![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
তুই কি দিবি বুনোফুলের গুচ্ছ হাতে তুলে
গিয়েছিস আমায় ভুলে?
তোর মত তুই থাকিস, নিস না মনের খোঁজ
অথচ নিতি আগে,মনের খোঁজ রোজ রোজ!
নীল বুনোফুল রঙের মতই, মন আমার নীল বিষণ্ণ,
অপেক্ষায় থাকিস না আমার জন্য!
জানিস,মনের ইচ্ছেগুলো আকুলি বিকুলি খায়,
তুই এনে দিস নীল বুনোফুল, মন শুধু এ চায়!
কী করে যেন প্রিয় মুখগুলো দূরে যায় সরে
কী পুষে, কী জানি কে কার মনের ঘরে
মনের খবর রয়ে যায় গোপন গোপন,
এবেলা হতে পারিনি, কেউ কারো আপন।
নীল বিরহ,নীল বিষণ্ণতায় পুড়ি
নাটাইয়ের সুতো দিলি ছিঁড়ে, আমি কি তোর ইচ্ছে ঘুড়ি?
ভালোবাসার দুয়ারে এঁটে দিলি তালা,
পরিয়ে আমায় নীল বিষণ্ণ ফুল মালা।
থাকিস কাছেই, কিন্তু দূরের মানুষ তুই,
মন পুড়ে তোর জন্য নিতুই,
তুইও কি ভুলে থাকার বাহানা খুঁজে মরিস?
আমায় নিয়ে বুকে ভালোবাসার প্রাসাদ গড়িস?
থেকে যা পাশে থেকেও দূরে,
একদিন অবসরে সুর মিলাবো তোর সুরে,
ভালো থাকিস কামনা শুধু এই, সুস্থতাও কামনা,
তুই হয়ে থাক বুক ডহরে, আমার প্রেম যমুনা।
©কাজী ফাতেমা ছবি
২৫-০২-২০২১
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশি ভাইয়া
আপনিও ভালো থাকুন
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপেক্ষায় থাকিস না আমার জন্য!
..............................................................
না থাকব না ,
আমার যে লাল গোলাপ পছন্দ ... ... ...
কবি তার ভালোলাগা +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বেলী পছন্দ
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
শাওন আহমাদ বলেছেন: হ্যাঁ ,সেই কবে থেকেই আমি প্রতীক্ষায় আছি বুনোফুলের গুচ্ছ দেওয়ার জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কই তে
পাইলাম না আজও
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
এ পথের পথিক বলেছেন: এইটা কি প্রেমের কবিতা ?
নীল বিষণ্ণতায় বা বিরহে পুইড়েন না, তালা ভেঙ্গে বুনোফুল দেয়ার ব্যবস্থা করা হবে । শুধু ফুল না ফুলের গাছ ও দেয়া হবে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে। ছবি দেখে দেখে লিখছি।
অকে অকে
ফুলের গাছ পেলে আর কিছু লাগবে না
থ্যাংকিউ সো মাচ
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
জিনাত নাজিয়া বলেছেন: অপেক্ষার ও অন্য রকম একটা সৌন্দর্য আছে। খুব ভালো লিখেছ আপু। ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা। ছবিটাও দারুণ।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।