নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নামাজকে কখনো বলো না, না=

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২



যতই থাকো ব্যস্ত, কষ্টের পাহাড় বেয়ে উঠো,
আযান দিলেই মানুষ মসজিদ পানে ছুটো,
যতই রান্নাবান্নায় সময়ের লেজ ধরে হাঁটো,
তবুও আল্লাহর ইবাদতকে, দেখো না করে খাঁটো।

দুনিয়া নিয়ে হা হুতাশ, পেরেশানী শত
অবহেলায় নামাজ, কত শত দিন যে হলো গত
আর নয়, নামাজে দাও মন, মনে জাগাও রবের ভয় শিহরণ,
আযান হলেই মানুষ আল্লাহকে করো স্মরণ।

পড়াশুনায় ব্যতিব্যস্ত, প্রাইভেট কোচিং থাকুক যতই,
নামাজে অবহেলা! নিয়ামত হারাবে ততই;
পড়াশুনা অথবা কর্ম ক্লান্তি কাটাতে যাও ওযু ঘরে,
আহা ওযুর জলে যে শান্তি সাজানো থরে থরে।

জায়নামাজ বিছাও, সময়ের কথা ভেবে করো না সময় পার,
সময়গুলো ফিরে পাবে প্রভুর দয়ায়, তার মহিমা যে অপার;
কান পেতে শুনো আযানের সুর,
নামাজ পড়বে, ভাবো সময় নেই, মনে বাস করে অসুর।

থেকে যাবে সব এখানে, যত সুখ দুনিয়ার উপর,
এখানেই পড়লে যত সম্মান, সাফল্যের টোপর
পরপারে কী নিয়ে যাবে, থাকবে কার সঙ্গে গোরে?
নামাজই যাবে সঙ্গে, থেকো না আর দুনিয়ার মোহ ঘোরে।

নামাজ পড়েই দেখো তবে, সুখ, কত শান্তি দেহজুড়ে,
আল্লাহর রহমত নিয়ামত থাকবে না আর তোমা হতে দুরে,
নামাজে নেই মাফ, তুমি হলেই বা কানাখুঁড়ো, অসুস্থ;
যে অবস্থাতেই থাকো পড়তেই হবে নামাজ,
নামাজে দাও মন, রয়ো না দুনিয়ার কাজে ব্যস্ত আর।

©কাজী ফাতেমা ছবি
(২৬-০৯-২০২২)

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নামাজ দেহ মনের প্রশান্তি আনে ।
...............................................................

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস নামাজ মনের শান্তি।
ভালো থাকুন ধন্যবাদ ভাইয়া

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

আজব লিংকন বলেছেন: লেখাটা ২৬-০৯-২০২২ ফেসবুক মেমোরি থেকে নেয়া নাকি?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি লিংকন ভাইয়া। এখানে আমার বেশীর ভাগই পোস্টই মেমোরি থেকে নেয়া।

থ্যাংকিউ সো মাচ

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: উপকারী কবিতা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্♥♥♥

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭

আহরণ বলেছেন: নামাজ না পড়লে কী হবে? চীন, জাপানের মানুষ নামাজ না পড়ে দিব্যি ভালো আছে। আর বাংলাদেশের মানুষ এত নামাজ পড়ে কি পেয়েছে, ভাইয়া??

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও আচ্ছা তাই নাকি। ঠিকাছে

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

নুর আমিন সুজা বলেছেন: প্রথমত নামাজ শব্দটা কুরআনে নাই।
নামাজ কিভাবে পড়তে হবে সেটা কুরআন হাদীসের কোথাও নাই।
আল্লাহ বলেন, সালাত খারাপ কাজ থেকে বিরত রাখে
কিন্তু কেন নামাজী ব্যক্তি খারাপ কাজ করে
মানে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখেনা।
সাধারনত
নামাজ এ নাকি আল্লাহর সাথে কথা হয় কিন্তু কি কথা হয় সেটা আমরা জানিনা।
শিয়ারা আবার ৩ ওয়াক্ত নামাজ পড়ে। ৫ ওয়াক্ত
নামাজের মত এত গুরু্বপূর্ণ বিষয় কুরআনে নাই। এটাও আজিব ব্যাপার।
কুরআন এ সার্বক্ষনিক সালাতের কথা বলে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: রানু ভাই আপনি কী ইসলামের বিরুদ্ধে মন্তব্য করার জন্য এই নিক খুলেছেন। আপনাকে চিনে ফেলেছি।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২২

মামুন ইসলাম বলেছেন: যে করিবে নামাজকে অবহেলা,
তাহার জন্য মৃত্যুর পর অপেক্ষা করছে জ্বালা।

চমৎকার কবিতা। বাস্তবতার ছোঁয়া আছে কবিতায়। মৃত্যুর পরে প্রথম হিসাব হবে নামাজের ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া। নামাজ ছাড়া কোনো উপায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.