নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা-৭

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:০৯

প্রার্থনা-হাইকু
============
গুনাহগার
নিতে পারি না আর
গুনার ভার।

বিপদ এলে
স্মরি প্রভুরে, পরে
যাই যে ভুলে।

কত পাপই
করছি অবিরত
চাইছি মাফি।

সম্বলহীন
দিন নিয়ে ব্যস্ত যে
ভুলেছি দীন।

গরল পথে
হেঁটেছি বার বার
উলটো রথে

ভাবিনি কভু
নিয়ে যাবেন মোরে
একদা প্রভু।

রঙীন ধরা
আলোতে শুধু আমি
রয়েছি খাড়া।

মৃত্যুকে ভয়
অথচ জাহান্নামে
নেইতো ভয়।

কত সময়
অপচয়ে মাতাল
হয়ে তন্ময়।

ভুলেছি প্রভু
তোমার রহমত
হেলায় কভু

সময় পার
বেঘোর ঘুমে হায়
ঘন আঁধার

চোখের মাঝে
এ কোন ধাঁধা খেলে
সকাল সাঝে।

কেনো মাবুদ
হেদায়েত দাওনা
বিবেক বোধ…

পরকালের
চিন্তা মনের মাঝে
দাওনা ফের।

ভয়েতে কাঁপি
স্মরণ হলে মৃত্যু
অধম পাপি

আমারে ক্ষমা
করে দাও হে প্রভু
যে পাপ জমা।

সরিয়ে দাও
চোখের রঙ পর্দা
ছায়ায় নাও…

ভুলতে চাই
দুনিয়ার মমতা
রহমে ঠাঁই

চাইছি শুধু
বের হতে একটু
দুনিয়া যাদু..

রহমতের
ছায়াতে আটকাও
ভুল পথের

প্রার্থনা মোর
খুলো রহমতের
একটু দোর।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৪৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: মোদের প্রার্থনা কবুল কর হে দয়াময়।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো আপু । হাইকু ফরমেট টা বেশ লাগে ।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
ভাল থাকুন

৩| ০১ লা জুন, ২০১৫ রাত ৩:৫৫

মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: কৃতদাসের নির্বাণ গানের একটা লাইন মনে পড়ে গেল লেখাটা পড়ে -- "দর্শন পড়িনি বুঝিনা বিজ্ঞান,ধর্ম ভীরু তবু নেই মনে ধ্যান"।
ভালো লাগছে :)

১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.