নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্নিগ্ধ সকালে নিমন্তন্ন চায়ের=

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩



ঘুম রেখে এসো দখিনের বারান্দায়, কী স্নিগ্ধ আলো,
উড়ছে চিল উঁচু তলা ছুঁয়ে, লাগবে তোমারও ভালো,
চা করেছি, চুলায় জল করছে টগবগ, দিয়েছি চা পাতা
তুমি এলেই কাপে ঢালবো, খুলবো প্রেমের খাতা!

চলো একটি সকাল স্মরণীয় করে রাখি,
সময় যখন আমাদের দেবে ফাঁকি,
স্মৃতির ঝাঁপি খুলে বসবো একদিন অশীতিপর,
কী স্নিগ্ধতা ছুঁয়ে যাবে আমাদের, সুখ ঝরবে মনের উপর।

দুধ চা করেছি, না করো না, মুহূর্ত মিষ্টি হয়ে উঠুক,
এবেরা তোমার বিগত অভিমান টুটুক,
বারান্দার ফ্লোরেই বসবো আসন পেতে,
এসো, এখানে ভালো লাগবে চা খেতে।

আকাশে তাকিয়ে দেখতে পাবে সূর্য কুয়াশায় ঢাকা,
নিস্তেজ আলোর ফোয়ারা, তবে আকাশটা ফাঁকা,
মেঘহীন আকাশও ভালো লাগে সকালের আলোয়
এসো চা নাও হাতে, কেটে যাবে সময় ভালোয়।

ঠোঁটে তালা আর কতকাল রাখবে লাগিয়ে,
এবার হাসো, মনে উচ্ছ্বাস রাখো জাগিয়ে,
চুমুকে চুমুকে তৃপ্তি করো অনুভব,
অনুভূতিতে শান্তি রাখো, শান্তি বয়ে আনে কি বিত্ত বৈভব?

সকালের আলোয় স্নান করবে, এসো?
নিস্তেজ সূর্যের মতই সুখে আলতো হেসো,
একটি সকাল হোক তোমার আমার আমার নামে,
এসো সুসময় কিনি ভালোবাসার দামে।
©কাজী ফাতেমা ছবি
(২৭/১১/২০২১)

চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮

মিরোরডডল বলেছেন:




ছবিপু, এটা কি তোমার হাতের চা?
সেইরকম হয়েছে দেখতে।



২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু আমার হাতের কড়া লিকারের দুধ চা।

ধন্যবাদ

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এতো সুন্দর চা দেখে মনটা উদাস হয়ে গেলো।

৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

জটিল ভাই বলেছেন:
চাচায় চা চায়, চাচি চেঁচায়! =p~

৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

আজব লিংকন বলেছেন: চায়ে চুমুক দিয়ে চা নিয়ে লিখা কবিতা পড়ছি।।
ছবিটা দুর্দান্ত সুন্দর হয়েছে আপুনি।।

৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: আপুনি বাসার ঠিকানা দিয়ে দিলেই সবাই চলে যেত তোমার বাসায়!!!


তারপর চায়ের সাথে টা ...... :)

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

মায়াস্পর্শ বলেছেন: দুধ চা দেখলে না খেয়ে থাকা যায় না। আমার এখানে একটা পাকিস্তানি হোটেল থেকে দুধ চা খাই, স্পেশাল দুধ পাত্তি চা।
অনেক সুন্দর। ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: এই চা আসলে একা খাওয়া ঠিক হবে না।

৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

জুল ভার্ন বলেছেন: চা বাড়ির মেয়ের চা খুব ভালো হয়েছে। ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.