নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কতদিন দেখি না তোমায়, কল্পনায়ও আসো না আর
কখনো সখনো মনে হলে ভাবতে বসি,
একদিনই দেখা হয়েছিল কোনো এক রাস্তার বাঁকে,
অনেক না করার পরেও বেঁকে বসেছিলে
আমাকে দেখবেই একটিবার,
অস্বস্তিকর সময়টিতে ছিলাম অস্থির।
তবুও ঢিপ ঢিপ বুকে দাঁড়িয়েছিলাম রাস্তার কিনারে,
আচমকা সামনে এসে দাঁড়ালে
স্নিগ্ধ প্রভাতের মিষ্টি আলোর মতই
এক চিলতে সরল হাসি দিয়ে।
কেনো জানি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম
টলটলে পানির মতই স্বচ্ছ তুমি,তোমার মন।
আমাকে অবাক করে দিয়ে তুমি ছুঁ মেরে
লাঞ্চবাটি'টি নিয়েছিলে তুলে হাতে আর
উঁচু নিচু পথ দেখিয়ে দিয়ে হেঁটেছিলে পথ পাশাপাশি
কর্দমাক্ত পথ চলছিলাম পিছু পিছু তোমার।
তোমার দায়িত্ববোধ আমাকে বিষ্মিত করেছিল।
ছোট্ট রেষ্টুরেন্টে বসে শুনেছিলাম জীবনের গল্প,
তোমার ভালবাসা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর মানুষগুলো,
যাকে হারিয়েছ দুই বছর স্মৃতি নিয়ে ফেরি করছ দু:খের।
ভালবাসা এমনই; স্বান্তনা দিয়েছি আশা দিয়েছি,
সে আসবে ফিরে দেখো তোমার কাছেই অবশেষে,
কফি খেতে খেতে কতটা সময় পেরিয়েছে ঘোর লাগা বেলাটি,
আচ্ছা ভালবাসায় এত কষ্ট কেনো?
ভালবাসলেই কি দু:খের ডালি সাজাতে হয়,
এত আবেগ কেনো ঝরে পড়ে অবেলায়, অবহেলায়
আমিও আজকাল আবেগহীন হতে চাই
আবেগের মূল্য নেই আর এখানে
যান্ত্রিক শহরে আবেগের মূল্য অস্তিত্বহীন।
কিন্তু তোমার সরলতা, বিশ্বাস আর
আশা আকাঙ্খা বাস্তবে রূপ নিয়েছে;
ফিরে এসেছে সে, তোমার ভালবাসার ছায়ায়
আজ আমি ভালবাসায় ফের হয়েছি বিশ্বাসী
ভালবাসার পরীক্ষায় জয়ী তুমি,
ভাবতেই ভেসে উঠে সেই স্নিগ্ধ সরল হাসিমাখা মুখখানি
তোমার সরলতা তোমার ভালবাসা নিয়ে
অন্তহীন পথ চলো আত্মবিশ্বাসে ভর দিয়ে।
-
শুনেছি, বছরখানেক বাদে যে এসেছিল সে চলে গিয়েছিলো
তুমিও অন্যের হাত ধরে জীবনের পথ চলা শুরু করেছো
এবং তোমার কোল জুড়ে ফুটফুটে রাজকন্যা
আহা কি সুখিই না লাগে এবেলা তোমাকে।
দেখেছো-জীবন কেমন কোথায় কাকে নিয়ে যায়
কার হাত ছুঁয়ার কথা কার হাত ছুয়েঁ বেঁচে আছো.
ভুলে গিয়েছো কি প্রথম প্রেম-
যাকে না পেলে তুমি তখন ছিলে অস্তিত্বহীন?
ভুলে যেতে হয়-ভুলগুলো সময়ই অতীত ডহরে ঠেলে ফেলে।
তুমি ভাল থেকো রাজকন্যার মা মমতাময়ীর কাছ ঘেঁষে আর
রাজকন্যার হাত ধরে
সে বড় হোক তোমার মত সহজ সরল এবং স্নিগ্ধ হাসি ঠোটেঁ নিয়ে।
(২৭/০৯/২০১৩)
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকো
শুভেচ্ছা অনেক অনেক
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ, দারুণ এবং দারুণ।
এরকম আরো লিখুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অয়ন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: জীবনের গল্প কখনো কঠিন
যান্ত্রিক শহরে আবেগের মূল্য অস্তিত্বহীন।
চাওয়ার পূর্ণতা হোক
সে বড় হোক তোমার মত সহজ সরল এবং স্নিগ্ধ হাসি ঠোটেঁ নিয়ে।
অনেক অনেক ভাল লাগা জানবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন আজাদ ভাইয়া
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর লেগেছে। এ্ক্কেবারে অসাধারণ!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
মোস্তফা সোহেল বলেছেন: গল্পের ফাঁকে ফাঁকে কবিতা নাকি কবিতার ফাঁকে ফাঁকে গল্প?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতাতেই গল্প
যেটাই ধরেন সেটাই
ধন্যবাদ
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
জাহিদ অনিক বলেছেন: কেনো জানি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম
টলটলে পানির মতই স্বচ্ছ তুমি,তোমার মন। - চমৎকার আপু
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থেকো
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও আজকাল আবেগহীন হতে চাই
আবেগের মূল্য নেই আর এখানে
যান্ত্রিক শহরে আবেগের মূল্য অস্তিত্বহীন।
কবিতা ভালো হয়েছে +++
শুভ কামনা রইলো আপা ।