নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
এই ঘর বাড়ী, অফিস পাড়া, কাগজের স্তুপ
কাজের ব্যস্ততা স্তব্ধ হয়ে যাবে একদিন নিমেষে;
এই যে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ার শান্তি
দেহে রক্তের উঠানামা, একদিন সব হয়ে যাবে নিরব,
দেহ নিথর, ভ্রান্তি সব ভ্রান্তি।
পাপের অহংকার, চেনা শব্দাবলীতে মুখের তিতে ভাষা
চেনাপথ, অতীতের যত স্মৃতি সব পলকে যাবে মুছে
ধুলোতেই হবে বাসস্থান, হবো শব
বুকে বাজে কু কলরব।
তারুণ্যের প্রেম, অচেনা ছেলের মমতায় ভরা চোখ
যত ভুল অতীতে, ভুল অঙ্ক, ফলাফল শূন্য
কিছুই থাকবে না স্মরণে একদিন
যেদিন হৃদয় তারে বাজবে মৃত্যুবীণ।
শিউলী ফোটা ভোর, শিশির ভেজা দূর্বাঘাস
মাঠ পেরিয়ে গাঁয়ের মাটি পা রাখার মুহূর্ত;
আর প্রজাপতি দিনগুলো সেই
একদিন সব নিশ্চিহ্ন.........আমি আর নেই।
শীতের ঘাসে বসে রোদ্দুর পোহানোর ক্ষণ,
লেইসফিতা লেইস....এ টাকার আইসক্রিম অ'লার ডাক
মায়ের মমতা, বাবার আদর, ভাইবোনের ঝগড়া খুঁনসুঁটি,
সবই কালের অতলে হারাবে, আমি নেব দুনিয়া হতে ছুটি।
গাঁও ছেড়ে শহরে চলে আসার দুঃখময় ক্ষণ
আর ইটসুরকির পথে হেঁটে হেঁটে ক্লান্তি বেলা
আর অফিস কর্মে ব্যতিব্যস্ত দিনভর, নীড়ে ফেরা বেলা শেষে;
এসব ফেলে আমি হারাবো নিশ্চিত অবশেষে।
এই হাসিখুশি, উচ্ছলতা, রঙবাহারী জামা কাপড়
আমার ল্যাপটপ, পিসি, মুঠোফোন, শখের তৈজস
আর ভ্যানিটি ব্যাগ, উঁচু প্রাসাদবাড়ী, স্বাধের আলমারি
সবই রেখে যাবো, ঠিকানা হবে আমার মাটির বাড়ী।
(৩০-০৬-২০২২).
https://www.facebook.com/share/p/cUZUFSJE7gc53TeP/?mibextid=oFDknk
০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখেছেন রুদ্র
এমনি করে সবাই যাবে, যেতে হবে
যেতেই হবে
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
২| ৩০ শে জুন, ২০২৪ রাত ৮:১৪
সকাল রয় বলেছেন: বাহ্
অসাধারণ
০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা
আপনাকে অনেক দিন পর দেখলাম
ভালো আছেন তো
ভালো থাকুন
৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২০
কামাল১৮ বলেছেন: সবকিছু ছেড়েছুড়ে সন্যাসী হয়ে যাই।
০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সন্যাসী হলেও তো মরতে হবে। যেতেই হবে সব ছেড়ে
ধন্যবাদ কামাল ভাই
৪| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার যতগুলো কবিতা পড়েছি তার ভিতরে এই কবিতাটি আমার কাছে সেরা মনে হয়েছে। দারুন লিখেছেন।
০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু কৃতজ্ঞতা রইলো
ফি আমানিল্লাহ
৫| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:০৫
মায়াস্পর্শ বলেছেন: চলে যেতে আপত্তি নেই , তবে ভালো কিছু সাথে নিয়ে যেতে হবে অবশ্যই। সুন্দর লিখেছেন।
০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেইটাই। কিন্তু আমরা তো মোহে পড়ে আছি। কিছুতেই মোহ ছাড়া বাঁচতে পারছি না
ধন্যবাদ মায়া
ব্যস্ত নাকি। ইদানিং দেখছি না যে?
৬| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:০৬
মায়াস্পর্শ বলেছেন: ব্যস্ত নাকি। ইদানিং দেখছি না যে?
হুম,একটু বেশিই ব্যস্ত। নতুন জব, নতুন জায়গা, সব মিলিয়ে গুছিয়ে নিচ্ছি কিছুটা। দোয়া করবেন আমার জন্য।
০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। সব ঠিক হয়ে যাবে ইংশাআল্লহ
৭| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৭
রানার ব্লগ বলেছেন: সারাক্ষন যাই যাই করেন কেন !! গেলে তো গেলেনি !!! একটু বসে যান, দুই কাপ চা সাথে সুখ দুঃখে প্যাচাল পেড়ে যান ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২৪ বিকাল ৫:৫১
এম ডি মুসা বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
--রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ....আপু তোমার কবিতা পড়ে এই কবিতার কথা মনে পড়ে গেছে।