নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।


=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে আসলাম। কত জায়গা হতে তুলেছি এই আকাশের ছবিগুলো তার হিসাব নেই। এত এত আকাশের ছবি জমা আছে। এক এক করে দিতে পারলে ভালো লাগতো। ইদানিং সব কিছুই কঠিন হয়ে যাচ্ছে। পোস্ট দিতে কষ্ট হয়। নেট স্লো । সব মিলিয়ে আগের মত ঝটফট কিছুই পোস্ট দিতে পারি না। একটা পোস্ট দিতে অন্তত দুই তিন ঘন্টা লেগে যায়। আশাকরি ছবিগুলো ভালো লাগবে।

০২। =দূর করে দাও সব ভ্রান্তি এ মাবুদ=
সকল ক্লান্তি ভুলে কখনো কী পালাতে পারবো
কখনো কী মুক্তি পাবো বন্দিত্বের বেড়াজার হতে;
কবে বসবো সবুজ ঘাসে, দেখবো সীমান্তজুড়ে সবুজ
আর উঁকি দিলেই আকাশের মেঘ ছুঁয়ে যাবে মন।



০৩। =চাঁদের প্রহর=
সব আনন্দ চুরি করে, হাসছে রূপার আলো,
চাঁদের হাসি দেখলে আহা মন হয়ে যায় ভালো;
আসুক দু:খ আসুক কষ্ট, চাঁদ নিয়ে যায় দূরে,
মনের তারে বাজে বাঁশি মোহনিয়া সুরে।



০৪। =মেঘের পরতে পরতে যেন শুদ্ধতা আঁকা=
সব ভুলে যাই, সব মুছে ফেলি, যত ক্লান্তি থাকে মন ছুঁয়ে,
জোরে নি:শ্বাস টেনে আমি মন আকাশে শুভ্র মেঘ রাখি রুয়ে;
অচেনা পৃথিবী আমার চেনা হয়ে যায় যখন আকাশ দেখি,
বৃক্ষ তরু পাতায় পাতায় মেঘের ফুল আছে ফুটে একি!



০৫। =তবুও ইচ্ছে জাগে মনে=
সুখের পায়রা এসে বসেনি মনের মাচায়,
চোখ বন্ধ করলেই দেখি আশার পায়রার উড়োউড়ি,
পায়রাগুলো বন্দি হয়ে রইলো কোন্ খাঁচায়;
কই আকাশ ছুঁয়ে উড়ে না ডানা মেলা ঘুড়ি!



০৬। =এসো আকাশ দেখি=
মধ্যদুপুর ঠিক যখন,
এসো যেখানে লিলুয়া বাতাস যায় বয়ে
যখন তোমার আলসেমী ক্ষণ;
এসো, যেখানে বসলেই আলগোছে বেলা যায় ক্ষয়ে!



০৭। = আকাশ ভালোবাসি......=
শুভ্র টগর আকাশ পানে, মেলে দিলো ডানা,
হাওয়ার তোড়ে উড়বে টগর মানবে না আর মানা,
শুভ্র টগর ফুলটা যেন মেঘ'রা আছে ছুঁয়ে,
আকাশটা আজ রোদ্দুর নিয়ে ধুলোয় আছে নুয়ে।



০৮। =নিয়ো টেনে তোমার ইবাদতের পথে=
কত নেয়ামত ছড়ানো এই ধরিত্রির বুকে,
কৃতজ্ঞতায় নুয়ে পড়ে বলি ও মাবুদ করি তোমার শোকর গুজার,
কত রহমত এই আকাশজুড়ে, আকাশ মর্ত্যে আছে ঝুঁকে,
তিনি দিয়েছেন তার দয়ায় বান্দার জন্য যত রহমত করে উজার।



০৯। =আকা‌শও কাঁদ‌ছে দেখ বন্ধু=
মন আকা‌শে কা‌‌লো মে‌ঘের ঘনঘটা, ‌চোখ জু‌ড়ে শো‌কের উত্তাপ
আকাশ আয়নায় কোন সে দু:খ ছ‌বি আছে ঝু‌লে,
বা‌ড়ে বা‌ড়ে বা‌ড়ে ....... ম‌নে কষ্ট সন্তাপ,
ক'ফোটা জল রে‌খে‌ছি আজ চো‌খে তু‌লে।



১০। =প্রভু ক্ষমা করে দিয়ো=
গোধূলীর রঙ মাখি মনে, একটি সন্ধ্যা বেলা,
আনমনা মন ভাসাই মেঘে, রক্ত মেঘের ভেলা;
উড়ে পাখি ডানা মেলে, মেঘ ছুঁয়ে ঐ নীলে,
একটি বিকেল মিহি হাওয়ায় শান্তি মিলে দিলে।




নীল আকাশের প্রান্ত ছুঁয়ে (আকাশ ভালোবেসে)-১
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৩৪

লেখার খাতা বলেছেন: ছবি তুলার হাত ভালো।

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লেখার খাতা
ভালো থাকুন

২| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৪১

অধীতি বলেছেন: নেটের জন্য ফাইবার ক্যাবল ও ডুয়েল ব্যান্ড রাউটার ব্যাবহার করতে পারেন। সেক্ষেত্রে ৫জি ওয়াইফাই ২.৫জি একই রাউটারে পাবেন।
ছবি তোলা ও অনুভূতিতে আপনি সৌখিন মানুষ। প্রকৃতিকে যে যত উপভোগ করে তার মন-মানসিকতাও ততটা স্নিগ্ধ থাকে। বৃষ্টিভেজা দিনের শুভেচ্ছা জানবেন। কবিতায় বাঁচুন প্রকৃতির কোল জুড়ে বিচরণ করুন।

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কী মোবাইলে ইউজ করতে হয়? এই রাউটার সঙ্গে নিয়ে চলা যাবে?

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
অনেক ধন্যবাদ অধীতি
ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৯

এম ডি মুসা বলেছেন: অনেকদিন পর আপনার একটি ব্লক পোস্ট আপনার এই পোস্টগুলি আমার দেখতে খুব ভালো লাগে। ছবির সাথে লেখা আর বর্ণনা।

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপা ! প্রতিটি ছবি সুন্দর, অতি সুন্দর। মন জুড়িয়ে গেল।

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
অনেক ভালো থেকো

৫| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯

এম ডি মুসা বলেছেন: প্রকৃতি কত সুন্দর তার চেয়ে বেশি মানুষের মন
মনের ঘরে সুন্দর, কেউ এসে শেষ করেছে আপন,
যাকে ঘিরে থেকে যাই আমাকে রেখেছে প্রকৃতি বসন্তে
এই প্রকৃতি সুন্দর তার চেয়ে বেশি নারীর জীবন।

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নারীর জীবন কখনো অসুন্দর হয়ে যায় পুরুষের কারণে

সুন্দর লেখার জন্য ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৬| ০৬ ই মে, ২০২৪ রাত ১১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:


ছবি আর কবিতা মাশাল্লাহ সুন্দর হইছে ।
দুইটি ফুলের ছবি রেখে গেলাম ।
দেখে বলবেন এর মাহাত্ম কি ।
পরে এসে আমি বলব আসলেই
এর মাহাত্ম কি ।



০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উপরের ফুলটা চেনা চেনা লাগছে
নিচের টাও বলতে পারছি না
মাহাত্ম্য কী তাও জানি না

বলে দিয়েন আপনিই

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৭| ০৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৪

মায়াস্পর্শ বলেছেন: জাস্ট ওয়াও ।

০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

৮| ০৭ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




উপরেরটি হলো আমাদের সুন্দরবনের খলিশা ফুল,
যার থেকে রেনু নিয়ে মৌমাছি বানায় অতি মুল্যবান
পদ্ম মধু , নীচে খলিশা পুল ,মোমাছি আর মধুর
কৌটার ছবি ।এই খাটি পদ্ম মধুর দাম বাজারে
প্রতি কেজি৫০০০টাকা, যদি খাটিটা পাওয়া যায় ।

আর পরের ছবিটা হলো নিউ জিলান্ডের মানুকা ফুলের ছবি ।
এই ফুল হতে মৌমাছি রেনু নিয়ে যে মধু বানায় তা বিশ্ববিখ্যাত
মানুকা মধু নামে পরিচিত । এর এক কেজী মধুর বাজার দর
বাংলাদেশী টাকায় প্রায় ১২০০০ টাকা । নীচে মৌমাছি সহ
ফুল আর মানুকা মধুর ছবি তুলে দেয়া হল ।


শুভেচ্ছা রইল

০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খলিশা ফুল আর মানুকা ফুলের নাম এই প্রথম শুনলাম। সুন্দরবনের খাঁটি মধু এখনো খাইনি।

তবে আমাদের গাছে মৌমাছি হত। প্রতি বছর আব্বা সেনাবাহিনীর কালো পোষাক পড়ে । ধোয়া হাতে গাছে উঠে মধু ভেঙ্গে নিয়ে আসতেন। ছোটবেলার স্মৃতি। চাক ভেঙ্গে মধু কি যে মজা লাগতো আহা। একবার চুরি হয় তারপর আর মৌমাছি আসেনি :(

থ্যাংকিউ সো মাচ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.