারেনি তাজে বাঁচতে দেয়া হয়নি। অনভিজ্ঞ ফায়ারসারভিস কির্মীদের জন্য। যারা গুজব বলে বিষ্য়টিকে গুরুত্ব দেয়নি তাদের পদত্যাগ দাবি করছি।)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: মন কথনিকার জন্য লাইক আর শেষ প্যারা জন্য মন্তব্য নি:প্রয়োজন।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

নিলু বলেছেন: কিছু কিছু মিত্তু বড় হৃদয়বিদারক , নিয়তি বড় বিচিত্র

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ধন্যবাদ

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

শাহরীয়ার সুজন বলেছেন: ভালো লাগলো আপনার "মন কথনিকা"

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুব ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.