![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
জগতের সকল প্রশংসা মহান আল্লাহ তা'লার
তিনি মালিক তিনি খালিক তিনিই ইবাদতের একা হকদার
এই আসমান জমিন, এই নদী পাহাড় খাল বিল
এই যে বেঁচে থাকা নিঃশ্বাস নিয়ে, ছেড়ে, দয়া তাঁর অনাবিল।
রাজা বাদশা দুনিয়ার মহা ক্ষমতাধর কেউ
কী ভয়ংকর বাঘ সিংহ হায়েনা কিংবা ফেউ
তাঁর সামনে সকলেই দাঁড়ায় দন্ডায়মান নত শিরে,
তিনিই ক্ষমতাশালী মহা, তিনি আলো জ্বালান
আঁধারের বুক চিরে।
মহামহীম করুণাময় তিনি অত্যন্ত ক্ষমাশীল,
ডাকলে তাঁরে নিরিবিলি পূন্যি হয় হাসিল,
তাঁর সৃষ্টি এই হাওয়া, আলো, প্রকৃতির রূপ,
অনুভব করি তাঁর নিয়ামত থাকিয়া চুপ।
পাপ করলে শতবার অপেক্ষায় তিনি
অনুতাপে পুড়ে ক্ষমা চাই কী না, ক্ষমা চাইলেই
ক্ষমা পাই, চিনি তাঁরে চিনি,
দোয়া করে চেয়েছি তাঁর কাছে যা, ফিরিনি খালি হাতে
কষ্টে বিষাদে বিষণ্ণতায় কথা বলি সিজদায় তাঁর সাথে।
কত নিয়ামত নিয়ে বেঁচে আছি, করে যাই হরদম শোকর গুজার
যত বিপদ আপদ, যত সুখের বেলা কৃতজ্ঞতায় ডাকি তাঁরে
মন করে ওজার,
ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি তাঁর সৃষ্টির সৌন্দর্য সব
জপলে তাঁর নাম ঠোঁটে, বুকে নেমে আসে পরম প্রশান্তি
বুক উঠোনে বাজে সুখ কলরব।
©কাজী ফাতেমা ছবি
২৪/০২/২০২৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসি এই দুনিয়া, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তাঁকেও। আল্লাহকে ভালোবাসলে আর কী লাগে। পরম করুণাময় তাঁর দয়া দিয়ে আমাদের ঢেকে দিয়েছেন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৩
এ পথের পথিক বলেছেন: পাপ করলে শতবার অপেক্ষায় তিনি অনুতাপে পুড়ে ক্ষমা চাই কী না, ক্ষমা চাইলেই ক্ষমা পাই, চিনি তাঁরে চিনি, দোয়া করে চেয়েছি তাঁর কাছে যা, ফিরিনি খালি হাতে কষ্টে বিষাদে বিষণ্ণতায় কথা বলি সিজদায় তাঁর সাথে ।
খুব ভাল লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
জুল ভার্ন বলেছেন: স্রষ্টা এবং সৃষ্টিকে ভালোবাসি।