| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
  
এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।
বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে খুঁজেছি তোমায়
ব্যস্ততার ভান ধরে তুমি আসোনি কাছে
আমি নিজেকে নিয়েই ব্যস্ত আজ!
আগে তোমাকে দেখতাম, আলো ফোঁটা ভোরে,
এখন পাখপাখালির কলকাকলিতে মন ডুবাই
ডালের ফাঁক গলে আলো এসে স্বস্তি দিয়ে যায়
তোমার প্রেম ছেড়ে প্রকৃতির প্রেমে হই পাগল।
অপেক্ষার কষ্টতে ক্রোধের আগুন ঢেলে দিয়েছি
পুড়ে খাক হোক অপেক্ষা, যে যার মত থাকি,
পাশাপাশি অথচ সমুদ্দুরের অইপাড়ে মন
কারো জন্য খোলা রাখি না আর মনের আগল।
তোমাকে ছুঁয়েছি তবে মন ছুঁতে পারিনি
হয়তো তোমার বেলায়ও তাই, মন ছুঁতে পারো নি
কিভাবে যে ছিটকে গেলাম দু'জন দূরে
মুখ ফিরিয়ে দাঁড়াই তুমি আমি রোজ ভোরে।
ঠোঁটের কথাগুলো নিমেষেই ফুরিয়ে গেলো
জীবন যেখানে যেমন, তেমনই কেটে যায়
কিছুই বলার নেই আর- অপেক্ষা ফুরিয়ে যাবার
না হয় থেকে যাই, ম্যাড়ম্যাড়ে নিরস জীবনের ঘোরে।
(২৩-০৪-২০১৭)
 
২৪ শে এপ্রিল, ২০২৪  সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট দেব ইংশআল্লাহ। অনেক আছে । আগে লিখেছি ভাইয়া
আপনার কবিতাটাও সুন্দর হয়েছে খুব
জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন
২| 
২৩ শে এপ্রিল, ২০২৪  বিকাল ৪:৫৯
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর হয়েছে আপু।
 
২৪ শে এপ্রিল, ২০২৪  সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মায়া
ভালো থাকুন অনেক অনেক
৩| 
২৩ শে এপ্রিল, ২০২৪  বিকাল ৫:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন আপুনি। ভাললাগা রেখে গেলাম কবিতায় --
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থেকো
৪| 
২৩ শে এপ্রিল, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল ব্যস্ত সবাই যে যার মত।
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি সোহেল ভাইয়া 
আপনিও ব্যস্ত আগের মত আর লিখা পোস্ট করেন না
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৫| 
২৩ শে এপ্রিল, ২০২৪  রাত ৯:১৮
জিনাত নাজিয়া বলেছেন: খুব ভালো লেগেছে আপু। তোমাকে ধন্যবাদ।
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জিনাত আপু
ভালো থাকুন
৬| 
২৪ শে এপ্রিল, ২০২৪  রাত ২:৪০
ডঃ এম এ আলী বলেছেন: 
নিরস জীবনের প্রতিচ্ছবি হতে হবে কেন ? হয়ে যান আনন্দ উৎসবের প্রতিচ্ছবি । 
সকালবেলায় অন্ধকার ছিন্ন করে  আলোক যেমনি ফুটে বের হয় , 
অমনি বনে-বনে পাখিদের উৎসব পড়ে  যায়। সে-উৎসব কিসের উৎসব?
 কেন এই সমস্ত বিহঙ্গের দল নাচিয়া-কুঁদিয়া গান গেয়ে এমন অস্থির হয়ে উঠে?
 তার কারণ এই, প্রতিদিন প্রভাতে আলোকের স্পর্শে পাখিরা নূতন করে নীজের
 প্রাণশক্তি অনুভব করে। দেখবার শক্তি, উড়বার শক্তি, খাদ্যসন্ধান করবার শক্তি
 তাদের মধ্যে জাগ্রত হয়ে তাদেরকে গৌরবান্বিত করে তোলে,আলোকে উদ্ভাসিত
 এই বিচিত্র বিশ্বের মধ্যে সে আপনার প্রাণবান গতিবান চেতনাবান পক্ষিজন্ম 
সম্পূর্ণভাবে উপলব্ধি করে অন্তরের আনন্দকে সংগীতের উৎসে উৎসারিত করিয়া দেয়।
 আথচ আমরা আমাদের সরস  আনন্দগুলিকে  প্রতিদিন সংকীর্ণ করে  তুলতেছি।
এখন আমাদের হৃদয় সংকুচিত, আমাদের দ্বার রুদ্ধ। আজ আমরা কাছের প্রিয়জনদেরকে
 দূর করে নিজেকে বিচ্ছিন্ন করে , বিধাতাকে ছেড়ে বাধাহীন পবিত্র প্রকাশ হতে বঞ্চিত করে
 শুধু নিজেকে বড় করে তুলার কথা ভেবে নীজের জীবনকে  ক্রমেই নিরস করেই চলেছি । 
 
তা্ই নিরস জীবনকে সরস করে তোলার জন্য বলতে হবে হে বিধাতা  দূর করো এই সমস্ত
নিরস জীবনের প্রতিচ্ছবি, আবরণ আচ্ছাদন, দুর কর  সমস্ত ক্ষুদ্র দম্ভ, সমস্ত মিথ্যা কোলাহল, 
দুর কর  সমস্ত অপবিত্র আয়োজন, মনুষ্যত্বের সেই অভ্রভেদি চূড়াবিশিষ্ট নিরা ভরণ নিস্তব্ধ
 রাজ নিকেতনের চুড়ায়  আমাকে দাঁড়-করায়ে  দাও। সেখানে, সেই কঠিন ক্ষেত্রে, সেই রিক্ত 
নির্জনতার মধ্যে, সেই বহুযুগের অনিমেষ দৃষ্টিপাতের সম্মুখে  দীক্ষা  দাও বিধাতা  প্রভু।
 জগতের সকলকে  ভালবাসার তরে 
 নীজহাতে মোর  হস্তে  দাও তুলে
 তোমার অমোঘ  যতসব শরগুলি,
তোমার অক্ষয় তূণ, মন্ত্রে দীক্ষা দেও
করো মোরে সম্মানিত এই নারীর বেশে,
দুরূহ কর্তব্য ভারে, দুঃসহ কঠোর
বেদনায়। পরাইয়া দাও অঙ্গে মোর
ক্ষতচিহ্ন-অলংকার। ধন্য করো মোরে
সফল চেষ্টায় আর বাধা জয়ের প্রয়াসে।।
আপনার কবিতা সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা  রইল 
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মেয়েদের অনেক কিছু ইচ্ছে মাফিক করা যায় না। মেয়েদের জীবনের পরিধি বেশ ছোট। অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মানিয়ে মেনে নিয়ে সংসার জীবনে চলতে হয়। মনের মিল না হলে সেখানে সারা জীবনেও সুখ পাওয়া যাবে না। 
এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভাইয়া
আল্লহ আপনাকে সুস্থতা দিন সুস্থ রাখুন
নিরাপদ রাখুন ফি আমানিল্লাহ
৭| 
২৪ শে এপ্রিল, ২০২৪  সকাল ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব মিলিয়ে কবিতাটি যথেষ্ট সুন্দর।
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চিন্তা ভাই
ভালো থাকুন
৮| 
২৪ শে এপ্রিল, ২০২৪  সকাল ৯:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই ব্যস্ত। সুন্দর+++
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যস্ত তবে এমন একটা সময় সবাই বিশ্রিভাবে ব্যস্ত। ব্যস্ততা না তবুও ব্যস্ত, নেট, সিরিয়াল মানুষ নিজের মাঝেই কেবল ব্যস্ত
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৯| 
২৪ শে এপ্রিল, ২০২৪  সকাল ১১:৫৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: এক নিঃশ্বাসে পড়লাম । জীবনমূখী বাস্তবতার কবিতা পড়তে ভালো লাগে, বেশ ভালো লাগল । কবির জন্য অনেক অনেক শুভকামনা ।
 
২৪ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লহ খইর ভাইয়া
ভালো থাকুন
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৪  বিকাল ৪:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার অন্তমিল বিহীন কবিতা কেমন হতে পারে সেইটা ভাবছি।
সুখের কুমারী
আকাশে পূর্ণিমা চাঁদের একটি টিপ
জোছনা শাড়ীতে প্রকৃতি সুন্দরীর
আঁচল ধরে টানে বাতাসের মেয়ে
মনের মেঘ কেটে শান্তিরা আসে।
আত্মার অনুভবে সুখের কুমারী
বালিকারা দল বেঁধে খেলা করে
ফুলেরা তাদের গায়ে সুঘ্রাণ ছড়িয়ে
তাদের মুখশ্রী অনুপমা করে তোলে।
তৃপ্তি তারণ্যের জলকেলির উচ্ছাসে
প্রতিটি ফোটায় ফোটায় আনন্দ
সময়ের অপ্সরার নুপুরের নিক্কনে
বিচরণ করে চঞ্চলা হরিণী হয়ে।
# প্রিয় কবি অন্তমিল বিহীন একটা কবিতা লেখার অনুরোধ করছি।