নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মনে কি পড়ে সেই স্মৃতিময় সময়, সেই লাজুক লাজুক দিন,
যেদিন তুমি আমি ভেবেছিলাম এ আমাদের সুদিন,
আহা খয়েরী চা রঙা টিপ কপালে, বউ সাজানো ক্ষণ,
এমন রঙবাহারী আসর,সাজিয়েছি আজ
তোমার মনে জেগে উঠবে স্মৃতির শিহরণ।
কখনো ফিকে রঙ প্রহর চাই নি,
কখনো বিবর্ণ রঙ মেখে বিষণ্ণ হতে চাইনি
যা চেয়েছিলাম তা কি পেয়েছি অথবা পাইনি!
মনের দুয়ারে দাঁড়িয়ে তা জানতেও যাইনি।
চেয়েছি, চোখের তারায় লেপ্টে থাকুন রঙধনু রঙ,
সমস্ত বিষাদ ভুলে হাসিখুশি থেকেছি বরং,
তবুও কী মন অসুখে হয়নি পূর্ণ,
তবুও কী বিষণ্ণ প্রহর হয়নি আমাদের চারিদিকে ঘূর্ণ!
আহা সেই বেনারসী প্রহর, কত স্বপ্ন ছুঁয়েছিলো মন,
নতুন জীবন, নতুন স্বপ্ন পথে হাতে হাত ধরে হয়েছিলো ভ্রমণ;
তুমি যা চেয়েছো পাওনি হয়তো, আমি যা চাই, হয়নি পাওয়া;
এই যে আমি দুধ চা ভালোবাসি আর তোমার র' চা হয় খাওয়া।
এসো স্মরণ করি সুখ মুহুর্তগুলো, মন কেমন ছিলো তখন,
চলো খুঁজি দু'দন্ড সুখ অনুক্ষণ;
পাশে বসো, দেখো চায়ের আসর আজ বেনারসী রঙে,
নতুন করে ফের চলো কাটাই সেই সেই বেলার মত রঙ্গে ঢঙ্গে।
আমি না হয় দুধ চা'ই নেই হাতে, তোমার হাতে থাকুন র' চা
চুমুকে চুমুকে তৃপ্তি, আর ঠোঁটে সুখের গল্প,
হোক আমাদের নতুন করে স্বপ্ন র,চা;
সুখ সময়গুলো হোক না অল্প,
যতটুকু পেয়েছি সেটাই কম কীসে,
অযথাই সময়গুলো না করি পূর্ণ আর
বিষাদে বিষণ্ণতার বিষে।
২২-০৪-২০২১
২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াদ ভাই
ভালো থাকুন
২| ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: অসাধারণ লিখেছেন। আমি আপনার নিকট থেকে অমিল ছন্দে কবিতা প্রত্যাশা করি।
২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
লিখি তো । এখানে পোস্ট করা হয় না আর কী।
ভালো থাকুন
৩| ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: চা তোমার এত প্রিয় আপুনি!!!!!!!!!!
দাঁড়াও তোমার জন্য আমি একটা স্যুগার স্টিক সাজানো লাল নীল লেমন টি নিয়ে আসবো। মানে ছবিতা......
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু লেমন টি পেয়েছি। কাপটা দারুন। কাপটা ধার পেলে ছবি তুলতাম।
থ্যাংকিউ সো মাচ
৪| ২২ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্মৃতি মোহর রোমান্টিক কাব্যিক কবি আপা
ভাল থাকবেন--------
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
৫| ২২ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২১
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৬| ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৮
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় আপা।
সারাদিনের সব ক্লান্তি শেষে সকলে একসাথে চা পান করার অনুভূতিটা সত্যি খুব অসাধারণ।
চায়ের কাপে প্রতিটি চুমুকে থাকে এক একটি গল্প।
আনন্দ কিংবা বেদনার, অভিমানের অথবা ভালোবাসার নয়তো শুধু স্মৃতিচারণের।
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
আসলেই। রমজানে ইফতার নামাজের পর এক কাপ চা খাওয়ার যে অনুভূতি উফ
শরীর চাঙা হয়ে যায় আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
৭| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১২
শায়মা বলেছেন: কাপটা আসলেই সুন্দর কিন্তু। ডাবল লেয়ার......
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথা হতে নিয়েছো। আমি পেলে নেব ইংশাআল্লাহ
৮| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৮
মায়াস্পর্শ বলেছেন: বাহ, কি সুন্দর অনুভূতি।
ভালো লেগেছে আপু।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মায়া জি
ভালো থাকুন সুস্থ থাকুন
৯| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: ইউনিমার্ট থেকে।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন মনে মনে এটাকে খুঁজে বেড়াবো
থ্যাংকিউ
১০| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২১
শায়মা বলেছেন:
এই যে কাপটা।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাপের ভিতরে এটা কী চামচ নাকি?
আপু চায়ে কী মধু দিছো
কালারটা কী সুন্দর।
১১| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৭
করুণাধারা বলেছেন: চন্দ্রমল্লিকার মাঝে একটা কাপ কেন!! একটা দুধ চা আর একটা রং চা থাকবে না!!!
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক কাপ চা কেবল আমার জন্য তৈরী করেছিলাম। ঝটফট ছবিও তুলেছিলাম আপু
বাসায় আসলে এক সঙে চা্ খাওয়া হয় না।
দুধ চা আর রং চ া থাকলে আসরটা সুন্দর দেখাতো।
জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন
১২| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: লেখক বলেছেন: কাপের ভিতরে এটা কী চামচ নাকি?
আপু চায়ে কী মধু দিছো
কালারটা কী সুন্দর।
এতক্ষনে কেউ জিগাসা করলো এটা চামচ নাকি অন্য কিছু!!!
কত্ত রং ঢং করে স্যুগারস্টিক দিয়ে কাপটা সাজালাম। কেউ পাত্তাই দিলো না এই শো অফটাকে!!
হ্যাঁ চায়ে মধু আর লেবু আর অল্প একটু চা অল্প জ্বালে......
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আগেই খেয়াল করেছি। তোমার প্রতিটি কাজ সৃজনশীলতার নির্দশন। বলতেই ভুলে গেছিলাম।
সুগারস্টিক দিয়ে চিনি নেয়া যাবে না চিনির পাত্র হতে। চামচ তো লাগবেই। নাড়াচাড়ার জন্য ইউজ করা যাবে। তবে জিনিসটা সুন্দর
১৩| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: শুনো এটা স্টাইলিশ ডেকোরেটিভ স্যুগারস্টিক। যেটা নানা ফ্লেভার ও কালারে পাওয়া যায়। এটা চুবিয়ে দিলে এক্সট্রা স্যুগার মনে হয় লাগবে না যতখানি প্রয়োজন তারপর উঠিয়ে নিলেই হবে।
এই জিনিস কিন্তুক বাংলাদেশে নাইক্কা। এমনকি ইউনিমার্টেও নেই। আমি অস্ট্রেলিয়া থেকে এনেছি। তবে তার আগে দেখেছিলাম আর চিনেছিলাম এক বড়লোক প্রতিবেশীর বাসায় যে কিনা প্রাক্তন একজন প্রেসিডেন্টের বিয়াই।
তারপর আর পাইনা পাইনা।
৪টা স্টিক এনেছি চার কালারের। ১০ ডলার দিয়ে!
নাম দাম পরিচয়সব বলে দিলাম।
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাশ এ দে লংকা কান্ড । আমি তো এটা সাধারণ ভেবেছিল এত দেখি অসাধারণ এক চিজ
শখের তোলা আশি টাকা সেটা প্রমাণ করলে আর কী।
মানুষের কত বুদ্ধি। কত সব জিনিস বানায়। এত কিছু মানুষ তৈরী করতে পারে যা অনেকের ধারণার বাইরে
ধন্যবাদ আপু নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য
১৪| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৯
শায়মা বলেছেন: Click This Link
আসল নাম ক্রিসটাল স্যুগার ক্যান্ডি স্টিক!
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। তবে ইরর দেখাচ্ছে কেন জানি
১৫| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২২
শায়মা বলেছেন:
আগেরটা আসেনি তাই স্ক্রিন শট দিলাম।
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন জিনিস দেখিয়েছো। সুগারস্টিকের সাথে নতুন পরিচিত হলাম।
থ্যাংকিউ সো মাচ
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ