নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যদি ভুলতে চাও ব্যস্ততা আর ক্লান্তি=

২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫



একটি দুপুর অনায়াসে কাটিয়ে দিতে পারি তোমার সাথে,
একটি বেলা অনায়াসে ক্ষয়ে যেতে পারে টক ঝাল গল্প কথায়
একটি দিন মাটির উঠোনে যদি বসো হলুদাভ রোদ্দুর আভাতে
বাটি ভরে দেবো বাতাবীলেবুর ভর্তা মাখিয়ে লংকা চটকে
লবনের মূল্য বেড়েছে বলে তুমি টেনশন নিয়ো না অযথাই।
---
একটি হেমন্তের প্রভাত তোমায় দিতে পারি, যদি ভোরে ঘুম ভাঙ্গে
শিশিরের ঝুলে থাকার প্রহর যদি চাও ছুঁতে
অথবা ফড়িং প্রজাপতির উড়াউড়ি দেখাবো ঝিঙ্গে গাছের চাঙ্গে;
তোমার ঘুম ক্লান্তি উড়িয়ে দেবো মুগ্ধতার এক ফুঁতে।
--
সবুজ ছুঁতে যদি মন চায়, অনায়াসে দিতে পারি এনে,
চোখের তারায় যদি মুগ্ধতা চাও, তা'ও দিতে পারি,
দিতে পারি ভালোবাসার হীম ছোঁয়া, যদি নাও কাছে টেনে,
তোমার ক্লান্তির পিছনেও টেনে দিতে পারি আস্ত দাঁড়ি।
---
পাখির কলকাকলি মধুর সুরে যদি ভরাতে চাও মন
যদি পেতে চাও মনে অথৈ স্বস্তি, কাটাতে চাও বিষাদ
তবে ধরো হাতে আমার, চলো এক প্রভাতের পথে করি ভ্রমণ
কান পাতলেই শুনতে পাবে,প্রকৃতির তারে বাজছে সুখের নিষাদ।
---
বুক পিঞ্জরে পোষা দুঃখ পাখিটা, ছেড়ে দিতে যদি চাও অনায়াসে
সাহায্যে আসবো এগিয়ে, মুক্ত হাওয়ায় ছেড়ে দেবো দুঃখ পাখি
উড়ে যাবে বুকের বামে জমাট বাঁধা ব্যথা, ভুলে যাবে এতদিন
ছিলে অথৈ ব্যস্ততার আয়াসে;
হেমন্তের মিঠে হাওয়ায় সুখে ছলোচ্ছল হবে তোমার আঁখি।
---
গরম চায়ে চুমুক দিয়ে উঠোনে দাঁড়িয়ে দেখে নিয়ো শিশিরের আস্ফালন
দেখে নিয়ো উঠোনের ডান কোণে বাতাবীলেবুতে শিশির আছে ঝুলে
মনের ভিতরে এবার মুগ্ধতাদের করো যতনে লালন,
ভুলে যাও ক্যালকুলেটর, ব্যস্ততার ওযুহাত, আঁখি দুটো করো উম্মীলন
উপভোগ করো প্রকৃতি এবার, জরাজীর্ণ ঠেলে কুঁড়াও সুখ মুগ্ধতা মন খুলে।
©কাজী ফাতেমা ছবি
২১/১১/২০১৯

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্ ♥♥♥

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর

২| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুড।
ধন্যবাদ

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

মেহবুবা বলেছেন: প্রকৃতি যা পারে সেটা আর কোথা পাই?

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কোথাও নাই আপু
জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক

৪| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা!

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কুতুব ভাই
ভালো থাকুন

৫| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩

জুল ভার্ন বলেছেন: সেই চিঠি লেখার যুগে এক প্রেমিক-প্রেমিকা যুগল একে অন্যকে চিঠি লিখে জানিয়েছে- তুমি আমার প্রত্যাহিক মুনাজাতে....যখন প্রেম ভেংগে যায় তখন জানতে পারে- দুজনের কেউ কোনো দিন নামাজই পড়তো না!

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ মিথ্যা প্রেমের মিথ্যা বুলি।

থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৬| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর প্রকাশ। কবিতায় অসম্ভব ভালো লাগা রইল।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন

৭| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩

এম ডি মুসা বলেছেন: হৈমন্তীর শুভেচ্ছা

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকুন মুসা ভাইয়া

৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর ভাবনা আপু , আমি নতুন আমাকে সাপোর্ট করবেন ।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ইংশাআল্লাহ করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.