নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
যাচ্ছি চলে পিছন পানে,
স্বাধীন ছিলাম যেথায়,
মন পুড়ে যায় এখানটাতে
বেহিসেবি ব্যথায়!
টাইম মেশিনে রাখলাম দু'পা
যা নিয়ে যা আগে,
যেখানটাতে সময় ছিল
কেবল আমার বাগে!
বৃষ্টি ভেজা দিনগুলো সেই
হবে আবার ধরা,
আজ এখানে বিষণ্ণ খুব,
মন উঠোনে খরা!
ভেজা ঘাসে পা ফেলতে যাই
পিছন দিকে ফিরে,
হারাবো সেই অতীত দিনে
তুমুল বৃষ্টির ভিড়ে!
ইট সুরকির এই শহরটাতে,
নোংরা জলে ভরা,
মানুষের মন কেমন যেন
পাথর দিয়ে গড়া!
উচ্ছ্বল সেসব দিনের বুকে
যাবো ফিরে আমি,
নাচবো হাসবো করবো সেথায়
যা ইচ্ছে পাগলামি!
পুকুর জলে কাটবো সাঁতার,
ভিজবো বৃষ্টির জলে,
শুনবো নিরব বৃষ্টির আওয়াজ
ডুবে জলের তলে।
যাচ্ছি ফিরে অতীত বেলা,
রঙ বাহারী দিনে,
বাঁধবো আবার ফড়িঙ প্রহর
ভালোবাসার ঋণে!
(০১-০৭-২০২০)
০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখি নাই মুভিটা। ইউটিউবে পাওয়া যাবে?
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ফেলে আসা দিন গুলোতে মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে।
জীবন এখন বড়ই যান্ত্রিক হয়ে গেছে।
০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । এত ঝুট ঝঞ্ঝাট ভাল্লাগে না। একঘেয়েমী লাগে
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর!
০২ রা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন
৪| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯
নাজনীন১ বলেছেন: আমার তো ভূতভবিষ্যৎ দুদিকেই যেতে ভাল লাগে!
১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ দুইদিকেই যাওয়া ভালো, কী হবে আগামী দিনগুলোতে.. আমরা যখন বুড়ো হবে
কেমন হবে আমাদের সময়গুলো
থ্যাংকিউ আপুন
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটা টাইম মেশিন পেলে মন্দ হতো না।
বাটারফ্লাই এফেক্ট মুভিটা দেখেছেন ?
কবিতায় ++