নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বলি মাঝে মাঝে রোমান্টিক হওয়া যায় তো,
মনের তারে বাজিয়ে দাও ভালোবাসার সুর
ভালোবাসি বল, শুনতে মন চায় তো,
এই, তোমার মন উঠোনে বুঝি বারোমাসি চৈত্র রোদ্দুর?
এই শুনো না, অকারণে এক ঝুড়ি ফুল দেবে
টকটকে লাল গোলাপ, একটা বেলীর মালা?
কাউকে সুখী করা কী যে আনন্দের
সে আনন্দ নেবে? দেখো ভেবে!
এই, একটি দুপুর দেবে, দেবে একটি ফুলেল প্রহর
বিকেল দিতে পারো, দিতে পারো গোধূলি
মন উঠোনে বইয়ে দিতে পারো ভালোবাসার লহর,
শুনো না, আমরা কি রোমান্টিকতায় কাটাতে পারি না
এই দিনগুলি?
ফুল দাও, মন নাও
ঘ্রাণে মাখা প্রহর দাও
দাও সন্ধ্যার আলোছায়ায় ক্যান্ডেল নাইট কফি প্রহর
প্রেম আলোকসজ্জ্বায় ভরে দাও মন শহর।
এমন নিম উচ্ছে প্রহর আমার চাই না, প্রহরগুলো মিষ্টি করো
চাই না বিতৃষ্ণা থাকুক ঠোঁট ছুঁয়ে,
মনে আমার, ভালোবাসার ইমারত গড়ো,
এই শুনছো? মনের ক্ষেতে দাও প্রেমের চারা রুয়ে।
একটি ভোর দেবে আমায়, শিশির ভেজা ভোর
আমার চোখে লাগাও ভালোলাগার ঘোর,
একশত দুই গোলাপ দিয়ো উপহারে আমায়
কিছু প্রেম প্রেম মুহূর্ত দাও তুলে জীবন নামায়।
©কাজী ফাতেমা ছবি
১১/১২/২০২৩
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
জেনারেশন৭১ বলেছেন:
আপনার মনটা কবির, বসবাস কঠিন সমাজে।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই উক্তিটি খুবই সত্য। ধন্যবাদ আপনাকে
ভালো ও সুস্থ থাকুন
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাউকে সুখী করার আনন্দ সবার মাঝে ছড়িয়ে গেলে আনন্দে ভরে উঠবে সব দিক।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাইয়া জি।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
কবিতার বই আছে আপনার?
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আছে।
ধন্যবাদ ভালো থাকুন
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা।আমার অন্যতম প্রিয় কবি মহাদেব সাহার বিখ্যাত প্রেমময় কবিতা 'চিঠি দিও'র মতো আবেগী প্রত্যাশা। ❤️
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য। অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
মায়াস্পর্শ বলেছেন: আপু,তারিখ টা যে ভবিষ্যতের দিয়ে রেখেছেন।
সুন্দর কবিতা।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ । এটা অনেক আগের লেখা। ভুলে বছর দিয়ে দিছি।
ধন্যবাদ আপনাকে
৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৮
আজব লিংকন বলেছেন: এই, একটি দুপুর দেবে, দেবে একটি ফুলেল প্রহর। "ফুলেল" কি আপা?
এই, তোমার মন উঠোনে বুঝি বারোমাসি চৈত্র রোদ্দুর?
এই আবেগ মাখা লাইনটা। উফ! দারুণ লেগেছে।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন:
ফুলেল: Bangla to Bangla
ফুলেল [phulēla] বিণ. 1 তিল থেকে নিষ্কাশিত এবং ফুলের গন্ধে সুবাসিত (ফুলেল তেল); 2 ফুলের গন্ধযুক্ত, সুবাসিত; 3 পুষ্পময় ('ফুলেল ফাগুন': নজরুল)। [বাং. ফুল + ল = ফুলল =ফুলেল]
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিকাছে অকে
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৫
জটিল ভাই বলেছেন:
এই ধরণের ছবিগুলো আপনার এতো প্রিয় কেনো?
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
বিষাদ সময় বলেছেন: হিজাব পরিয়ে বেশরিয়তি কাজে আহ্বান করছেন!!!