নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফেলে আসা স্কুল স্মৃতি, ঝাপটে ধরে আমায়=

১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১


একদিন এখানে বসতো দুষ্টকিশোরীদের মেলা,
মাঠজুড়ে হইহল্লা, স্কুল ইউনিফর্মে আমরা দুষ্ট মেঘপাখিদের দল!
ছুটোছুটির দিন পেরিয়ে ভারিতিরি জীবনে বসে দেখি পিছনের প্রতিচ্ছবি,
দল বেঁধে ছুটে চলা পথ, স্কুল পালানো আর ব্যাগভর্তি দুষ্টুমি ভরে আমরা
ছুটে যেতাম স্কুলের সেই সবুজ মাঠটাতে।

মেডামদের তীক্ষ্ণ চিৎকারে ক্লাসরুমে দৌঁড়ার সেই চিত্র
এখনো চোখের আয়নায় দেখি, আর আনমনা হই-হেসে দিই অজান্তে।
আহা আমাদের স্কুল, ধুমধাম ব্যান্ড বাজনা আর লুকোচুরি খেলা।

বেঞ্চের মাঝামাঝি বসে মেডামের চোখ ফাঁকি দিয়ে
বন্ধুর চুলের ব্যান্ড খুলে দিয়ে অথবা ওড়নায় ওড়নায় গিট বেঁধে
সেকি উল্লাস!
কালের ডহরে আজও যেনো স্মৃতিগুলো কাঁদে।

বন্ধুরা দলবেঁধে হেঁটে তিন মাইল পথ পাড়ি দিয়ে
ঢুকে যেতাম সবুজ মায়ায় জড়ানো সেই স্কুল মাঠে।
ডানামেলা পাখি আমরা, যা ইচ্ছে তাই করা সুখের সময়গুলো
হাতছানি দিয়ে আজও কাছে ডাকে আমায়।

স্কুলের মাধ্যমিক গন্ডি পেরুতেই হারিয়ে ফেলি
সেই দুষ্টুমি আর খুঁনসুঁটিতে মাতিয়ে রাখা বন্ধুদের।
কে কোথায় আছে কে জানে! তাদেরও কী স্মৃতিগুলো এমন পুড়ায়,
মনে করিয়ে দেয় আমাদের তরুণবেলার নানা গল্পে ভরা দিনগুলো!

মাঠে গাছের ছায়ায় বসে বাদামের ঠোঙা হাতে আমরাও
এখানে একদিন বসেছিলাম,
ফোমের আইসক্রিম বাক্সে সেদিনও আইসক্রিম অ'লা
ধুপধাপ বাড়ি দিয়ে ডেকে আনতো কাছে তার আর
আমরা চার আনা, আট আনা অথবা
এক টাকার আইসক্রিমে রাখতাম ঠোঁট।

লাল রঙ আইসক্রিম চেটেপুটে খেয়ে, আহা সেকি হাসির রোল
লিপস্টিক রাঙা ঠোঁট যেনো সবার মুহুর্তেই।
আহা চার আনার আইসক্রিম যুগ, আমাদের স্কুল, আমাদের মাঠ
আমাদের সেই চুনারুঘাট বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়,
ভালোবাসি আজও ফেলে আসা সেই স্কুলবেলা।
©কাজী ফাতেমা ছবি
১০/১২/২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

সৈয়দ কুতুব বলেছেন: স্কুল লাইফের ফ্রেন্ডশিপ সারাজীবন থাকে!

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। অনেকেই আছেন এখন ফেসবুকের কল্যাণে।

ধন্যবাদ আপনাকে

২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

জেনারেশন৭১ বলেছেন:



বালিকা বিদয়ালয়ে পড়েছেন? জীবনের সুন্দর অংশটা ( কৈশোর ) মাটি হয়ে গেছে।

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন মাটি হবে। আমরা খুব মজা করেছি স্কুল জীবনে। ইন্টার পড়েছি ছেলেমেয়ের কলেজে। আবার ডিগ্রি ভর্তি হইছিলাম মহিলা মহাবিদ্যালয়ে।

ধন্যবাদ

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: আমার দুর্ভাগ্য স্কুল কলেজ জীবনের কো-এডুকেশনের সুযোগ ছিলো না।

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআইচ্ছা

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৩

জটিল ভাই বলেছেন:
জানিনা আপনার রাগটা কোথায় :(

১৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাগ ক্যারে। আমি রাগী মানুষ না তো । :( কী হইছে কনছাইন দেহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.