নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলি, আমারও সময় হবে যাবার
কি করে চলে যায় মানুষ হুটহাট, না বলে কয়ে,
মৃত্যু কী খুব কাছে নয়, অথবা খুব দূরে!
দূরে তবু ধরে নেই কাছে খুব,
ভিতর বাড়ি তুমুল ভয়ের তুফান লন্ডভন্ড করে নিমেষে,
কী যে এক তীক্ষ্ণ ব্যথা শিরদাঁড়া বেয়ে নেমে যায় পায়ে
নিথর পা আমার
চলৎশক্তি হারিয়ে ডুব দেই চিন্তায়
কূল কিনারা মেলে না তবু।
কবরের আযাব, মাটি চাপা মানুষ
বন্ধ নিঃশ্বাস, কী করে থেকে যাব একা
নিস্তব্ধ ভয়ংকরপুরী, ঘুরঘুট্টি অন্ধকার ঘরে।
বাতি নেভা ঘর আমার
চাই কেবল রব উঠুক মুহুর্মুহু
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
সে সুর অনরণন ঘুম পাড়ানি গান
আমি ঘুমিয়ে থাকব অনন্তকাল ধরে একলা একাকি।
খানিক বাদে ফিরে আসি বাস্তব মোহঘরে,
হেসে খেলে রঙ্গ রসে বেখেয়ালী আমি...
দুনিয়ার কর্ম যজ্ঞে ডুব দেই, মৃত্যু ভয় পালায়।
হায় দুনিয়া ভয় কাটিয়ে দিস মুহূর্তে,
আমি লেগে পড়ি সংসার সাজানো, রান্নাবাটি কাজে,
রসনার আস্বাদ জিভে ছোঁয়াই
তৃপ্তির ঢেঁকুর গিলে স্বপ্নময় সুখে আরামে
শোই নরম বিছানায়, নরম বালিশে মাথা গুঁজে;
এইতো জীবন, এইতো সুখে বেঁচে থাকা।
(২৯-০৪-২০১৮)
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর মুসা ভাইয়া
ভালো থাকুন
২| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৩
এম ডি মুসা বলেছেন: আমি লাইনে থাকলে সবার লেখা পড়তে চেষ্টা করি
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও পড়তে চেষ্টা করি
ধন্যবাদ আপনাকে
৩| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৪
মায়াস্পর্শ বলেছেন: ভয়ংকর সুন্দর। অসাধারণ লিখেছেন আপু।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন মায়া
ফি আমানিল্লাহ
৪| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপা ! সুন্দর কবিতা লিখেছেন। আমরা তো আসলে পর জগতের চিন্তর করি না-শুধুমাত্র দুনিয়ার চিন্তা নিয়ে পড়ে থাকি।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
আল্লাহ আমাদের হিদায়েত দেন আরও
তাঁর ইবাদত করার তৌফিক দান করুন
৫| ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২০
করুণাধারা বলেছেন: সুন্দর ভাবনার প্রকাশ। এবং দীর্ঘ শ্বাস। মৃত্যুর কথা বারবার ভুলে যাই।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মৃত্যুর কথা সব সময় ভাবলে হয়তো জীবন চলার পথ কঠিন হয়ে যেত। আল্লাহ আমাদের ভুলিয়ে দেন কিছুক্ষণের জন্য
জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন অনেক অনেক
৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৪
শায়মা বলেছেন: বেঁচে থাকাটাই দারুন ব্যাপার!!!
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকো সবাইকে নিয়ে
৭| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: একশতে একশ
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
৮| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১১
সাইফুলসাইফসাই বলেছেন: দীর্ঘসময় হারিয়ে আর কতটুকু বাকি
হঠাৎ যাবো চলে, চিন্তায় থাকি!
অর্জন হলো না, বিফলে সব
মাফ কর ত্রুটি, সর্বশক্তিমান রব।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন। অনুতাপে পুড়লে মহান রব ক্ষমা করে দেবেন নিশ্চয়
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
৯| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৯
সাইফুলসাইফসাই বলেছেন: সূর্য উঠে
সাইফুল ইসলাম সাঈফ
দীর্ঘসময় হারিয়ে আর কতটুকু বাকি
হঠাৎ যাবো চলে, চিন্তায় থাকি!
অর্জন হলো না, বিফলে সব
মাফ কর ত্রুটি, সর্বশক্তিমান রব।
জাহান্নামে চলে যাই আমি যদি
দীর্ঘশ্বাস ছেড়ে ভয়ে ভয়ে কাঁদি!
সহজ সরল পথে, চাই, চলি
এত কঠিন কেন? ফুটে কলি।
সূর্য উঠে, আমি ঘুমে থাকি
আমার আর দিন কয়দিন বাকি।
সুবাসিত করে জগত, ফুলগুলা রোজ
প্রশংসা করি প্রভু, করি খোঁজ।
দুখে হয়ে যাই হতাশ, নিরাশ
সুখে হাসি, খুশি হই একরাশ
জান্নাত আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন
তবেও কেন হই যাচ্ছি বিপন্ন।
সাদাসিধা কর জীবন আমার মধ্যপন্থা
খারাপ যাচ্ছে দিন, খারাপ অবস্থা।
তুমি প্রশংসিত, নিখিল জাহানের প্রতিপালক
হৃদয়ে দাও আলো, আলেকিত কর, আলোক।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৪.২০২৪
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মহান আল্লাহ আমাদের মাফ করে দেবেন ইংশাআল্লহ
খুব সুন্দর হইছে প্রার্থনা কবিতা। আলাদা পোস্ট দিয়ে রাখেন ।
জাজাকাল্লহ খইর
ভালো থাকুন
১০| ০১ লা মে, ২০২৪ রাত ১২:২০
এম ডি মুসা বলেছেন: উন্নত সভ্যতা থেকে দিতেছে ভাসন,
সকলে রয়েছি সেই আদিম খেলায়,
মৃত্যুর আদিম খেলা অনন্ত আসন
উন্নত হলো কোথায়? এই অবেলায়।
তবুও মানুষ ভাবে, পৌঁছে গেছে শীর্ষে
মৃত্যুর সাধ পারেনি কেউ রুখে দিতে
কত আবিষ্কার হলো অসম্ভব থেকে
পারেনি আদিম খেলা মৃত্যু বাদ দিতে...
- দুই লাইন লিখে গেলাম
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে মুসা ভাই
কবিতাটি পোস্ট দিয়েন সরাসরি
জাজাকাল্লাহ খইর ভালো থাকুন সবাইকে নিয়ে
১১| ০১ লা মে, ২০২৪ রাত ৩:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
জীবনেরে কে রুখতে পারে,
আকাশের প্রতিটি তারা
মিটি মিটি চোখে তাকিয়ে
প্রতি দিনই ডাকছে তারে।
মৃত্যু অজ্ঞাত নয় মোর কাছে
করুনার সময় ভেনটিলেসনে
কাটিয়ে খুব কাছেই গিয়েছি তার
মৃত্যুর ভিতর দিয়ে ফিরে আসা
সকলের ভাগ্যে ঘটে না ,তবে যার ঘটে
তার নীজ অহমিকার বিনাশ ঘটায় ।
তাই আজি তার তরে
ক্ষণে ক্ষণে যদিও
শিহরিয়া কাঁপতেছি ডরে
তারপরেও মৃত্যুকে ভালোবাসি
বলে হয়েছে প্রত্যয়।
মৃত্যুরে আমি ভালো
বাসিব নিশ্চয়, কারণ
আল্লাহর কাছে প্রত্যাবর্তন
হতে পারে যে কোন ক্ষনেই ।
তাই জীবনের প্রতিটি
মাধুর্যমণ্ডিত মুহূর্তকেই
পরম মমতায় মৃত্যুর
অনিবার্য শুণ্যতা অনুভবি ।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর মাশাআল্লহ
আপনার করোনা হয়েছিল। আল্লাহ হিফাজত রেখেছেন আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খইর
কবিতাটি আলাদা পোস্ট দিলে ভালো লাগতো
ভালো থাকুন
১২| ০১ লা মে, ২০২৪ সকাল ৭:০৪
সুনীল সমুদ্র বলেছেন: জীবনের উৎফুল্লতা, আনন্দ আর প্রবল প্রাচুর্যের মাঝেও একটি চিরন্তন শাশ্বত পরিশেষ হচ্ছে 'মৃত্যু' ।
একে অস্বীকার করার কোন উপায় নেই। সেই ভাবনা থেকে রচিত কবিতাটি ভালো লাগলো। মৃত্যু ভাবনা মাঝে মাঝে আমাদের জীবনকে পরিশীলিত ও অন্তহীন-অশেষ প্রাপ্তির মোহ থেকে দূরে রাখে। ... এটাকে স্মরণ রেখে পথ চলতে পারা জীবনের প্রত্যাশিত ভালো ভাবনাগুলোকে উজ্জীবিত রাখতে সাহায্য করে।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অমোঘ সত্য মৃত্যু এর থেকে কেউ পরিত্রান পায়নি পাবেও না। তবুৃও আমরা স্বার্থের খেলায় মোহ নিয়ে বেঁচে থাকি। ভুলে যাই মৃত্যুর কথা। মৃত্যুর কথা স্মরণ হয় বলেই অনেক কিছু মন্দ হতে ফিরে আসতে পারি আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ সুনীল ভালো থাকুন অনেক অনেক
১৩| ০১ লা মে, ২০২৪ বিকাল ৫:২৮
সামরিন হক বলেছেন: গত বছর রমজানে বাবা আমাদের ছেড়ে চলে যাবার পর থেকে যে বিষয়টা আমার শ্বাস রুদ্ধ করে দিচ্ছে তা হলো মাটি চাপা।
কবিতাটা ভালো লাগলো।
শুভেচ্ছা ।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এভাবে সবাইকে যেতে হবে। আল্লাহ আপনার বাবাকে জান্নাতে ঠাঁই দিন
জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন সব সময়
১৪| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু অতি সন্নিকটে কবর জীবন হাতছানি দিয়ে ডাকে কখন যে চলে আসে কেউ জানে না।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কার যে কখন মৃত্যু আসে আমরা কেউ জানি না। এজন্য প্রস্তত থাকতে হবে কিন্তু আমরা ভুলে যাই বার বার মৃত্যুর কথা
ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন
১৫| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: আমার মৃত্যুর পরোয়ানা আমার মাথায় বসে আছে, শুধু হুকুমের অপেক্ষায়
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবারই একই অবস্থা। আল্লাহ সবাইকে নেক হায়াতে বাঁচিয়ে রাখুন, সুস্থ ও নিরাপদ রাখুন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সব সময়
১৬| ০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৮
রানার ব্লগ বলেছেন: মৃত্যু আছে বলেই জীবনের স্বাদ এতো মধুর ।
০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই
ধন্যবাদ রানা
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১২
এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর কবিতা আপা আপনার।