নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বিষন্ন লাগছে বড্ড=

৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩১



©কাজী ফাতেমা ছবি

১।
মন নেই এখানে-ইচ্ছে চলে যাই সব ছেড়ে ছুঁড়ে
ঝিম ধরা শহর, আনন্দের ছিটে ফুটো নেই এখানে
মনের জমিনে চৈত্রের খরা, অথচ অবিরত বৃষ্টি হচ্ছে
চোখের পাড়ে স্যাঁতস্যাঁতে শ্যাওলার বাগান
আতঙ্ক নিয়ে কাটানো প্রহর-বড্ড খামখেয়ালীপনার যেনো।
একফালি মেঘ এসেও আজ ভিজিয়ে দেয় না মন
ছুটে যাচ্ছে ধীরে ধীরে মুগ্ধতা, মন যেন বিষন্ন পাথর।

২।
একটি বর্ষণ মুখর প্রহরে অপেক্ষায় বসে আছি
সারাদিন ঘরে বন্দি-কোথাও যাওয়ার তাড়া নেই
অফিস নেই, বাসা নেই-নেই স্কুলে বাচ্চা পৌঁছানোর তাড়া
চারিদিকে কেউ নেই, কেবল বর্ষা আছে
আর একটা দখিনমূখি জানালা আছে।

ইচ্ছে করে এমন জায়গায় একটি প্রহর বন্দি হয়ে যাই।
জানালার কিনারে একটা পদ্মপুকুর
পুকুরপাড়ে একটা ছাতিম গাছ
খুব ইচ্ছে করে নিস্তব্ধ বসে কেবল বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির সাথে সুর মিলিয়ে কাঁদি
চোখের জলগুলো ভাসিয়ে দেই পদ্মপুকুরে
জানালা টপকে যদি ছাতিমের তলায় দাঁড়াই
আমি ভিজে যাবো?

দৃষ্টি তাক করে বৃষ্টির বর্ষণ দেখবো
জলের উপর জল গড়ানোর শব্দ, হুপুস হাপুস ঝুপঝাপ
রিনিঝিনি, যেমন নগ্ন পায়ে রূপার নুপূর বাজনা।

কিছুটা দূরে বাঁশঝাঁড়, সবুজ পাতা চুয়ে বৃষ্টি গড়ায়
সানবাঁধানো সেই পুকুরঘাটে তুমি ভুল করে চলো এসো
পা ডুবিয়ে বসে থেকো খানিকক্ষণ
এবং আমি চলে আসি তোমার পাশ ঘেঁষে
তুমি হাত ধরে নিয়ে যেয়ো জলের অতলে
একটি উদাস দুপুর বেলায়।

বৃষ্টির ছাঁটে তুমি আমি ভিজে যাবো, হাত ধরে রেখো আমার
জলরঙ বসনে -গাঢ় নীল টিপ-ভেজা ঠোঁটে গোলাপী আভা
সাদা চুড়ির রিনিঝিনি হারিয়ে যাক বৃষ্টির ঝুমঝুমানিতে
এমন একটি প্রহর চাইছি এ বেলায়
তুমি কি আসবে-আমায় মুগ্ধতা ঢেলে দিতে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




হুমমমমমমমমমম...!!
দেখা যাচ্ছে, বিষন্ন সময় কাটাতে আপনার "সামু" নামের একখানা দখিনমুখি জানালা আছে!

বলতেই হবে, আপনার ইদানীং কালের কবিতাগুলো বেশ ভালো হচ্ছে!

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো জী এস ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক। হ্যাঁ সামু আমাদের দখিন জানলা।

২| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৪২

শায়মা বলেছেন: সামু জানালায় বসে বসে আরও কবিতা লেখো আপুনি!!!!!!!!

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। বৃষ্টি আসুক । সামুন জানালায় বসে লিখবো ইংশাআল্লাহ
থ্যাংকিউ সো মাচ আপু

৩| ০১ লা জুন, ২০২৪ রাত ১:৪০

কামাল১৮ বলেছেন: এই গরমে বোরকা পরলে বিষন্ন তো লাগবেই।গায়ে একটু হাওয়া বাতাস লাগলে বিষন্নতা কেটে যাবে।

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহকালে কষ্ট ভোগ করলে পরকালে শান্তি

থ্যাংকিউ সো মাচ কামাল ভাই
ভালো থাকুন

৪| ০১ লা জুন, ২০২৪ রাত ২:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন

৫| ০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৯

বাকপ্রবাস বলেছেন: যেখানেই যান বাংলাদেশ ব্যাংকে হাজিরা দিতে বাধ্য থাকিবেন =p~

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। মাঝে মাঝে ইচ্ছে হয় না। বিশেষ করে ছুটি শেষে

থ্যাংকিউ সো মাচ

৬| ০১ লা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে আপা...

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভালো থাকুন

৭| ০১ লা জুন, ২০২৪ রাত ৯:১৯

মেঠোপথ২৩ বলেছেন: সুন্দর কবিতা+

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মেঠোপথ
ভালো থাকুন সবাইকে নিয়ে

৮| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:০৫

দি এমপেরর বলেছেন: একদম সহজসরল চাওয়া। অকৃত্রিম, নিখাদ। ভালোলাগা রইল।

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেকদিন পর আপনাকে দেখলাম। ভালো থাকুন

৯| ০২ রা জুন, ২০২৪ রাত ৩:৩১

স্প্যানকড বলেছেন: সাদা চুড়ি ভালো নয় রঙিন চুড়ি আমার ভালো লাগে । বৃষ্টি এলে বিষন্ন গরম পড়লে ক্লান্ত মাঝেমধ্যে লোডশেডিং এই জীবন । মানিয়ে নেন কিতা আর করবেন । ভালো থাকবেন সব সময় :)

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্প্যান কডের কী অবস্থা। ইদানিং প্রতিদিন লিখছেন না যে। কী হইছে মন খারাপ
ভালো থাকুন
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.