নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একদিন কার্জল হল ভ্রমণ করেছিলাম=

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

০১।

কার্জন হলে একদিন আমি আর আমার ছোট পুত্র ঘুরতে গিয়েছিলাম। ছেলে আগে প্রায়ই বায়না ধরতো, এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্য। শুক্রবারে বিকেলে বিভিন্ন জায়গায় যেতাম আমি আর তামীম। লালবাগ কেল্লা অথবা শহীদ মিনার কিংবা আহসান মঞ্জিল। কোথায় যাবো এই বলতে বলতে রাস্তায় কার্জন হল দেখে নেমে যাই রিক্সা হতে। শুক্রবারে মেশিনের রিক্সায় ঘুরি । দারুণ লাগে। যানজটও নাই বেশী।

কার্জন হল ১৯০৪ সালে নির্মিত হয় (সূত্র উইকিপিডিয়া) । তৎকালীন গভর্ণর জেনারেল জর্জ নাথানিয়েল কার্জন, কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা কার নাম অনুসারে রাখা নাম রাখা হয়। নানান জনের নানান মত দেখলাম। কেউ বলে টাউন হল কেউ বা বলে ঢাকা কলেজের পাঠাগার।

০২্।


০৩।


০৪। যখন গিয়েছিলাম তখন একটা ফাঁকা ছিল।



০৫। লোকজন আসা শুরু করছে



০৬। এই চিত্রটি উইকিপিডিয়াতেও দেখলাম এমনই



০৭। পিটুনিয়ার জঙ্গল



০৮। বিকেলের সূর্যটা ।



০৯। মিষ্টি গোলাপী মুসান্ডা।



১০। বিকেলের ছায়া পড়েছে কার্জনে



১১। কী সুন্দর সাজানো পরিপাটি।



১২। তালগাছটা একা দাঁড়িয়ে আছে।



১৩। যে যার মত ছবি উঠাচ্ছে। ছেলের জন্য তাড়াহুড়ায় ছবিগুলো তুলেছি।



১৪। গাছ আকাশ সবুজ আর নীল।



১৫। সেখানে বষস্ক মানুষেরও আনাগোনা ছিল।



১৬। কী সুন্দর মনোরম পরিবেশ। আমার খুব ভালো লাগে এসব জায়গা।



১৭। সুনসান নিরবতা।



১৮। কাঠগোলাপ ফুটে আছে ।



১৯। দেয়ালের কালার দেখে মুগ্ধ হই বারবার



২০। সুন্দর নকশায় তৈরী কার্জন হল



২১। কার্জন হল আর আকাশ।



২২। সূর্য পশ্চিমের কোলে লুকাচ্ছে।



২৩। এসব জঙ্গল আমার ভালোবাসা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি আপা ছবিগুলো দেখতে পাচ্ছি না

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমি তো দেখতে পাচ্ছি :(

কোন গন্ডগোল হইছে কি না কে জানে

২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো অত্যন্ত দারুণ হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

আমি প্রফেশনাল ফটোগ্রাফার না । মোবাইল সাথে থাকে। সুন্দর দেখে ক্লিক করি। কিন্তু কিছু মাথা মোটা গর্দভ এসেই উল্টা পাল্টা মন্তব্য করে

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: একটা ছবিরও ফ্রেমিং সুন্দর হয়নি।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হইলে হইছে, না হইলে নাই। আপনার মাথামুন্ডু ঠিক করেন আগে।
নিজে ছবি তুলে নিয়ে পোস্ট করেন

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির ছবি তোলার হাত ভালো!

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩

জটিল ভাই বলেছেন:
ছবিব্লগ নাকি ছবিরব্লগ? বিমোহিত হয়ে সব গুলিয়ে যাচ্ছে!!!! ♥♥♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.