নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
অতঃপর চোখে চোখ রাখতেই সবুজ চায়ের ধোঁয়ায় মুখরিত ক্ষণ;
আবছা আলোয় তুমি যেনো জরাজীর্ণতায় আচ্ছন্ন;
চোখে চোখ রাখা তো হলো.......... আনমনাতে
চলে যাই স্মৃতির পিছনে।
যে চোখে নিকষ আঁধারী কাজল ছোঁয়া, সে তোমার জন্য
সে কাজল গলে কপোল বেয়ে পড়ে সময়ের ঘামে,
আইশ্যাডোর আড়ালে লুকিয়ে আছে এখনো এক টুকরো বিরহ।
যে চোখে তোমার ছিলো না আমায় দেখার তৃষ্ণা
যে চোখে ছিলো না মন বুঝার অনুভূতি
আজ সেই চোখে দেখতে পাই করুণা.... আর
আমায় কাছে পাবার আকূতি শুধু।
অথচ একদিন মধ্যিখানে টেবিল দু'পাশে তুমি আমি
চোখে চোখ রাখতেই চোখ সরিয়ে নিয়ে অবহেলার
মালা পরিয়ে দিয়েছিলে গলায়.....
উঠি উঠি ক্ষণ তোমার, যেনো রাজ্যের কাজ মাথায়।
কত সহস্র ক্ষণ কত অযস্র প্রহর শেষে তুমি আমার সম্মুখ
তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না ছিলাম উন্মুখ;
প্লাস্টিকের টেবিল নেতিয়ে পড়ে ধূলোয় যেনো
তুমি হীন আমার বিরহের ভারে.......
এখনো প্রবল তৃষ্ণা
তোমাকে ছুঁয়ে দেবো বলে।
উল্টোদিকে তোমার মনে কী আছে এখনো দুনোমনা,
কীসের শোক কে জানে, চোখ যেনো গভীর সমুদ্দুর
ডুব দিলেই ফের আমি হারিয়ে যাবো,
ভালোবাসার জলে সাঁতার কাটতে না পারার আক্ষেপ
দৃষ্টি কেনো আজও তোমার আনমনা?
চোখে চোখ, দুজনার মন দুদিকে ভাবনার সমুদ্দুর দিচ্ছে পাড়ি
পাতাবাহারের রঙ ছড়ানো একটি প্রহর
চারিদিকে ঘিরে আছে দুপুর রোদ্দুর, অথচ তোমার নিঃশ্বাসে
পাইনি এখনো প্রেমের উষ্ণতা,
ইচ্ছে খুব বুকের বামে হাত রেখে দেখি
তোমার দেহজুড়ে যে আত্মার চলাচল সে কি অনুভূতির দেয়ালে
আমাকে নিয়েছে আজ বেঁধে?
(৩১/১০/২০১৯)
অট: এই লিখাটি কোন অনুভূতির ফাঁক দিয়া গিয়া লিখছিলাম মনেই নাই
কল্পনা যে কেডা ছিল, নিজেই একলা একলা হাসতাছি হাহাহাহা
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন সব সময়
২| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় আপা।
বিরহের কবিতা মাশায়াল্লাহ হৃদয়গ্রাহী ছিলো।
পড়তে বেশ লাগলো।
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
৩| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০
করুণাধারা বলেছেন: কবিতা বেশ ভালো, কিন্তু ছবি ভালো লাগলো না। আমার ভালো লাগে খালি আপনার নিজের তোলা ছবিগুলো।
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন। ঠিকাছে আমার তোলা ছবিও পোস্ট করব ইংশাআল্লাহ ভালো থাকুন আপু
৪| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় পাঠক আকর্ষণ করবে এমন কোনো উপাদান নেই।
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: তা কী আপনার কবিতায় আছে?
না থাকলে নাই। যে দুইজন মন্তব্য করেছেন তাতেই খুশি। যে দুই লাইক পেয়েছি আলহামদুলিল্লাহ তাতেই আমার চলবে
৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫২
সোহানী বলেছেন: ভালোলাগা ছবি।
০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু জাজাকিল্লাহ খইর
অনেক ভালো থাকবেন ফি আমানিল্লাহ
৬| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: কাকে নিয়ে কবিতাটি লেখা হয়েছিল, কবিতার মান যাচাই এর ক্ষেত্রে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। কবিতায় ভালোবাসা প্রকাশ পেয়েছে, আবেগ প্রকাশ পেয়েছে, ভাষা সাবলীল হয়েছে- একটা কবিতা ভালো হিসেবে গণ্য হবার জন্য এটুকুই যথেষ্ট। + +
০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধেয় ভাইয়া আপনার দেয়া অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন অনেক অনেক। ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি ! তুমি যাকেই কল্পনা করে এই কবিতাখানি লিখ না কেন--জব্বর সুন্দর হয়েছে। অনুভূতিতে ভালবাসার মানুষ সারাক্ষণ জেগে থাক।
শুভকামনা রইলো।