নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কাব্য-৪

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১



বাড়াবাড়ি করছিলে তো!বসে এবার ঠোঙ্গা ফুলাও
শাস্তি দিলাম তোমায় আমি -নিজের গালে-ই হাত বুলাও।

শুনলে না'যে আমার কথা-উল্টা পাল্টা যত কর্ম
করতে থাকো নিজের মতো-গায়ে লাগাও অস্থির বর্ম,
বললে কথা গায়ে তোমার-লাগে নাতো কথার তাপ'টা
একটি কথা শুনেই বাপু-মারো তুমি ইয়া লাফ'টা।

শাস্তি তোমার মানতে হবে-ফুলাও ফুলাও ঠোঙ্গা ফুলাও
কেমনে দেখি আজকে তুমি-শ্বাসের সাথে কষ্ট কুলাও!

ভালবাসার পরীক্ষা'টা -দিয়ে দিলে যাবে বেঁচে
নইলে তোমায় ধরে আজকে -জামার মত যাবো কেঁচে।
নড়াচড়া পারবে কি আর-থাকলে তুমি আমার হাতে
শক্ত করে ধরে তোমায়-বেঁধে রাখবো বালতির সাথে।

যদি বলো বাসবে ভালো-শুনবে আমার সকল কথা
কভু তুমি আমার মনে-দিবে নাতো একটু ব্যথা।

তবে শুনো ছেড়ে দিবো-দিবো না আর শাস্তি তোমায়
এবার তুমি থাকতে পারো-আমার প্রেমের অথৈ কোমায়।
গেলে না হায় কোনোদিনও-ভালবাসার মর্মকথায়
দু'টি মনতো থাকে বাঁধা-প্রেম নামক এক শক্ত সূতায়।

দাও না হাসি ফেলে ঠোঙ্গা-কাছে তোমার নাও না টেনে
একশত দুই গোলাপ তোড়া-দাও না বাপু হাতে এনে।

এইতো সময় ভালবাসার-বৈশাখী ঝড় মনে উঠাও
প্রেম জোয়ারে ভাসতে তুমি-আমার তরে মন'টা লুটাও।
কাছে টেনে ফিসফিসিয়ে-ঠোঁটে রেখে আলতো হাসি
দাও না বলে ও ডাকাত'নি-তোমায় আমি ভালবাসি।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

নাহিদ০৯ বলেছেন: অসম্ভব সুন্দর, মনে হয় যেন ভেতর থেকে পরিচিত কোন মুখ পড়ে পড়ে শাসাচ্ছে। ভালো লাগলো অনেক অনেক।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন

২| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

Artcell Sabuj বলেছেন: গরম গরম রোমান্টিসিজম!
জোস হয়েছে আপু।
তেজী ভাবটা বেশি জোস।
উমমম

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সবুজ ভাইয়া ভাল থাকুন

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

তারেক ফাহিম বলেছেন: জোর করেও তাহলে আদায় করা যায়

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জোর যার মুল্লুক তার হাহাহাহা

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:


ভাল লাগলো +++


০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: জোড় করে ভালবাসা হয়না।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন ক্ষেত্রে হয় তো। স্বামী স্ত্রীর ভালবাসা হয়
ঝগড়া হয় আবার মিল হয়

আর এখনকার প্রেমিক প্রেমিকাদের হয় না

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসার কাব্য, খুব সুন্দর লাগলো +++

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলো ভাইয়া

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: যদি আমাকে নাম্বার দিতে বলেন আমি দশে সাত দিব।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্টার মার্ক পেয়েছি

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



কবিতার মান-সন্মান বলে তেমন কিছু থাকছে না; ছবিটা কবিতার সাথে খুবই বেমানান লাগছে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখার সাথে মানানসই ই আছে ধন্যবাদ

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল আপু

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপা ভাল থাকুন

১০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে খুব ভালো লাগলো।


সংগ্রহের জায়গায় ছোঠ করে 'ছবি' নামটা লিখতে পারলো না!!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখাগুলো সামু থেকেই ওরা নিয়ে যায়। কতটা হীনমন্যতা চিন্তা করেন। ছোট লোক। এই পোস্ট পড়লে পোস্ট ডিলিটকরবে হা হা

১১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পড়তে গিয়ে ভাবছিলাম এইটাও বুঝি চুরি গেল, কিন্তু না নিচে সংগ্রহ দেখে খুশি হলাম এইবারের মতো এই কবিতাটিও বেচেঁ গেল। কবিতাটি চমৎকার লাগল।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তারপরও দেখেন কপি পেস্ট হলোই হা হা হা, সামু থেকেই হয়

১২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

সংগ্রহ কেন, নাম দিলে ওদের ক্ষতি কিসের !!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা উনি সেলিব্রেটি

প্রায় ৩০০০ ফলোয়ার। সম্মান নষ্ট হবে তো তাই। কমেন্টে বলেছিলাম কমেন্ট মুছে দিয়েছেন হা হা

১৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক চোরাই ধরা পড়ে পোষ্ট ডিলিট করে,লেখকের নামটা দিতে পারেনা!
কতটা বিবেকহীন তাতেই প্রমাণ পাওয়া যায়!!

চোরদের যখন দেখি আমার কবিতাটি ডিলিট করেছে, খুব কষ্ট লাগে তখন।
মানুষ কতটা প্রতিহিংসা মনে পুষে রাখে...!! তাও আবার শিক্ষিত মানুষ...!!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই। ডিলিট করাইয়া ছাড়ি হা হা হা

১৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা দেওয়া কি খুব প্রয়োজন ছিল? আপনার লেখার এই ধরণটা ব্লগের সবাই জানে। আমার মতো অনিয়মিত ব্লগার যেহেতু জানে।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুছে দিছি তো
ধন্যবাদ

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ২:১২

অাসাদুজ্জামান লিটন বলেছেন: দারুন

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
যদি বলো বাসবে ভালো-শুনবে আমার সকল কথা
কভু তুমি আমার মনে-দিবে নাতো একটু ব্যথা।

ভালবাসা ও লেখালেখিতে ব্যথারা থাকবেই ।
এটাই কালের অমোঘ বিধান !!!

শব্দের মাঝে ড্যাসগুলি (-) অসাধারণ ,
এখানে একটু্ ক্লিক করেন ।
তার পরে দেখুন কেন তা অসাধারণ ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া অনেক উপকারী

ভাল থাকুন

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২

নতুন নকিব বলেছেন:



শুভকামনা।
অন্যরকম শাসনে ভিন্ন মাত্রার অনুভব-অনুভূতি! কবিতা মজার।
আলী ভাইর দেয়া যতি চিহ্ন বিষয়ক লিঙ্কটি গুরুত্বপূর্ন। তাকেও অভিনন্দন।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া

আলী ভাইয়াক্ওে অনেক ধন্যবাদ

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

মুখোশ উন্মোচন করে ভালো করেছেন । নাহলে কোনদিন আবার এসে নিজেকে আসল বলে দাবি করতো ! :)

শুভকামনা ।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু দেখুন একেবারে নিজের নাম দিয়ে দিয়েছে একজন। কেনোই বা মন খারাপ হবে না বলুন।

এখন থেকে অনীক ভাইয়ার মত পোস্ট দিবো দেখা যাক কি হয়।

ধন্যবাদ আপি

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

পার্থ তালুকদার বলেছেন: বসে এবার ঠোঙা ফুলাও.

হা হা

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আইজ ফুলাইতে দিয়া আইছি হাহাহাহ

ধন্যবাদ ানেক অনেক

২০| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা চমৎকার হয়েছে

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.