নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
মোবাইলে তোলা ছবি নিয়ে আবারও হাজির হলাম। হাবিজাবি ফটো সব সময়ই তোলা হয় কিন্তু পোস্ট করাতেই গিয়েই ঝামেলা আর এদিকে মোবাইলের মেমোরী লোড হয়ে যায় আবার দেখা যায় ছবিগুলো ডিলিট দিতে ইচ্ছে হয় না। কি আর করা আমার চোখ যেমন মুগ্ধতায় পুড়ে যায় তেমনি আপনাদেরকেও দিকদারী করতে আইলাম........ নেন ছবি দেখেন আর মুগ্ধতায় পুইড়া মরেন গিয়া-আমি কিছু করতে পারব না ......... ছবিগুলো স্যামসাং এ সেভেন দিয়ে তোলা-বর্তমানে মোবাইল খানা নাজুক অবস্থায় আছে sad ডিসপ্লে যায় যায় অবস্থা sad ভাল থাকুন আর দেখতে থাকুন এলোমেলো কিছু ফটো-যা কিনা মোবাইলে তোলা.............
#আমার_প্রেমে_ডুববে_তুমি
স্নিগ্ধতাতে মাখামাখি-গোলাপী রঙ ফুলে
বন্ধ তুমি আসবে কাছে-ফুল রেখেছি তুলে,
সবুজ পাড়ের গোলাপী রঙ-সেই শাড়িটা পড়ে
বসে আছি নদীর কিনার-ধূঁধূ বালুচরে।
মন দেবো না ফুল দেবো কি?ভেবে মরি একা
জেনে নেবো কাছে তোমার-করতে আসলে দেখা।
২। স্নিগ্ধতার পাশ কাটিয়ে হেঁটে যাও-ফিরে দেখোনি একটি স্বচ্ছ জলে ভাসা একটি পাতার উপর ছড়ানো হাজার মুগ্ধতার ফোঁটা। তুমি সম্মুখগামী আর আমি থেমে যাই মুগ্ধতার পাশে-ভাল লাগে আমার ছুঁয়ে দিতে-ভাল লাগার শিহরণগুলো কেবল আমার। পিছু ফিরে তাকিয়ো না আর প্লিজ-তুমি হেঁটে যাও-খানিক বাদে আমি তোমার পথে হাঁটব।
৩। মনে রঙ লাগে-বসন্ত রঙ ফুল দেখেই ভাবি-এই এলো রে বসন্ত-আহা চারিদিকে বাসন্তি রঙ ফুল ফুটন্ত । ফুলে ফুলে মৌপোকাদের লাফালাফি...... এই দেখবে এসো-খুব কাছাকাছি নয়-চলো চার চোখ মুগ্ধ করি বসন্ত ফুলের রঙে।
৪। অর্কিডের পাপড়ি জুড়ে কত মুগ্ধতার রঙ-আমি যেনো দেখি রঙধনু-দেখো সবুজ আকাশটাতে রংধনু ফুল। আচ্ছা রঙধনুর রঙ কি কেবল সাতটি রঙ-না-আমি রঙধনু দেখি হাজার রঙ সমাহারে। তুমি কি ভাবতে পারো-আমরাও একদিন খসে পড়া পাপড়িদের মতো হবো -মিশে যাবো ধূলায়-তবে অহমগুলো ঝেড়ে ফেলো এখনি-কেবল মুগ্ধ হতে শিখো।
৫। মেজেন্ডা নাকি গোলাপী-নাকি মিষ্টি রঙ
সবুজের মাঝে মুচকি হেসে ফুটে থাকে-আহা কি ঢঙ
ঘ্রাণ নেই তাতে কি-ওরা রঙ ছড়ায় হাওয়ায়
ওদের দেখে মুগ্ধ হই আমি বসে দখিন দাওয়ায়।
৬। ঝিলে নয় গো বিলে নয়-শাপলা পুকুর নয় গো কোনো
মন দীঘিতে লাগিয়েছি পদ্মফুল-পদ্ম ফুলের পাপড়ি জুড়ে তোমার নাম-
এই তুমি কি মনে-আমার স্বপ্ন বুনো?
আর কিছু চাইনে বাপু- চাইছি একটা খোলা ছাদ-
শাপলা ফুলের বিল বানাবো-মন মানে না কোনো বাধ।
৭।নজর কেবল ফুলে দাও-অন্যদিকে নয়-দেখো রঙ দেখো-রোদ্দুর আলোয় গোলাপী রঙ আভা। আমায় দিবে বলে ছিঁড়তে যেয়ো না প্লিজ-ওটা ওখানেই থাক-কেবল চলো মুগ্ধ হই।
৮। কত রঙে ভরা এই রঙের দুনিয়া-যা না তোরা শুনিয়া
এত রঙের মাঝে মানুষ-দু:স্বপ্ন যায় বুনিয়া।
৯। জল ছেড়েছুড়ে ঠাঁয় দাঁড়িয়ে গোলাপী রং গায়ে মেখে একঝাঁক মুগ্ধতা, চোখের রোদচশমাটা সরাও দিনি এবার-দেখো চোখ জুড়িয়ে নাও-এমন প্রহর হয়তো আর না-ও পেতে পারো তুমি।
১০। খুব বিরক্ত হয়ে আছো -না? এই ঝেড়ে ফেলো সব ক্লান্তি বিরক্তি সব-এসো কামিনীর পাশে দাঁড়াই-নাক টেনে নেই মাদকতা-আহা ঘ্রাণে মাতাল হতে মন চায় না তোমার? এসো দুজন মিলে ঘ্রাণ নেই- আর মনটারে করি ফুরফুরে। কি আসবে তো?
১১। চোখগুলো যখন ক্লান্ত হবে স্ক্রীণে তাকিয়ে-তখন রিঙটোন বাজিয়ো মুঠোফোনের-আমি তোমার ক্লান্তি মিটিয়ে প্রশান্তি এনে দেব দু'চোখে-সাদার শুভ্রতায় তুমি হারাবে কিছুক্ষণ?
১২। সেই বলেছিলে-বেলীর মালা দিবে খোপায় পরিয়ে-কত বসন্ত এলোগেলো অথচ এখনো পাইনি একটি বেলী ফুল। নি:শ্বাস টেনে একটু বেলীর ঘ্রাণ নিতে চাইছিলাম-ইট পাথরের শহরে আ বেলী খুঁজে পাই না-পারলে নিয়ে এসো-অপেক্ষায়...........
১৩। বৃষ্টির জল শুকিয়ে গেছে-সজীবতা মরে যায় নি। এই দাঁড়াও দেখো কতটা স্নিগ্ধ পাতাগুলো-পাতার ভেলায় ভাসবে খানিকক্ষণ? চলো নেমে পড়ি স্বচ্ছ দীঘির জলে-সাঁতার কাটি আপনমনে।
১৪। মালা বানিয়ে অপেক্ষায় থাকি-তুমি আসো না-রোজ শিউলী ফোটা ভোরে তোমার জন্য শিউলী কুঁড়াই-মৃদু মাতাল ঘ্রাণ-আর আমি হই তোমার প্রেমে মাতাল। তুমি তো দেবেই না অথচ আমি কুঁড়াই তোমার জন্য-নিতে আসো না ফুল-আহা ভুল ভুল সবই ভুল।
১৫। কুয়াশা মাখা প্রভাতের গা ছুঁয়ে শুয়ে আছে ঝরা পড়া মুগ্ধতা। শুভ্রতার প্রলেপ মাখা একটি সকাল আমি তোমাকে দিবো। যদি তুমি নিতে চাও?
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ ইতি
ভাল থেকো
ভালবাসা রইল
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
সত্যি, অসাধারণ সব ক্যাপচার! খুব ভাল লাগল!
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
পার্থ তালুকদার বলেছেন: সুন্দর পোস্ট !!
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পার্থ দা
ভাল থাকুন
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: গুড জব।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপা এত এত ফুল এত কাব্য.... একমাত্র আপনার পোষ্টে সম্ভব।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
গব্বু বলেছেন: জাস্ট অসাম। জীবন্ত ছবি।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ গব্বু ভাই
ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা নিরন্তর
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শাহিন বিন রফিক বলেছেন: ভাল ছবি তুলা কিন্তু এক ধরনের অপরাধ,
কি অপরাধ?
তা আমি কখনও বলচ্ছি না।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিবো। কত ধারায় শাস্তি দিবেন দিয়ে দেন হাহাহা
অনেক ধন্যবাদ-
শুভেচ্ছা সতত ভাল থাকুন সর্বদা
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার নামরে স্বার্থকতা খুঁজে পাওয়া যায়
আপনার দৃষ্টিনন্দন কাজে।
ছবি আপার ছবি
তারই প্রমাণ।
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নুরু ভাইয়া
ভাল থাকুন
অনেক শুভেচ্ছা রইল
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ভাল থাকুন অনেক অনেক
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
শাপলা ফুলের বিল বানাতে হলে গ্রামে যেতে হবে।
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া বড় গামলায়্ও দেখি শাপলার বিল বানানো যায়
দারুন লাগে
নিজের ছাদ হলে আমিও বানাবো একদিন
অনেক ধন্যবাদ
শুভেচ্ছা
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫
আখেনাটেন বলেছেন: সুন্দর।
চার পাঁপড়ি মেলে ধরা পদ্মটাকে খাড়া উপর থেকে তুললে কেমন হতো?
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে এই শাপলার টব টা আমাদের অফিস গেইটে ঢুকতেই
ইচ্ছে করলেই বসে বা দাঁড়িয়ে ফটো তোলা যায় না।
মানুষ তাকায়ে থাকবে-অথবা একটা কিচু বলবে। আর মেয়েদের ছবি তোলা এখনো লজ্জাকর ব্যাপার যেনো আমার কাছে
তা্ও ধীরে ধীরে আগাই গেছি। এখন একটু কম লজ্জা লাগে হাহাহা
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি আপার ছবি এ নতুন কিছু না। তবে এবারের ছবিগুলোও বেশ চমৎকার, ক্যাপশনগুলোতো আপনার গুনেরি বাহার।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৮
সোহানী বলেছেন: আপনার বাগানে সত্যি যেতে হবে.............. অসাধারন ফুলে ও কাব্যে।++++++++++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি.... আমার বাগান না আপি এগুলো স্কুলের বাগান আর ব্যাংক থেকে তুলছি
ভাল থাকুন ভালবাসা নিন
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৭
সৈয়দ ইসলাম বলেছেন:
অসাধারণ ছবিগুলোর প্রতি থাকলো অসাধারণ ভালোলাগা।
ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: তার জন্য থাকুলো আপনার প্রতি অসাধারণ ধন্যবাদ
ভাল থাকুন সাথেই থাকুন
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭
জগতারন বলেছেন:
বেলী ফুল দেখলে মার মনে এক সুচি-সুভ্র সুঘ্রানময় ভাব আসে।
প্রবাসে আমার বেলকনীতে টপ-এ একটি বেলী ফুলের চারা লাগিয়েছিলাম। কিছু দিন পরে দেখি সুন্দর কিছু সাদা সাদা ফুল ফুটেছে। একদিন খুব ভোরে উঠে শীশির ভিজা-সুঘ্রানময় সুভ্র-বেলী ফুল দেখে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করেছিলাম।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাটা সত্য। এর ঘ্রাণও মাতাল করা। মুঠোয় পুরে নাকে নিলে খুব ভাল লাগে
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬
নায়না নাসরিন বলেছেন: অসাধারণ ছবি আপু। ম্যজেন্ডা ফুলটা বেশি সুন্দর ++++্
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন আপা
ভালবাসা রইল
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: মুগ্ধতায় পুইড়া মইরা গেলাম!
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাহলে আরো পুড়ামো
প্রস্তুত থাকিয়েন কইলাম
থন্যবাদ ভুত ভাল থাকুন
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
নূর-ই-হাফসা বলেছেন: দারুন সব ছবি । অসম্ভব সুন্দর ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি ভাল থাকুন
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
জাহিদ অনিক বলেছেন:
মোবাইলে এত সুন্দর ছবি!!
আমি তো অবাক !
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া স্যামসাঙ এ সেভেনে ভালই ছবি আসে কিন্তু নষ্ট হয়ে যাচ্চে ধন্যবাদ
২০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
মলাসইলমুইনা বলেছেন: আহা হা, শিউলি ফুল ভরা গাছের একটা ফটো দিলেন না কেন ? আমাদের লাল পাহারের উপরের ছোট স্কুলটার এক কোনায় আমাদের ক্লাস ওয়ানের চোঁট রুমটার পাশেই চলো একটা শিউলি গাছ | সেই ছোটোবেলায় কোনো বাল্য প্রেম ছিলোনা,মালা গাঁথার ব্যাপার ছিল না কারো জন্য তবুও সকালে আমরা কত যে সেই ফুল কুড়াতাম আর ঘ্রানে বিভোর হতাম | আপনার ফটো দেখে সেই কতদিন আগের স্মৃতি মনে পড়ে গেলো | সাদা কামিনী আর বেলি ফুলগুলিও কত যে আপন লাগলো (আমাদের বাসায় ছিল এই ফুলের গাছগুলো) ! খুব ভালো লাগলো ফটো ব্লগ |
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনের কথা বলছেন। আমাদের বাড়িতে যে গাছ তার তলায় প্রতিদিন ঝুড়ি ভরে শিউলি ফুল এনে কখনো বোটা ছিড়ে মালা বানাতাম আর ড্রেসিং টেবিলে ঝুলিয়ে রাখতাম-মরে যেতো তবু্ও অনেক দিন থাকতো। প্রতিদিনের কাজই ছিল এটা। দারুন সময়গুলো হারিয়ে ফেললাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
২১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
অজানিতা বলেছেন: আপুউ, কামিনীর ছবিটা দেখে সত্যিই সারাদিনের ক্লান্তি অনেকটাই কমে গেলো।
ধন্যবাদ, এত এত মনোমুগ্ধকর ছবি দেয়ার জন্য।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!!
লেখা ছবি সব কিছুতেই ভালোলাগা ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
অনেক ভালবাসা রইল
ভাল থাকুন
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
জাহিদ হাসান বলেছেন: I Like photography
Alexando Do Rosa
Belmopan,Belize
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু জাহিদ ভাই
ভাল থাকুন অনেক অনেক
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
শুভ্রতার চমক লাগানো ১১ আর ১২ ।
ফটো এডিটিং চমৎকার আপনার ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এডিটিং করতে পারি না এখন। ফটোশপ নাই- পোর্টেবল ফটোশপে অপশন নাই
পিকাসাতে কেবল ব্রাইটনেস বাড়াই এই যা
ধন্যবাদ অনেক অনেক
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
শুভ্র_সরকার বলেছেন: আপনার ছবি তোলার হাত দারুণ
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র দা ভাল থাকুন
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
তাশমিন নূর বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে দেখি প্রচুর ছবি-ব্লগ। মন ভালো হয়ে গেল। দারুণ! ছবি দেখতে বরাবরই ভালো লাগে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভাল লাগল মন্তব্য
ভাল থাকুন
ভালবাসা নিন
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
মিঃ সালাউদদীন বলেছেন: ভুলি-নাই, পদ্মার ঢেউ তোলা কাজল বর্ণের তোমার চুলের রং, নিলীমায় দিবানিশি চেয়ে থাকা নক্ষত্রের মত উজ্জল দুটি-চোখ, আর লাল রঙ্গের লিপ-ষ্টিক মাখা দুষ্ট ঠোটের হাসি আনন্দ আর উল্লাস !
ভাল-থাক, সুস্থ-থাক মনিকা এবং যেখানেই থাক সাবধানে থাকবে, ফিরে আসো আগামী অথবা নূতন এক সপ্তাহে উর্ভর ভালোবাসা নিয়ে ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন
২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১
হাসান ৭৮৬ বলেছেন: প্রতিটি ক্যাপশনই দারুণ ছিল।ছবিগুলোও বাস্তব চিত্র মনে হচ্ছিল।ভাল লাগা রইল আপু...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইয়া ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
সামিয়া বলেছেন: অসাধারণ আপু।।