নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। দুষ্ট প্রেমের মিষ্টি মায়ায়, পড়ুক তোমার মন,
বাসবে ভালো আমার মত করো এমন পণ
প্রিয় তুমি হবে আমার, মনে প্রেম শিহরণ,
মনটা ব্যথায় হলে ভারী, করিয়ো স্মরণ।
ভালোবাসি বলো চুপে, এত ক্যান্ দ্বিধা,
এই এখনি মনের বিষাদ, জানাও আলবিদা।
০২। মায়া দয়া কম কী মনে, ভাবি তোমায় বসে,
তোমায় নিয়ে স্বপ্ন বুনলে, প্রেম অভাবে ধ্বসে,
মিছে মায়া মিছে এ প্রেম, নাও না মনের বাড়ি,
অসময়ে তাইতো টানি, প্রেমের পিছে দাঁড়ি;
যেটুক সময় আছে হাতে, বাসতে পারো ভালো,
বাত্তি জ্বালাও ভালোবাসার, মন করে দাও আলো।
০৩।
দিবানিশি থাকি বন্ধু প্রেমের নেশায় মাতাল,
তুমি শুধু ভরে রাখো, ইটে মনের চাতাল,
সেই চাতালে মন রাখি না, আঘাত পাবো বলে,
ভালোবাসি তবু ভাসাও, নীল বিরহ জলে।
ব্যাকুল মনের অস্ফুট সুর, শুনতে কী গো পাও না,
তোমার কাছে হাজার বায়না, প্রেম রয়ে যায় পাওনা।
০৪।
রাগ করো না বন্ধু তুমি, হাসিখুশি থাকো,
এই দুনিয়ার রঙ্গ মোহ, মনে নিয়ে মাখো,
ব্যস্ত হয়ে লাভ কী বলো, চনমনে রও অল্প,
এক বিকেলে ঘাসে বসে, করো প্রেমের গল্প,
দোষ দিয়ো না শুধু শুধু, গল্প বলা কালে,
প্রেমের রঙে সেজে গেয়ো, নেচো তালে তালে।
০৫। মায়ার বাঁধন যায় না ছিঁড়ে, তাইতো থাকি কাছে,
এসো দুলি প্রেমের দোলনায়, রশি বাঁধি গাছে,
প্রেম বিরহ নেই আমাদের, থাকি নাকো দূরে
একঘেঁয়েমী পেয়েছে তাই? গাও বিষাদের সুরে?
চলো পাল্টাই মনের ধরণ, ঘুরি ফিরি বিশ্ব,
নইলে বাপু সুখ অসুখে হয়ে পড়বো নিঃস্ব।
©কাজী ফাতেমা ছবি
২৫/১১/২০২১
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর হয়েছে আপু
আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছন্দে ছন্দে কবিতা।
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশি ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ মনে দোলা লেগেছে
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন
৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম আপা।
আশা করি ভালো আছেন।
মাশায়াল্লাহ। দারুণ।
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম সুজন ভাইয়া
জাজাকাল্লাহ খইর
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫
মায়াস্পর্শ বলেছেন: হালাল প্রেম, সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাদিদ ভাইয়ের ভাষায় হালাল কবিতা
আমি হালাল লিখি
ধন্যবাদ
৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
প্রামানিক বলেছেন: অসাধারণ হয়েছে, অনেক ভালো লাগল
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন
৮| ২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে, তবে ছবিতা একটি বেশীই হয়ে যাচ্ছে। ফলে সাবজেক্ট এর চাইতে অবজেক্ট হাইলাইটস হয়ে যায়।
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর।
আচ্ছা এখন থেকে ছবি একটা দেব ইংশাআল্লাহ
ভালো থাকুন ভাইয়া জি
৯| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
শেরজা তপন বলেছেন: কবিদের নাকি ঘর সংসার উচ্ছন্নে যায়- তবে নারী কবিদের ব্যাপারে জানা নাই, আপনার কি অবস্থা?
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অবশ্য কবি না। বেচারা কবিতার ক শুনলেই জ্বলে আগুনের মত। লুকাইয়া লিখি। এখন দেখাইয়াও লিখি। ডরাই নাই আর। আগে ডরাইতাম। সে বলে আমি সাহিত্য রচনা করি। আগে প্রায়ই বলতো লেখালিখি ছেড়ে দিতে তবে সংসার উচ্ছন্নে যায় নাই। অবশ্য সুযোগ পাইছি যৌথ ফ্যামিলি হওয়াতে। রান্না বান্না থাইকা বাঁচছি তাই সময় পাইছি হয়তো
থ্যাংকিউ তপন ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে
১০| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
এসো চিন্তা করি বলেছেন: @শেরজা তপন ভাই আমি ওতো কবিতা লেখি কোথায় আমার তো ঘর সংসার উচ্ছন্নে যায় নি
২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনকার কবিদের সংসার উচ্ছন্নে যায় না। গুড
ধন্যবাদ আপনাকে
১১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ ছিলোনা
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার।