নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
©কাজী ফাতেমা ছবি
=প্রকৃতির গায়ে স্নিগ্ধতার ছায়া=
বৃষ্টি ঝরে গেলেই প্রকৃতির গায়ে যেন স্নিগ্ধতা ঝুলে থাকে,
বৃষ্টি ঝরে গেলেই প্রকৃতি আমায় মন বাড়িয়ে ডাকে,
বলি আলহামদুলিল্লাহ্, আঙ্গুলে তুলে নিয়ে জল বিন্দু,
বুক হয়ে যায় সুখে প্রশস্ত, মুগ্ধতারা চোখে ভর করে এক সিন্ধু।
======================================================
অনেকদিন যাবত ছবি পোস্ট করতে পারছি না ব্যস্ততার কারণ। কত ছবি জমে আছে মোবাইলে পিসিতে । দিন দিন যেন সময় কেবল হাতছাড়াই হয়ে যাচ্ছে। একটা পোস্ট দিতে অনেকটা সময় লাগে। তা না হলে পোস্ট সুন্দর হয় না। কিন্তু সুন্দর আর বুন্দর এসব ভাবার সময়ই আর নাই আমার। এগুলো আগের ছবি পিসি থেকে বের করছি। ভালো লাগলে খুশি হবো ইংশাআল্লাহ।
০২। ©কাজী ফাতেমা ছবি
=একটি মিষ্টি প্রহর দেবে আমায়?=
তোমায় মিষ্টি গোলাপের ঘ্রাণ দেবো, তুমি দেবে সময় অল্প,
এই শোন, মনের খাতায় জমা হয়েছে যে কত গল্প;
দেবে একটি ঝাঁঝা রোদ দুপুর, আমি দেবো মিহি প্রেম,
আরে বাবা! খানিকটা সময়ই তো চেয়েছি, চাইনি রূপা হেম।
০৩। ©কাজী ফাতেমা ছবি
=মনের মুগ্ধতাগুলো ঝরে যায় অবেলায়=
জারুল রঙা স্বপ্ন ছিলো চোখের কোণে,
কত রঙবাহারী স্বপ্ন যেতাম বুকে বোনে,
ইচ্ছেগুলো ছিলো পাপড়ি মেলা জারুল ফুল যেমন,
ইচ্ছের পাপড়ি ঝরে গেলো, মন বেলা অবেলায় রয় উন্মন।
০৪। ©কাজী ফাতেমা ছবি
=শিউলীর মালা ভাসিয়ে দেবো জলে=
তুমি বসো ঘাটে ও মনের মাঝি,
যদি থাকো রাজি,
একশত দুই শিউলীর মালা গেঁথে ভাসাবো জলে,
তুমি আলগোছে নিয়ো তুলে।
বুক পকেটে শিউলীর মালা রেখো ভরে,
নিয়ো যতন, দিয়ো জল, চুপসে যাবে ফুল, নতুবা যাবে ঝরে,
মনদানিতে রেখে দিয়ো, আমি এসে দেবো ভালোবাসার জল
একটু প্রেম চাই, তোমার ভালোবাসা পেতে হয়ে আছি কপিঞ্জল।
০৫। ©কাজী ফাতেমা ছবি
=গোলাপী আভায় ছেয়ে থাকুক সময়=
কখনো ক্লান্তি এসে ধরলে ঘিরে,
আমি খোলা ছাদে ফের যাই ফিরে,
কিছু গোলাপী আভায় চোখ রাখি,
সবুজের স্নিগ্ধতা ছুঁয়ে দিয়ে সুখ গালে মাখি।
০৬। ©কাজী ফাতেমা ছবি
=জারুল রঙা ফুলে সাজিয়েছি মন বাগান=
বুক জমিনে ফলাও ধুতুরা ফুল, বুক আকাশ রাখো কালো মেঘে পূর্ণ,
এই শুনো না, দেখে যাও কত রঙবাহারী সুখ আমার চারপাশে ঘূর্ণ,
আমার বুকের ক্ষেতে ফলিয়েছি জারুল রঙা ফুল, দেখবে এসো,
যদি মন করতে চাও উচ্ছল পরিচ্ছন্ন, খানিকটা সময় বসো।
০৭। ©কাজী ফাতেমা ছবি
=শুভ্র স্বপ্নগুলোও একদা যায় চুপসে=
সন্তান'রা বড় হয়, মা বাবা'র বুড়োবুড়ি
মা বাবারাও একদা সতেজ ছিলেন, বয়স কুড়ি,
শুভ্র স্বপ্নগুলো চোখের পাতায়, কিছু স্বপ্ন ভেঙ্গে পড়ে
কিছু স্বপ্ন হয় পূর্ণ,
মা বাবা'রা তরুণ ছিলেন, নতুন প্রজন্মের মতই
কত দুষ্টুমি হতো ঘূর্ণ।
০৮। ©কাজী ফাতেমা ছবি
=হলাম অভিমানি=
কটু কথার মারলে যে তীর, হলাম অভিমানি,
ভাঙ্গাবে না এ অভিমান জানি বন্ধু জানি,
মান ভাঙ্গালে হয়ে যাবো রাঙাবতি কন্যা,
মনে তোমার দেবো বইয়ে ভালোবাসার বন্যা।
০৯। =আমার ঘ্রাণ মাখানো বেলা=
একটি ঘ্রাণ মাখানো বিকেল দিলাম তোমায় নেবে?
তোমার সময় হতে আমায় এক কণা সময় দেবে?
একটি শুভ্র প্রহর বুক পকেটে দিলাম তোমার তুলে,
ঘ্রাণ মাখানো বেলা তুমি হারাবে সুখে ভুল বেভোলে।
১০। =গোলাপী রঙ প্রহর ছুঁয়ে আছি=
বড্ড প্রিয় আমার নয়নতারা ফুল,
তুমি বুঝো ভুল, ফুল বুঝে না ভুল
বৃষ্টিস্নাত নয়নতারায় স্নিগ্ধতা আছে ছুঁয়ে
আর তোমার মুখে আগুল রাখো রুয়ে।
১১। =ভেজা গোলাপের স্নিগ্ধতা মাখানো প্রহর=
ভালো লাগে গোলাপের পাপড়িতে বৃষ্টির বিন্দু বসে থাকলে,
ভালো লাগে মন ক্যানভাসে আনমনে মুগ্ধতার ছবি আঁকলে,
ভালো লাগে সবুজ পাতায় পাতায় লেগে থাকলে শিশির কণা,
প্রকৃতির রূপ দেখলে মনে যে কী সুখ, কাউকে বলবো না।
১২। =তুই কি আমার হিমু হবি?
তুই কি আমার হিমু হবি, আমি হবো রূপা,
একগুচ্ছ ফুল হলুদ রঙা, দেবো তোকে তোফা;
সাদা রঙের শাড়ী দিবি, চাঁদ দেখবি কী সঙ্গে?
প্রেম শিহরণ জাগাবি কি আমার সারা অঙ্গে।
১৩। =ব্যাঙের ছাতা=
ব্যাঙের ছাতা মাথায় দিয়ে, বৃষ্টির বাড়ী যাবো,
চিড়ে মুড়ি, চাল ভাজা আর খিঁচুড়িও খাবো;
ব্যাঙের ছাতা মাথায় থাকুক, ছেলেবেলার স্মৃতি,
মনের তারে উঠুক বেজে, মিহি সুখের গীতি।
১৪। =সময় যেন বিষ পিঁপড়ে=
আমাদের হিমু সময় চলে গেলো কালের ডহরে,
প্রেম ভালোবাসায় মনের ভিত নড়বড়ে,
আমি রূপা সাজলেও হিমু হতে পারো না তুমি,
চৈত্রের খরা ছুঁয়েছে তোমার মনের জমি।
১৫। =এডিস ছেড়ে দেবো বুক পকেটে=
এই ভালোবাসি বললেই বলে দিয়ো ভালোবাসি,
এই চোখে তাকালেই মুগ্ধতায়, দিয়ো মিহি হাসি,
যদি বাঁকা চোখে তাকাও, ভালো হবে না বলে দিচ্ছি,
বুক পকেটে রেখে দেবো এডিস, শপথ নিচ্ছি!
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
২| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৩
স্প্যানকড বলেছেন: এত সময় কিভাবে পান বলেন তো ? ছবি তোলা, কবিতা লিখা তারপর নিজের অফিস, সংসার ? আপনি কি Wonder Woman ? ভালো থাকবেন সব সময়। ছবিগুলি সুন্দর হইছে।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজের ফাঁকেই সময় করে নেই কষ্ট হয়
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আপনাদের অফিসে লোকজন কাজ করেন?
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজ না করলে অফিস চলে কী করে। না বাইরের লোক এসে করে দিয়ে যায় হুহ
থ্যাংকিউ
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন , সব গুলি ছবিতেই শুধু মুগ্ধতা তবে শিউলি ফুল দুটা বিশেষ কিছু হইছে আর তার জন্য রইলো আপনাকে শুভেচছা সাথে সাথে পোস্টে +++।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি চমৎকার হয়েছে।
সেই সাথে লেখাও।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মরু ভাইয়া । ভালো থাকুন ফি আমানিল্লাহ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: ভালোই হইছে।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !
০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অনেক ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
কাজ তো অবশ্যই করছে , তবে উহা ১৯ কোটী লোকের উন্নত জীবন যাপনের জন্য যথেষ্ট, নাকি নিজেদের বেতন পাবার জন্য যথেষ্ট?
০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজে বেতন পাই এতেই সন্তুষ্ট।
এই দেশে আর মাইনষের চিন্তা কইরা লাভ নাই
যেখানে হা কইরা কথা কওন যায় না
থ্যাংকিউ
৯| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লেখনী! ❤️ +
০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৩
নেওয়াজ আলি বলেছেন: ছোটকালে শীতের দিনে হিন্দু বাড়ির গেন্দা ফুল ছিড়ে নিয়ে আসতাম।
০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আইনা কারে দিতেন? ভাবীর কাছে বিচার দিমু
থ্যাংকিউ সো মাচ
১১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬
রানার ব্লগ বলেছেন: আপনার ছবি তোলার হাত দিনে দিনে পোক্ত হচ্ছে ।
০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ রানা ভাই
ভালো থাকুন
১২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
জ্বী আমি ভালো আছি। আপনিও ভালো থাকুন।
১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আলহামদুলিল্লাহ
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
প্রকৃতির মাঝে নানান ফুলের রূপ-রস মনে বইয়ে দেয় এক প্রশান্তির সুবাতাস।
বৃষ্টি ভেজা সুন্দর ফুলের সাথে মনমাতানো কবিতার সমাহার দেখে ও পাঠে মুগ্ধ ।
আজল ভরে সুন্দর সুন্দর কিছু ফুল কুড়িয়ে আনার জন্য একজন ফুলীকে পাঠালাম ।
এ পোষ্টে থাকা অনুকবিতায় ভেসে আসা জারুল ফুলের কথামালা মনে ধরেছে ।
বনজ জারুল বৃক্ষে ফোটা অসম্ভব সুন্দর বেগুনি রঙের মায়াভরা থোকা
থোকা ফুল দেখতে সকলেরই ভাল লাগে । মনে হয় জারুলের মগ ডালে
বসে আকাশে মেঘ রোদ্দরের সাথে যেন ভাললাগার সখ্যতা গড়া যায় ।
জারুলের নয়নাভিরাম দৃষ্টি নন্দন রঙ ও রূপ যেন বুলিয়ে দেয় ভালবাসার পরশ।
শত ব্যস্ততার মাঝেও জারুল ফুলের কথামালায় ফ্রেম বন্দি সময়
কাটিয়ে সুখানুভূতি প্রাপ্তির যে কাব্যধারা ঝড়িয়েছেন , বলতেই
হয় সে যে এক অসামান্য প্রয়াস ।
বৃষ্টিস্নাত স্নিগ্ধ জারুল ফুলের
শুভেচ্ছা রইল
১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। এমন মন্তব্য পেলে কষ্টের পোস্ট সার্থক হয় ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
জামাটা আসলেই সুন্দর। তবে শুকনাদের জন্য এসব ড্রেস আমি মুটোদের জন্য না
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
ফুলের ছবিটি সংগৃহীত ও আমার ঘরে ফ্রেমে বাধানো
ছবি থেকে তুলে দেয়া হয়েছে ।
১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর জারুল ফুলের ছবি। আপনি খুব শৌখিন মানুষ মাশা্আল্লাহ
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮
মিরোরডডল বলেছেন:
কি সুন্দর তোমার ফুলের ছবিগুলো !
ছবিপু, আলী ভাই যে ব্ল্যাক এন্ড রেড ফ্লোরাল ড্রেসটা দিয়েছে, ওটা আমার মনে ধরেছে ।
১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপি। তুমি স্লিম হলে ইংশাআল্লাহ খুব সুন্দর লাগবে
মুটোদের এই জামা ভালো লাগবে না হয়তো
ভালো থেকো আপু ফি আমানিল্লাহ
১৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল্লাগ্লো।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর লাকছে
১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।