নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভাবনার গভীরে অতীত দেয় হানা-২=

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২



৬। পূর্ণতা আসতো মনে, যদি দিতে উপহার;
তুষ্টি আসতো মনে, যদি করতে কর্মের প্রশংসা
সুখ ছুঁতো মন, যদি ইচ্ছেতে না দিতে বাঁধা;
ভালো থাকতাম সদা, সৃজনশীল কর্মে হতে যদি মুগ্ধ।

এসবের কিছুই নেই আমার
তাই কবিতার ক্ষেতে বুনি স্বপ্নের চারা;
কিছু ছন্দ কিছু সুখ অনুভূতি ছুঁয়ে যায় মন;
এমন করেই আমি থেকে যাই ভালো নিজের মত।



৭। কিছু স্মৃতি সুখ বয়ে আনে, হেসে ফেলি
কিছু স্মৃতি অনুতাপে পুড়ায়,
কিছু স্মৃতি স্মরণে আসলে, ভাবি কী বোকাই না ছিলাম
কিছু স্মৃতি ভালোবাসার তৃষ্ণা জাগায় ফের।

স্মৃতিগুলো হারিয়ে যায় অজান্তে
কিছু অবহেলায়, কিছু সিদ্ধান্তহীনতায়
আর কিছু স্মৃতি হারে ভাগ্যের খেলায়,
তবুও তো বাঁচি আরও কিছু সুখ আশায়,
না স্মৃতি হারা জীবনও সুন্দর, সময় মন্দ নয়।



৮। সম্ভব না তোমাকে ছাড়া বাঁচা
ডাহা এ মিথ্যে ছড়িয়ে আছে আজ পৃথিবী জুড়ে
নিজ ছাড়া কে আছে আপন,
নিজেকে রাখতে ভালো, নিজেকেই নিতে হয় সে ভার তুলে।

হারানোর স্মৃতি মনে রাখতে নেই
বিষাদ স্মৃতি ভাবতে নেই,
সে স্মৃতিতে সুখ আছে ছুঁয়ে
সে স্মৃতিগুলোই আনমনে ভেবে সুখ করতে হয় রোমন্থণ।



৯। ভালো থাকো বললেই কী আর ভালো থাকা যায়,
ভালো থাকতে হলে মনে সুখ অনুভূতি জাগাতে হয়
সুখ খুঁজে নিতে হয় নিজেকেই,
কষ্ট ভুলার জন্য নিজেকে ব্যয়স্ত রাখতে হয় সৃজনশীল কর্মে।



১০। স্থির আছি, দৃঢ় রেখেছি অঙ্গিকার
ভালো আমায় থাকতেই হবে
আমি খুঁজে নেই প্রকৃতির মাঝেই সুখ
গাছ গাছালি, লতা পাতা আর ফুল
আমার সুখে থাকার উপকরণ।

পাতায় রোদ্দুর, আমি মুগ্ধ হই
পাতায় বৃষ্টির বিন্দু, আমি মুগ্ধতার বুকে বসে থাকি চুপ
পাতা দোলে হাওয়ার তালে আমি আনমনা
বসে সুখে হই একাকার।
১৪/১১/২২

ভাবনার গভীরে স্মৃতি দেয় হানা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

মায়াস্পর্শ বলেছেন: বাহ ।
সুন্দর লেখা ।

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

জটিল ভাই বলেছেন:
কিচ্ছু কইতাম না!!! :(

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখি সময় করে নতুন কবিতা দেব ইংশাআল্লহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.