নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মাকে কখনো কষ্ট দিয়ো না........

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯



©কাজী ফাতেমা ছবি

কষ্টের তীব্রতা কী, সে আমি জেনেছি পোয়াতি মায়ের নিকটে থেকে
আহারে কষ্ট, ব্যথায় কুঁকড়ে যেতে যেতে মায়ের হাত পা যায় বেঁকে।
ব্যথার ঝাঁকুনি'তে মা দুলে উঠে, চোখ বেয়ে অশ্রু কপোলে গড়ায়
মা ছাড়া কে আছে এমন ব্যথা সহ্য করে অবলীলায়-ধরায়?

ছটফটানি এমন, মা যেনো ঘুর্নিপাকে ঘোরে বিছানায়
আসছে নতুন প্রাণ উড়ে উড়ে-আসছে সে অদৃশ্য ডানায়।
হাত পা ছুঁড়ে মা ব্যথায় অস্থির,
তখনো দখল নিয়ে আছে অতিথি পেটের ছোট নীড়।

মায়ের গা থেকে টপটপ ঘাম পড়ে বেয়ে,
মা যায় কষ্টের ঘামে নেয়ে।
যে সয় সে বুঝে,তীক্ষ্ণ কষ্টের দলা গলা পাকিয়ে আসে বেরিয়ে
পুরুষ'রা হাসিমুখে ঠাঁয় দাঁড়িয়ে, কষ্টানুভব যায় এড়িয়ে।

যে সন্তানের মুখ দেখার লাগি, মায়েরা জীবন কুরবানে করে না দ্বিধা
একদিন সেই সন্তান মাকে ছেড়ে দূরে যেতে জানায় আলবিদা!
বৃদ্ধাশ্রমের সিঁড়ি বেয়ে কোন মায়ের চোখে মাকড়শা বুনে জাল
সেই মাকে ছেড়ে সন্তান দিন কাটায় উচ্ছ্বাসে-
মায়েরা হারায় জীবনের তাল।

সন্তানের মুখ দেখে যে মা ভুলে যায়-
ঠিক এক্ষুনি তার মাথায় ভেঙ্গে পড়েছিলো ব্যথার পাহাড়-
পাহাড় সরিয়ে সে সন্তান আসে........
সন্তানের মুখ দেখে চুয়ে পড়ে মায়ের মুখে আনন্দের বাহার।

কত যত্নআত্তি, পেটে নিয়ে শত সেলাই আর ছেঁড়া কাঁটা জঠর
বুকে জড়িয়ে মা রাখে তার সন্তান, স্বপ্ন দেখে মা
তার সন্তান হবে ইঞ্জিনিয়ার পাইলট কিংবা ডক্টর।
কত আশা বুকে নিয়ে যে সন্তান হতে থাকে বড়
যে সন্তান পেটে নিয়ে মা কাঁপছিলো ব্যথায় থরথরো.....
সেই সন্তানে যদি দেয় সে মায়েরে অথৈ কষ্ট
তার জীবন হবে না সুখের, নষ্ট জীবন তার, মানুষ সে নষ্ট।
October 17, 2018 at 11:52 PM

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: মা স্বর্গ

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস মা জান্নাত।
ভালো থাকুন

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: মা যোদ্ধা, মা দুর্গা

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) ধন্যবাদ আপনাকে

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন: মা আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মায়ের দুঃখ যারা বুঝেনা, তারা কু সন্তান !

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য। আল্লাহ বিশ্বের সকল মাকে সুস্থ কষ্টমুক্ত রাখুন
জাজাকাল্লাহ খাইরান

৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলা ২য় পত্রের পরীক্ষায় "মা" নিয়ে লেখা প্যারাগ্রাফ?

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ
মুখস্থ করুন, পরীক্ষা নেবো।
ফেইল করলে খবর আছে

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
মা তো মা -ই । মা 'কে নিয়ে লেখাটা পড়ে ভীষণ ভালো লাগলো। মা'কে এত সুন্দর একটি কবিতা লিখেছেন সেজন্য আপনাকেও জানাই অনেক ভালোবাসা ।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা মায়ের মত আপন কেউই হয় না।
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন সুন্দর থাকুন
পাশেই থাকুন

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

বলেছেন: মা 'কে নিয়ে কবিতাটি পড়ে ভীষণ আরাম পেলাম।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
শুভেচ্ছা সতত
ভালো থাকুন

৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

দীপঙ্কর বেরা বলেছেন: সত্যিই তাই।
ভাল লেগেছে।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দীপ দা
ভালো থাকুন

৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
আমিও মাকে নিয়ে একটা কবিতা লিখব।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

মায়ের কবিতার জন্য অপেক্ষায় রইলাম
অবশ্যই লিখবেন কিন্তু

১০| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মা তো মা'ই। মা'কে একটা কবিতায় প্রকাশ করা বেশ কঠিন।

ভালো লেগেছে।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক ভাইয়া

মায়েরা যে কী কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে আনেন সে একটা মায়েই জানেন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১১| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৯

ওমেরা বলেছেন: মায়ের চেয়ে আপন কেহ নাই , যার মা নেই সেই শুধু এটা বুঝে । কবিতা ভালো লেগেছে।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপি।

জাজাকিল্লাহ খাইরান।
আপনাকে অনেক দিন পর দেখলাম
নিয়মিত হোন আমাদের সাথে
ভালো থাকুন
ভালোবাসা আর শুভেচ্ছা রইলো

১২| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭

শেহজাদী১৯ বলেছেন: মাকে মেয়েদের চাইতে কষ্ট দেয় ছেলেরা।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই সত্য । মা বাবার দু:খ মেয়েরাই বেশী বুঝে

আর ছেলেরা বউয়ের দু:খ বেশী বুঝে

ধন্যবাদ শেহজাদী ভালো থাকুন

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: ছবিগুলি অসাধারণ লেগেছে।
একমাত্র ইসলামেই মায়ের এই অবদানের কথা স্মরণ করা হয়েছে বারবার। বলা হয়েছে, মায়ের পায়ের নীচেই সন্তানের বেহেস্ত। একবার নয় পরপর ৩বার এই কথা বলে গেছেন প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নিজের মাকে সন্তুস্ট করতে পারল না সে এই জীবনে কিছুই অর্জন করতে পারল না।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সেই সন্তানদের হেদায়েত দিন যারা মা বাবাকে কষ্ট দেয়

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: 'ছটপটানি', 'যত্নআত্নি', 'জটর' এমনি আরো অনেক বানান ভুল আছে। কবিদের বানান ভুল ভীষন দৃষ্টিকটু। আর যেহেতূ মা'কে নিয়ে লেখা তাই ঠিক করে নেবেন।
আরো কাব্যিক হতে পারতো তবুও স্পর্শি। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভুলগুলো কেনো যেনো চোখেই পড়ে না। অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন

১৫| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংলা ২য় পত্রের পরীক্ষায় "মা" নিয়ে লেখা প্যারাগ্রাফ?
লেখক বলেছেন: হ
মুখস্থ করুন, পরীক্ষা নেবো।
ফেইল করলে খবর আছে


হাসতে হাসতে মাথা খারাপের অবস্থা ........

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: :D :D

হাসি স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া
ভালো থাকুন

১৬| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

জুন বলেছেন: কাজী ফাতেমা আপনার মা নিয়ে লেখা কবিতাটি পড়ে মনটা আবেগাপ্লুত হয়ে উঠলো। হৃদয়ে যেন এক গভীর দাগ কেটে গেলো। মনে পরলো বেশ কয়েক বছর আগে মা নিয়ে আমার একটি লেখা । সময় থাকলে পড়তে পারেন , মনে হয় খারাপ লাগবে না ।
এক মা এর স্মৃতিচারণ

আপনার কবিতায় প্লাস আপু ।
+

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখাটি পড়েছি আপি। চোখে পানি চলে আসলো । এমন ছোট বড় কত ঘটনা ঘটে গেলো বাচ্চাদের বড় করতে করতে। কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে আমি আর তাদের বাবা। আল্লাহ সবার সন্তানদের নেক হায়াত দিন।
জাজাকিল্লাহ খাইরান আপি

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯

নয়ন বিন বাহার বলেছেন: এটা এমন একটা বিষয় যা প্রতিনিয়তই আমরা উপদেশ মুলক শুনি। কিন্তু সত্যিকারভাবে উপলব্দি হয় না। তবে আমি এই উপলব্দিগত পার্থক্য বুঝেছি। আমার সন্তান যখন তার মায়ের জঠরে এল তখন থেকে অদ্যাবদি ফিল করছি মা কি জিনিস।
আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন স্বপরিবারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.