নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ঘুম রেখে এসো দখিনের বারান্দায়, কী স্নিগ্ধ আলো,
উড়ছে চিল উঁচু তলা ছুঁয়ে, লাগবে তোমারও ভালো,
চা করেছি, চুলায় জল করছে টগবগ, দিয়েছি চা পাতা
তুমি এলেই কাপে ঢালবো, খুলবো প্রেমের খাতা!
চলো একটি সকাল স্মরণীয় করে রাখি,
সময় যখন আমাদের দেবে ফাঁকি,
স্মৃতির ঝাঁপি খুলে বসবো একদিন অশীতিপর,
কী স্নিগ্ধতা ছুঁয়ে যাবে আমাদের, সুখ ঝরবে মনের উপর।
দুধ চা করেছি, না করো না, মুহূর্ত মিষ্টি হয়ে উঠুক,
এবেরা তোমার বিগত অভিমান টুটুক,
বারান্দার ফ্লোরেই বসবো আসন পেতে,
এসো, এখানে ভালো লাগবে চা খেতে।
আকাশে তাকিয়ে দেখতে পাবে সূর্য কুয়াশায় ঢাকা,
নিস্তেজ আলোর ফোয়ারা, তবে আকাশটা ফাঁকা,
মেঘহীন আকাশও ভালো লাগে সকালের আলোয়
এসো চা নাও হাতে, কেটে যাবে সময় ভালোয়।
ঠোঁটে তালা আর কতকাল রাখবে লাগিয়ে,
এবার হাসো, মনে উচ্ছ্বাস রাখো জাগিয়ে,
চুমুকে চুমুকে তৃপ্তি করো অনুভব,
অনুভূতিতে শান্তি রাখো, শান্তি বয়ে আনে কি বিত্ত বৈভব?
সকালের আলোয় স্নান করবে, এসো?
নিস্তেজ সূর্যের মতই সুখে আলতো হেসো,
একটি সকাল হোক তোমার আমার আমার নামে,
এসো সুসময় কিনি ভালোবাসার দামে।
©কাজী ফাতেমা ছবি
(২৭/১১/২০২১)
চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু আমার হাতের কড়া লিকারের দুধ চা।
ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এতো সুন্দর চা দেখে মনটা উদাস হয়ে গেলো।
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চায়ের দাওয়াত রইলো
ধন্যবাদ হাসানাত ভাইয়া
ভালো থাকুন
৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১
জটিল ভাই বলেছেন:
চাচায় চা চায়, চাচি চেঁচায়!
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জটিল চা চায় , ভাবী দেয় না
ভাবী বলে দূরৈ দিয়া মুড়ি খা
থ্যাংকিউ সো মাচ
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
আজব লিংকন বলেছেন: চায়ে চুমুক দিয়ে চা নিয়ে লিখা কবিতা পড়ছি।।
ছবিটা দুর্দান্ত সুন্দর হয়েছে আপুনি।।
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা ছাড়া আসলেই চলে না। থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: আপুনি বাসার ঠিকানা দিয়ে দিলেই সবাই চলে যেত তোমার বাসায়!!!
তারপর চায়ের সাথে টা ......
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিল বাংলাদেশ ব্যাংকের কাছেই আপু। চলে আসো একদিন। আপু তুমি কী আমার সাথে কখনো দেখা করবে? সত্যি বলবে কিন্তু
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মায়াস্পর্শ বলেছেন: দুধ চা দেখলে না খেয়ে থাকা যায় না। আমার এখানে একটা পাকিস্তানি হোটেল থেকে দুধ চা খাই, স্পেশাল দুধ পাত্তি চা।
অনেক সুন্দর। ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আগে দুধ চা ছাড়া চা'ই খেতাম না। আস্তে আস্তে কমিয়ে দিয়েছি।
আপনাকেও ধন্যবাদ ভালো থাকুন
৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: এই চা আসলে একা খাওয়া ঠিক হবে না।
২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দাওয়াত রইলো
বানিয়ে খাওয়াবো
ধন্যবাদ তরী
ভালো থাকুন
৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
জুল ভার্ন বলেছেন: চা বাড়ির মেয়ের চা খুব ভালো হয়েছে। ❤️
২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান চায়ের দাওয়াত রইলো
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৯| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
দুধ মাখা চা আমি খাইনা , তবে ভাল ছবি ছবি ও কবিতা দেখলে পড়তে ছাড়িনা ।
কবিতাটি এক কথায় মনোমুগ্ধকর এবং হৃদয়স্পর্শী। সহজ কথায়, মৃদু ছন্দে জীবনের একান্ত মুহূর্তগুলিকে তুলে
ধরা হয়েছে অসাধারণ দক্ষতায়। আমাদের মনে একটি স্নিগ্ধ সকালকে মূর্ত করে তোলার ক্ষমতা রাখে এই কবিতা।
শুরুতেই দখিনের বারান্দার স্নিগ্ধ আলো এবং চিলের উড়ান যেন জীবনের সরলতা ও মুক্তির প্রতীক। চায়ের ধোঁয়ার
সাথে প্রেমের খাতা খোলার আহ্বান একদিকে চিরায়ত বাঙালির দৈনন্দিন জীবনের ছবি, অন্যদিকে সম্পর্কের
গভীরতার মিষ্টি আভাস।
কবিতার ছন্দ প্রবাহ এতটাই মসৃণ যে প্রতিটি পঙক্তি যেন নিজেই এক একটি স্নিগ্ধ মুহূর্তে আমাদেরকে নিয়ে যায়।
আপনি নিপুণভাবে সময়ের অনিবার্য ফাঁকি এবং স্মৃতির আবেদনকে জীবন্ত করে তুলেছেন।
"একটি সকাল হোক তোমার আমার নামে" - এই পঙক্তি যেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে
তোলার এক উজ্জ্বল বার্তা।
কবিতাটি শুধু একটি সম্পর্কের কথাই বলে না, বরং জীবনের সৌন্দর্যকে উদযাপন করতে শেখায়। এটি এক নিখুঁত
কবিতা, যা আমাদের মনে মনে একটি অপনি আর আ,আমাদের মিলে , মিশে থাকার ভালোবাসার অনুভূতি
জাগিয়ে রাখে।
সেই অনুভুতি হতেই কবিতা লেখার খেলায় আপনার কবিতায় থাকা
"একটি সকাল হোক তোমার আমার নামে" - এই পঙক্তির অনুভবে
কবিতার মত দেখায় একটি লেখা লিখে রেখে গেলাম হেথায় -
একটি সকাল হোক অপনি আর আমাদের নামে
দখিনের বারান্দায় স্নিগ্ধ আলো
চিলের ডানায় মিশে যায় কালো
চায়ের ধোঁয়ায় কত স্বপ্নের ছবি
আপনিই যে আমাদের ছবিকবি।
মৃদু হাওয়ায় জেগে ওঠে প্রাণ
নীরবতার ভাঁজে হারায় গান
একটু থেমে একটু সেজে
জীবন জানে কতটা মজে।
আপনি আর আমরা মিলে এ ধরাধামে
একটি সকাল হোক, আমাদেরই নামে
যেখানে সময় কোনদিন হারাবেনা পথ
স্মৃতিরা থাকবে অম্লান হয়ে চীরসাথ।
এ নয় চাওয়া তেমন কিছু বিরাট
তব শীরে থাকুক ছবিরাণীর মুকুট
অজস্র সুখের ছায়া মেখে অবয়বে
স্মৃতির মুহূর্তগুলো চিরকাল রবে।
জীবন জানে এইটুকুই মোদের চাওয়া
হারানো স্মৃতির মাঝে এইটুকু ছাওয়া
আপনার আর আমাদের অনন্ত স্বপ্নে
একটি সকাল হোক, মিশে যাক মনে।
শুভেচ্ছা রইল
২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ আপনার মন্তব্য। এত খুঁটিয়ে কেউ পড়ে বলে মনে হয় না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাইজান।
কবিতাটাও অসম্ভব সুন্দর হয়েছে। দেশে আসলে আমরা চায়ের আসর বসাবো ইংশাআল্লহ।
ভালো থাকুস সুস্থ থাকুন এই কামনা করি ফি আমনিল্লাহ
১০| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ চায়ের দাওয়াত শৈল্পীকভাবে দেয়ার জন্য।
২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন
১১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
মেহবুবা বলেছেন: এসো সুসময় কিনি ভালবাসার দামে, ঠিকই তো!
২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অনেক ধন্যবাদ ভালো থাকুন
১২| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
কিরকুট বলেছেন: আপনি এক কাজ করেন , কোন চা কম্পানির ফ্যাক্টরির সামনে এই পইদ্য খান ব্যানার করে টানিয়ে দিন । এ্যাম্বাসেডার হইলেও হইতে পারেন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮
মিরোরডডল বলেছেন:
ছবিপু, এটা কি তোমার হাতের চা?
সেইরকম হয়েছে দেখতে।