নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=এই হেমন্তে জলে ভাসবে=
চলো হিম হাওয়া খেয়ে আসি
জলের উপর ভাসি ডিঙি নিয়ে;
তুমি মাঝি হয়ে যাও, বৈঠা হাতে;
চলো কিছু মুগ্ধতা আনি
প্রকৃতি হতে ছিনিয়ে।
এই তুমি সাঁতার জানো তো?
০২। =ফুল যখন ফুটে=
সকালে বারান্দায় গিয়ে দেখি
একি!
পাপড়ি ডানা মেলে ফুটে আছে ফুল;
আহা মন ফুরফুরে, মনে সুখ অতুল।
০৩। =হলুদ ফুল মানেই যেন বসন্ত=
কেমন যেন, মনে সুখ অনুভব
বাসন্তি ফুল দেখলেই মনে বসে বসন্ত উৎসব
ভালো লাগে বড়, নিজের বয়স নিয়ে আসি কুড়িতে;
সময় তুলে কিছু সুখ মনের ঝুড়িতে।
০৪। =তোমায় জানাই পিংক ফুলের শুভেচ্ছা=
তুমি কী রং ভালোবাসো?
হলুদ কমলা না নীল
অথবা পিংক কালার? নাকি হলুদ?
তুমি কালো রঙ ভালোবাসো?
উফ কঠিন তাই তোমার দিল;
আচ্ছা ছেলেরা ফুল কেন ভালোবাসে না?
ফুটা ফুল দেখলে সুখ বুঝি পাও না দিলে
এক তিল?
০৫। =তুমি আমি দুটো গোলাপী ফুল=
এই দেখে যাও না, সবুজে তুমি আমি ঝুলে আছি
দেখো না, প্রেম পোকা খেলছে কানামাছি;
বন্ধ করো চোখ, প্রেম করো অনুভব
তুমি আমি ফুল হয়ে যাই, চাই না..দুনিয়ার বৈভব।
০৬। =আমায় দেবে ঘ্রাণ মাখানো প্রহর=
মনের শাখে বপে দিয়ো এক কামিনীর চারা;
কামিনী ফুটলেই যেন মন ঘ্রাণে হয় পাগলপাড়া,
কামিনী ফুটা রাতে এসে বসবে পাশে
কামিনীর মত চাঁদও ঐ লেগেছে দেখ
আকাশে আলো চাষে।
সময়টা কাটবে না মন্দ;
এসো পিছনে রেখে সব দ্বন্দ্ব।
০৭। =মন যেন কামিনীর কলি=
তুমি ভালোবাসি বললেই মন মেলবে পাপড়ির ডানা;
মন যেন কামিনীর কলি, ফুটি ফুটি করছে
তুমি মন ছুঁয়ে দিলেই, প্রেম পূর্ণ ষোল আনা;
এই দেখে যাও মন কলিতে আজ বৃষ্টিরা স্নিগ্ধতা দিয়েছে লেপ্টে
মন চুয়ে টুপটাপ ভালোবাসা ঝরছে।
০৮। =ভেজা গোলাপে লিখেছি তোমার নাম=
তুমি পাথর মানুষ, তাই ভেজা গোলাপে লিখেছি তোমার নাম
বৃষ্টির বিন্দু ধুলায় ঝরলেই তুমি হবে নাই;
সেই ভালো মন ছুঁবো না আর, তুমি ঝরে পড়ো মুহুর্মুহু ধুলোর বুকে
তুমি হারিয়ে যাও বৃষ্টির জলের মত,এইতো চাই।
০৯। =শিশির ভেজা গোলাপ দিয়ো=
খুব ভোরে হিম হাতে নিয়ে এসো শিশির ভেজা ফুল;
তুমি ফুল দিলে, ফুল হবে সব ভুল
ভুলগুলো ছুঁড়ে ফেলে বলে দেব ভালোবাসি,
তুমি তাজা গোলাপ দিয়ো, ফুল দিয়ো না বাসি।
১০। =কত রঙের গোলাপ=
রবের সৃষ্টি এই দুনিয়া, এখানে কত রঙের ফুল
না জানি আমার রব কত সুন্দর, ভেবে পাই না কূল।
১১। =এই নাও তোমায় গোলাপ দিলাম=
নেবে গোলাপ, রাখবে বুক পকেটে?
রেখে দিয়ো প্রিয়
ঘ্রাণ ছড়াবে যখন গোলাপ,স্মরণ করিয়ো
বিনিময়ে মনটা আমার করে দিয়ো।
১২। =তুমি গোলাপ ভালোবাসো=
মন উঠোনের এক কোণে গোলাপ দিয়ো রুয়ে,
চারায় দিয়ো আলতো ছুঁয়ে
যদি করো যতন তারে,সুখ করে দেবে তোমায়;
তোমার যত বিষণ্ণতা চলে যাবে ঘ্রাণের অলীক ফুঁয়ে।
১৩। =গোলাপগুলো শুকিয়ো=
গোলাপ দিলাম, রেখো দিয়ো মনদানিতে
শুকিয়ে গেলেও পাপড়িগুলো রেখো বইয়ের পাতায়
স্মৃতিতে আসবে কখনো, যখন পাতা উল্টাবে
স্মরণ হবে আমায় তখন
আহা কত কিছু ভাববে আমায় নিয়ে।
১৪। =কলি ফুটিতে চাহে না=
মনে তালা মেরে রেখেছি, মন যেন আফোটা কলি;
তুমি কেবল বিষাদ দাও ঢেলে, মনের অলিগলি;
বলো ভালোবাসি, মন মেলবে পাপড়ির ডানা;
বলোনি তো, মনে কী আছে তোমার, আজও অজানা।
১৫। =চাই কাঠবেলীর মালা=
কাঠবেলীর মালা চুলে দিয়ো গুঁজে,
কোথায় আছে কাঠবেলী নিয়ে এসো খুঁজে;
অভিমানের বুকে আছি শুয়ে, ভাঙ্গাতে চাও যদি অভিমান;
কাঠবেলীর মালা, কী যে হবো খুশি, করতে পারবেই না অনুমান।
১৬। =সন্ধ্যামালতীর কী ঘ্রাণ=
বিকেল হলেই সন্ধ্যা মালতিরা পাপড়ি মেলে ফুটে;
মালতিদের পাশে হাঁটলেই আমার বিষাদ যায় টুটে;
ভালো লাগে বড়, ওদের গায়ে কী ঘ্রাণ
একটি মালতি প্রহর পেতে এবেলা মন করে আনচান।
১৭। =একদা আমি প্রজাপতি ছিলাম=
ডানা মেলে উড়তাম, তখন আমি কৈশোরে দিয়েছিলাম পা
আহা সেবেলার সুখ, ওজনে যায় না মাপা;
রঙিন ডানা, মনও রঙিন, কী মনোহারী দিনগুলো
চলে গেলো দিনগুলো, উড়িয়ে সময়ের ধুলো।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাইয়া
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর কবিতামালা।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক
ভালো থাকুন সবাইকে নিয়ে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অসম্ভব সুন্দর ছবিগুলো, মন ভালো হওয়ার মতোই ।
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হাসানাত ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
মায়াস্পর্শ বলেছেন: ফুলের বাগানে গেলে মন শান্তি পায় ।
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। আমার বারান্দায় গেলে সকালে মন ভালো হয়ে যায়।
ধন্যবাদ মায়া
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: আহা শুধুই মুগ্ধতা...! যেমন ছবি, তেমনি কবিতা !! কবির জন্য অনেক শুভকামনা ।
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: ৪নং ছড়িতা কবিতা পড়ে হাসছি আপুনি
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসাতে পেরে ভালো লাগছে আপুন
ভালো থাকো সব সময়।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
সামিয়া বলেছেন: খুবই সুন্দর আপু আর শেষের ছবিটা জাস্ট অসাম
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: শব্দ চয়ন আপনার খুবই খারাপ।
কবিতায় সব সময় সুন্দর ও প্রানবন্ত শব্দ ব্যবহার করতে হয়।
এক লাইনে আপনি লিখেছেন 'আফোটা'। আফোটা শব্দটা কি সুন্দর? শ্রুতিমধুর?
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৪
জটিল ভাই বলেছেন:
ছবি এবং লিখা দূর্দান্ত হয়েছে ♥♥♥
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতোই ভালোলাগা।