নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। বন্ধ দেউড়ির খিল- সে-কি লোহার না তামার. স্পর্শ না করতেই দেখো মরিচা পড়ে গেছে খিলে। তেমন মন দেউড়িটা বন্ধই রাখলে, নরম আঙ্গুলের স্পর্শেও দাও না খুলে-ফিরে যাই বারবার আশাহত মন নিয়ে।
২। মেজাজে ঝাল মাখিয়ে মুখিয়ে থাকো কখন আমায় করবে ধরাশায়ী, বলি- মুখে মধু নেই কেনো তোমার, এসো তোমার ঠোঁট সেঁটে দেই মৌ-পোকার বাসায়-শিখে যাবে তখন মধু কথা।
৩। বৃষ্টি ধুয়ে নিয়ে যায় পাতার মলিনতা। কিন্তু চোখের বৃষ্টি তোমার ভিতরবাড়ি পরিশুদ্ধ করতে পারে না, ব্যর্থতার নীল মালা পরে একটি সবুজ দিনের অপেক্ষায়।
৪। জারুল রঙ প্রেম দিয়োনা, এ বেগুনি রশ্মি আর সহ্য নয়-বরং কচুরিপানা প্রেম দাও, তুমি হও কচুরি ডোবা জল আর আমি ভাসতে থাকি তোমার বুকে কচুরিপানা হয়ে।
৫। স্বপ্ন বুক পকেটে নিয়ে ওড়ে যাচ্ছো দৃষ্টির সীমা ছেড়ে। ভেবেছো নীলের ওপ্রান্তে পৌঁছে বিরহে নীল বৃষ্টি হবে-ঝরবে আমার উপর- তার চে গোধূলির রঙ নিয়ে ফিরে এসো-উর্ধ্বমুখি তাকিয়ে।
৬। উপছে পড়া আলোর ভিড়ে ফুলের হাসি, এমন সকাল কার না ভাল লাগে, সকালের প্রান্ত ছুঁয়ে আসি ঘুমকে দিয়ে ছুটি। এমন জ্বলমলে দিন, শুরু হোক ভাল কিছুর প্রত্যাশায়।
৭। রোদ্দুর হও গলে পড় চোখে, পুড়ে যাই এ প্রেম খরায়। তার চেয়ে ঢের হেমন্ত হও, আলতো ছুঁয়ে দাও মুখ চোখের পাতা, স্নিগ্ধ প্রেমের জলে স্নান সেড়ে নিব।
৮। এক মুঠো লাল গোলাপ পাপড়ি, একটু হাসি, ভালবাসার লাল পালক মেঘখাম চিঠিতে পোরে দিয়ো রোদ্দুরের ঠিকানায়-নরম পালক স্পর্শ লেগে থাকুক অধরজুড়ে।
৯। আমি নিশাকর, তুমি স্বচ্ছ জলের দীঘি, তোমার বুকে ছায়া হই মেঘ না ছুঁয়েও ঝরাই প্রেম জোছনার ঝর্ণা। তৃষ্ণার্থ রাতে ঢেলে দেই তোমার চোখে আমি সুখ মদিরা।
১০। গোধূলীরঙ আকাশ ছুঁয়ে,আহা কি মনোলোভা দৃশ্য,অফিস ছুটি দিয়ে এসো দাঁড়াই কোন হরিৎ প্রান্তরে, ঝরে পড়ুক গোধূলীর রঙ বৃষ্টি হয়ে, স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে টেনে নিবো সন্ধ্যার শুদ্ধ হাওয়া।
ৱ
সময়ের অভাবে পোস্ট দিতারি না
অগুছালো পোস্ট দিয়া ভাগলাম ভাল থাকুন সে পর্যন্ত
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তানজিল ভাইয়অ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে লেখা ও ছবি।
শুভেচ্ছা রইল
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আলী ভাই । ভাল থাকুন শুভেচ্ছা রইল আপনার প্রতিও
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
মানুষ রোহিংগাদের কস্টে বেদনাহত, আপনি কিসব প্রেম ম্রেম নিয়ে ব্যস্ত, কার সময় আছে এখন এসব শোনার?
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি পড়বেন। এসব তো আপনাকে গিফট করলাম। আর কেউ পড়ন লাগত না ভাই।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতার খনি
আমাদের আপু মনি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন পাশেই থাকুন
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কাব্যকনা ভালো লাগলো ++++
শুভ কামনা রইল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর
ভাল থাকো
সুন্দর হোক পথচলা
শুভেচ্ছা আর ভালবাসা রইল
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
ওমেরা বলেছেন: খুব সুন্দর তো আপু !
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
অর্ক বলেছেন: বাহ দারুণ! বেশ ভালো লাগলো আপা। শুভকামনা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অর্ক ভাইয়া
শুভেচ্ছা সতত
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: ময়ের অভাবে মন্তব্য করতে পারিনা! অগোছালো মন্তব্য করে ভাগলাম!!!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমার কথা আমাকেই ফেরত হাহাহহা
ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ভাল থাকুন
ব্যস্ততা কমে যাক দোয়া করি
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
জাহিদ অনিক বলেছেন: সবগুলোই সুন্দর ।
ছবি আপার সব ছবিগুলোই সুন্দর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনিক ভাইয়া
ভাল থাকো
সাথেই থাকো
শুভেচ্ছা
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩১
বাক স্বাধীনতা বলেছেন: হবে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কি হবে না কি হবে না
না কি কথা্ও কবে না
কি হবে না কি হবে না?
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
ফয়সাল রকি বলেছেন: এক মুঠো লাল গোলাপ পাপড়ি, একটু হাসি, ভালবাসার লাল পালক মেঘখাম চিঠিতে পোরে দিয়ো রোদ্দুরের ঠিকানায়-নরম পালক স্পর্শ লেগে থাকুক অধরজুড়ে।
+++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১
পলক শাহরিয়ার বলেছেন: ভাল লেগেছে আপু। বৃষ্টি দিনের শুভেচ্ছা। আমাদের বিল্ডিংয়ে (৩০ তলা) বৃষ্টি দেখার আমন্ত্রণ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি শেষ -আরেকটু আগে দা্ওয়াত দিতেন -চা খেতাম গিয়ে। হাহাহা
কয় তলায় বসেন? কোন ডিপার্টমেন্ট।
এইচআরডি-২তে দা্ওয়াত রইল
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সময় নিয়ে লিখেছেন। ভাল থাকুন ব্লগার।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএকদিনে লিখিনি ভাইয়া
তারিখ দেয়া আছে
ধন্যবাদ মন্তব্যের জন্য
ভাল থাকুন
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪
পলক শাহরিয়ার বলেছেন: আপনাদের এইচআর এর নিলুফা ফেরদৌস আপা আছেন এখন আমাদের ডিপার্টমেন্টে। বুঝে নেন। হা হা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বুঝছি কিন্তু উনার সেকশন আর আপনার সেকশন এক না মনে হয়। অফিসিয়াল নামটাও কি শাহরিয়ার ?
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
প্রথমকথা বলেছেন: লেখা ছবি খুব সুন্দর। ভীষণ ভাল লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন অনেক অনেক
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কাব্যগুলো, মুগ্ধকর কথামালা হৃদয় ছুঁয়া।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
শুভেচ্ছা
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
কাশফুল মন (আহমদ) বলেছেন: আমিও অনেক দিন পরে আসলাম,এসেই আপনার লেখাটা পরলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তোমাকে
ভাল থাকো
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছুক্ষণের জন্য মুগ্ধতার জগতে হারিয়ে গিয়েছিলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এইটুকুই আমার পা্ওনা -আমিও মুগ্ধ এমন মন্তব্য পেয়ে
জাজাকাল্লাহ খাইরান।
আমার লেখাগুলো পাঠন নিতান্তই কম। যারা আসেন তাদের মন্তব্যে অনেক অনুপ্রেরণা পাই
ধন্যবাদ আপনাকে
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
সৈয়দ নাসের বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নাসের ভাই
ভাল থাকুন
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার সাজিয়েছেন আপু ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
বর্ষন হোমস বলেছেন:
মোটামোটি সবগুলুই ভাল লেগেছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেকধন্যবাদ
ভাল থাকুন ভাইয়া
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
মোঃ তানজিল আলম বলেছেন: বাহ !!! কাব্যকনা তো।বেশ!!!