নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=কচুরীপানা ফুলে লিখা অতীত গল্প=
কচুরীপানা ফুলের পাপড়িতে লিখে রেখেছি অতীত সুখ গল্প,
বিল ঝিল হাওরে সে ফুল দেখলেই স্মৃতি স্মরণ করি অল্প,
পার্পল রঙ মাখানো আমার অতীত, স্নিগ্ধতায় ভরা,
অজস্র দিন প্রজাপতি সময়, ছিলো না বিষাদের খরা।
০২। =বন্ধুরা তোরা কই গেলিরে?
আনন্দ আয়োজন ফুরিয়ে গেলো সময়ের সাথে,
অফুরন্ত সময় নেই আর আমাদের হাতে,
কত দায়িত্ব এখন আমাদের ঘাড়ে!
তাই না রে?
একসাথে বসে আড্ডাবাজির দিনগুলো হারালো,
বন্ধুরা যে যার মত ক্যারিয়ার গড়তে দেশ বিদেশ পা বাড়ালো।
০৩। =মনের শাখে বসবি বন্ধু=
মনের শাখে বসবি এসে? হবি প্রজাপতি?
ডানা মেলে বসলে উড়ে কী বা এমন ক্ষতি!
পাতা রঙা মন যে আমার, সতেজ সজীব নিত্য,
আয় না উড়ে নে ছিনিয়ে মনের আধিপত্য।
০৪। =সোনা আলোর একটি ভোরে=
একটি ভোরে সোনা ঝরা রোদ্দুর আলোয়,
উড়েছিলো ফড়িং, বসেছিলো দৃষ্টির সীমানা ঘেঁষে
কেটেছিলো সময় উচ্ছ্বল, ভালোয়,
কখনো কিছু সময় সুখ নিয়ে আসে, সম্মুখে থাকে ঠাঁয় দাঁড়িয়ে,
আমি পেরেশানি ব্যস্ততা ভুলি, কিছুক্ষণের জন্য যাই অন্যপুরী হারিয়ে।
০৫। =হিম ভোর চাই এই হেমন্তে=
তুমিও তো জানো বন্ধু, ইট পাথরের শহর, নেই এখানে কুয়াশার লহর,
লেপ কাঁথার শীত নেই..... এখানে কালো ধোঁয়া, আমার বিতৃষ্ণার প্রহর;
আমি কুয়াশার চাদরে মুড়ানো একটি সকাল চাই, দেবে?
কোন এক ভোরের ট্রেনে চেপে চলো যাই গাঁয়ের পথে, যাবে? দেখো ভেবে!
০৬। =সবুজ ঘাসের গালিচায় হেঁটে যাই দূর দূরান্ত=
বিকেল আমায় ছুঁয়ে দিলেই সুখে হই মাতোয়ারা,
গাঁয়ের সবুজ মাটিতে স্নিগ্ধতা আর হাওয়ায় মিহি সুখ ফোয়ারা;
ঘাসের গালিচায় হাঁটার হাতছানিতে আমি বিকেল ছুঁয়ে দেই,
এক বিকেলের হাওয়ায় কেটে যায় আনন্দেই।
০৭। =খোঁপায় আমার দেবে গুঁজে ফুল?
খোঁপায় দিয়ো গুঁজে বন্ধু হলুদ তারার ফুল, দিয়ো, দেবে নাকি?
খুলে দিলাম তোমার জন্য আমার এলো চুল। আর দিয়ো না ফাঁকি!
চন্দ্রপ্রভা ফুলও হলুদ, করবীর রঙ হলুদ, রঙ কি চেনো বন্ধু?
মনে এনে দাও না বন্ধু ভালোবাসার রোদ, মনে প্রেম নাই এক বিন্দু?
০৮। =হেমন্ত ছুঁয়েছে পুকুরের জল=
কুয়াশায় ঘেরা প্রান্তর, মিহি রোদ্দুরের আস্ফালন
সুখে দৃষ্টির উম্মিলন,
জল ছুঁই, আবার ছুঁই না, বন্ধু শীত এসে গেলো যে,
সুখ সুখ রোদ্দুর ঐ হেমন্ত নিয়ে এলো যে!
০৯। =কাঁটা নয় ফুল হও=
অল্পতেই যাও রেগে, কথার মাঝে যেন ক্যাকটাসের কাঁটা,
ফুল হতে পারো না ভালোবাসার, হতে পারো না
সম্পর্ক সুখী রাখার আঠা;
তুমি নর অথবা নারী, অল্পতেই জ্বলে উঠো,
এমন কাঁটা কথার আঘাতে কত মানুষের মন টুটো!
১০। =মনের শাখে বসবে পাখি?
চলো পাখি হয়ে যাই, হলুদ সবুজ রঙা টিয়ে,
বৃক্ষ শাখে বসে থাকি বন্ধু তোমায় নিয়ে;
এসো ফিসফিসানি সুর তুলি, ঝড় উঠুক মন বাড়ি,
আমরা পাখি হয়ে যাই, যাই লোকালয় ছাড়ি।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চিন্তা
ভালো থাকুন
২| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
মায়াস্পর্শ বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর ।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ স্পর্শ
ভালো থাকুন
৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
আজব লিংকন বলেছেন: কচুরীপানা ফুলের ছবিটা আমার খুব পছন্দ হয়েছে।।
লেখাগুলো সুন্দর হয়েছে।।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৫
শেরজা তপন বলেছেন: কবিতার ব্যাপারে পড়ে বলব। তবে ছবি আপুর ছবিগুলো চমৎকার।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়া
৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৫
স্প্যানকড বলেছেন:
ছবিগুলি সুন্দর হয়েছে। ভালো থাকবেন সব সময়।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ স্প্যান
আপনিও ভালো থাকুন
৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
মিরোরডডল বলেছেন:
কচুরীপানা ফুল, হিম ভোর হেমন্ত, সবুজ ঘাসের গালিচা, চলো পাখি হয়ে যাই,
এই ছবিগুলো বেশি ভালো লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অনেক ধন্যবাদ
ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে সময় আর শ্রম সার্থক
ভালো থাকুন সবাইকে নিয়ে
৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কচুরিপানা ফুল তোলার জন্য একসময় কি রিস্কটা না নিতাম। এটা ছিল সবচেয়ে ভয়ংকর কাজ, পানির গভীরতা, নিচে কি আছে কিছুই দেখা যেত না, স্কুলব্যাগ সহ উল্টায় পরার ভয় , ছবি গুলো সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআর কাদায় পা গেঁথে যেতো, টেনেও তোলা যেত না। তবে একটা ফুল আনতে পারলে ভালো লাগতো
ধন্যবাদ অনেক অনেক
৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ সব ছবি, সাথে মিস্টি পংক্তিমালা।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকুন
৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: যেহেতু আপনি সব সময় ছবি তুলেন, তাই বলব আর একটু মনোযোগী হোণ। তাহলে ছবির মান অনেক ভালো হবে। যেমন ফ্রেমিং এবং সাবজেক্ট এদুটা বিষয়ে বেশি মনোযোগ দেওয়া উচিৎ।
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিকাছে।
ধন্যবাদ পরামর্শের জন্য
১০| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
জটিল ভাই বলেছেন:
ছবির ছবি আর লিখা ছবির মতোই ♥♥♥
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন আপু ☺️