নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছের সমাধি=

০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯



কারণে অকারণে কত ইচ্ছে মনে আকুলি বিকুলি কাটে
ইচ্ছে করে সাঁই সাঁই ছুটে চলা বাসগুলো আচানক থেমে যাক
বিয়ে বাড়ির নাচ গান উল্লাস সহসা স্ট্যাচু হয়ে যাক,
আমাকে গালি দিতে যে ঠোঁট নড়তে চেয়েছিলো আচম্বিতে তালা লেগে যাক।

কত ইচ্ছে মনে কাটে দাগ,
ইচ্ছে করে যে আমাকে বকে দেবে বলে মেলেছিলো মুখ
মুখ বন্ধ হয়ে যাক, থেমে যাক কথা'রা।
সব কোলাহল, সব উৎসব হঠাৎ চুপ হয়ে যাক
উৎসবের সিঁড়ি বেয়ে যত চুড়ি ভাঙ্গা হাসি থেমে যাক
বন্ধ হয়ে যাক সাঁঝবাতি
নিভে যাক পুরো শহরের রঙবাহারী আলোকসজ্জ্বা।

জ্যাম লাগা শহর, চলাচল থেকে যাক,
স্ট্যাচু হয়ে যাক হন্তদন্ত মানুষগুলো,
আমি খুব করে হেঁটে যাবো ফাঁক ফোঁকর গলে
আর অভিব্যক্তি দেখে নেবো পলকে,
যে যেমন ভঙ্গিতে দাঁড়িয়ে অথবা বসা
ছবি করে নেবো শাটারে ক্লিক করে।
মানুষ বড় আজব, মানুষ বড় অচেনা
মানুষ বড় সুন্দর, মানুষ বড় স্বার্থপর
তবুও মানুষ ভালোবাসি,
খুব ইচ্ছে করে মানুষের মনের ভিতর ঢুকে পড়ি
দেখে আসি তার অনুভূতি,
কে আছে, কী আছে অনুভবে।

ইচ্ছে করে খুব সব কোলাহল থেকে হারিয়ে যাই আচানক।
অদৃশ্য হয়ে যাই, অস্পৃশ্যতায় ছুঁয়ে দেই কারো চোখের পাতা।
ইচ্ছের সমাধি হয় তখনই যখন
ফিরে আসি দীর্ঘশ্বাস প্রহরে।
©কাজী ফাতেমা ছবি
(০২-১০-২০১৮)


মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম আপা।
সুন্দর।

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন

২| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: কাশফুল দেখার আয়োজন করে কবি আপা

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৬

জটিল ভাই বলেছেন:
সাধারণ হলো না ♥♥♥

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সাইফুলসাইফসাই বলেছেন: আমারও ইচ্ছে হয় ঘুরেঘুরে দেখি
আমারও ইচ্ছে হয় যেমন ‍উড়ে পাখি।

খুব সুন্দর সবসময়

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা সময়ই পাই না ঘুরাঘুরি করার জন্য।
ব্যস্ততার জন্য কিছুই পারা যায় না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৩

সোহানী বলেছেন: বাহ্ চমৎকার ছবি। ইচ্ছে ঘুড়ির আকাংখা।

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন
সবাইকে নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.